নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গ্যালারিতে উপস্থিত সাড়ে ১৮ হাজার দর্শক। স্বাগতিক দেশের খেলা বলে কথা। মিয়ানমারের পক্ষে এমন সমর্থন থাকাটা স্বাভাবিক। সেই সাড়ে ১৮ হাজার দর্শককে চুপ করিয়ে দিয়েছেন বাংলাদেশের ঋতুপর্ণা চাকমা। একবার নয়, দুবার। তাঁর জোড়া গোলে মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে এশিয়ান কাপে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশ।
আর মাত্র ঘণ্টা দুয়েকের অপেক্ষা। তুর্কমেনিস্তানকে বাহরাইন হারাতে পারলে কিংবা ড্র করলে বাংলাদেশ প্রথমবারের মতো পাবে এশিয়ান কাপে খেলার টিকিট। সেই রাস্তাটা সহজ হয়েছে র্যাঙ্কিংয়ের ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারানোয়।
টুর্নামেন্টের শুরুতে র্যাঙ্কিং নিয়ে কথা হচ্ছিল বেশ। কারণ বাংলাদেশের অবস্থান ১২৮। কিন্তু প্রথম ম্যাচে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশ বুঝিয়ে দেয় র্যাঙ্কিং কেবলমাত্র সংখ্যা। সেই ম্যাচে বক্সের বাইরে থেকে দারুণ এক গোল করেন ঋতুপর্ণা। মিয়ানমারের বিপক্ষেও তাই তাঁকে নিয়ে প্রত্যাশা ছিল তুঙ্গে। হতাশ করেননি তিনি।
ইয়াঙ্গুনের থুউনা স্টেডিয়ামে দুটি অসাধারণ গোলে বাংলাদেশকে স্বপ্নের কাছে নিয়ে যাওয়ার কারিগর ঋতুপর্ণা। ১৮ মিনিটে তাঁর নেওয়া ফ্রি-কিক মানবদেয়ালে আটকে গেলেও বল আবার চলে আসে তাঁর কাছে। এবার আর কোনো ভুল করেননি তিনি। বাঁ পায়ের কোনাকুনি শটে খুঁজে নেন জালের ঠিকানা। এগিয়ে দেন বাংলাদেশকে।
৭২ মিনিটেও বক্সের বাইরে থেকে দ্বিতীয় গোলটি করেন ঋতুপর্ণা। জয়ের পর তাই সেরাটা দিতে পারার তৃপ্তি ফুটে ওঠে তাঁর কণ্ঠে, ‘প্রথমেই বলব, আমরা দেশ থেকে ম্যাচ বাই ম্যাচ জেতার লক্ষ্য নিয়ে এসেছি। আমরা আমাদের... যার যার সেরা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করেছি। আমরা সেটা পেরেছি। সমর্থকদের বলব, আমাদের সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ। বাংলাদেশে থাকা মানুষদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের যেভাবে সমর্থন দিয়ে যাচ্ছে। আগামীতেও যেন আরও সমর্থন দিয়ে যায়।’
দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে বাংলাদেশ। পরের ম্যাচে মিয়ানমার বাহরাইনকে হারালেও মূল পর্বে যাওয়ার সম্ভাবনা আর নেই স্বাগতিকদের।
গ্যালারিতে উপস্থিত সাড়ে ১৮ হাজার দর্শক। স্বাগতিক দেশের খেলা বলে কথা। মিয়ানমারের পক্ষে এমন সমর্থন থাকাটা স্বাভাবিক। সেই সাড়ে ১৮ হাজার দর্শককে চুপ করিয়ে দিয়েছেন বাংলাদেশের ঋতুপর্ণা চাকমা। একবার নয়, দুবার। তাঁর জোড়া গোলে মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে এশিয়ান কাপে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশ।
আর মাত্র ঘণ্টা দুয়েকের অপেক্ষা। তুর্কমেনিস্তানকে বাহরাইন হারাতে পারলে কিংবা ড্র করলে বাংলাদেশ প্রথমবারের মতো পাবে এশিয়ান কাপে খেলার টিকিট। সেই রাস্তাটা সহজ হয়েছে র্যাঙ্কিংয়ের ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারানোয়।
টুর্নামেন্টের শুরুতে র্যাঙ্কিং নিয়ে কথা হচ্ছিল বেশ। কারণ বাংলাদেশের অবস্থান ১২৮। কিন্তু প্রথম ম্যাচে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশ বুঝিয়ে দেয় র্যাঙ্কিং কেবলমাত্র সংখ্যা। সেই ম্যাচে বক্সের বাইরে থেকে দারুণ এক গোল করেন ঋতুপর্ণা। মিয়ানমারের বিপক্ষেও তাই তাঁকে নিয়ে প্রত্যাশা ছিল তুঙ্গে। হতাশ করেননি তিনি।
ইয়াঙ্গুনের থুউনা স্টেডিয়ামে দুটি অসাধারণ গোলে বাংলাদেশকে স্বপ্নের কাছে নিয়ে যাওয়ার কারিগর ঋতুপর্ণা। ১৮ মিনিটে তাঁর নেওয়া ফ্রি-কিক মানবদেয়ালে আটকে গেলেও বল আবার চলে আসে তাঁর কাছে। এবার আর কোনো ভুল করেননি তিনি। বাঁ পায়ের কোনাকুনি শটে খুঁজে নেন জালের ঠিকানা। এগিয়ে দেন বাংলাদেশকে।
৭২ মিনিটেও বক্সের বাইরে থেকে দ্বিতীয় গোলটি করেন ঋতুপর্ণা। জয়ের পর তাই সেরাটা দিতে পারার তৃপ্তি ফুটে ওঠে তাঁর কণ্ঠে, ‘প্রথমেই বলব, আমরা দেশ থেকে ম্যাচ বাই ম্যাচ জেতার লক্ষ্য নিয়ে এসেছি। আমরা আমাদের... যার যার সেরা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করেছি। আমরা সেটা পেরেছি। সমর্থকদের বলব, আমাদের সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ। বাংলাদেশে থাকা মানুষদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের যেভাবে সমর্থন দিয়ে যাচ্ছে। আগামীতেও যেন আরও সমর্থন দিয়ে যায়।’
দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে বাংলাদেশ। পরের ম্যাচে মিয়ানমার বাহরাইনকে হারালেও মূল পর্বে যাওয়ার সম্ভাবনা আর নেই স্বাগতিকদের।
কলম্বোয় বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি ম্যাচ হলে ঘুরেফিরে আসে ২০১৮ নিদাহাস ট্রফির স্মৃতি। সেবার লঙ্কানদের বিপক্ষে দুইবারের লড়াইয়ে দুইবারই জিতেছিল বাংলাদেশ। সাত বছর পর সেই প্রেমাদাসায় রচিত হলো ইতিহাস। ৮ উইকেটে জিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ।
১ ঘণ্টা আগেলর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে ‘লো-স্কোরিং থ্রিলারে’ ভারত হারলেও রবীন্দ্র জাদেজার ব্যাটিংয়ের প্রশংসা করেছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞরা। মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাদের নিয়ে প্রাণপণে লড়ে গেছেন জাদেজা। তবে পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমলের মতে জাদেজার আরেকটু দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল।
১ ঘণ্টা আগেসিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে তেমন কিছুই করতে পারেননি মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন। কলম্বোর প্রেমাদাসায় আজ সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে জায়গা মেলেনি তাঁদের। একাদশে দুই পরিবর্তন আনতেই বাজিমাত বাংলাদেশের। মিরাজের পরিবর্তে একাদশে এসেই শেখ মেহেদী হাসান দেখালেন তাঁর ঘূর্ণিজাদু।
২ ঘণ্টা আগেঅনেক দিন ধরেই বসুন্ধরা কিংস অ্যারেনার বেহাল দশা। তার ওপর এখন বর্ষাকালে নিয়মিত বৃষ্টির কারণে স্টেডিয়ামের অবস্থা হয়েছে আরও বাজে। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ফুটবল সংস্থা (সাফ) এবার চারটি ম্যাচের ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। যার মধ্যে রয়েছে বাংলাদেশের দুটি ম্যাচ।
৩ ঘণ্টা আগে