Ajker Patrika

বার্সার দুঃসময়ে না করতে পারলেন না জাভি

বার্সার দুঃসময়ে না করতে পারলেন না জাভি

লা লিগায় গত রাতে ভায়োকানোর কাছে হারের পর বরখাস্ত হয়েছেন বার্সেলোনার কোচ রোনাল্ড কোমান। কোমানের বিদায়ের ২৪ ঘণ্টা না পেরোতেই নতুন কোচের নাম ঘোষণা করল কাতালান ক্লাবটি। জাভি হার্নান্দেজকে কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা। 

কোমানকে বরাখাস্ত করার পর জাভিকে প্রস্তাব দেওয়া হয়েছিল। এরপর তিনি বিষয়টি লাপোর্তার সঙ্গে আলোচনা করে প্রস্তাবে রাজি হয়েছেন। জাভি বার্সার দায়িত্ব বুঝে নেওয়ার আগে সের্গিও বারহুয়ান অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব সামলাবেন। 

ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোলডটকম আগেই জানিয়েছিল, জাভিকে বার্সার কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। সাবেক বার্সা কিংবদন্তি এর আগেও কোচ হওয়ার প্রস্তাব পেয়েছিলেন। যদিও কোনোবারই রাজি হননি তিনি। নিজেকে আরও প্রস্তুত করে নেওয়ার কথা জানিয়েছিলেন তখন। তবে এবার আর সাবেক ক্লাবের দেওয়া প্রস্তাবে না করতে পারলেন না। 
 
বর্তমানে কাতারের ক্লাব আল সাদের প্রধান কোচের দায়িত্বে আছেন জাভি। গোলডটকমের মতে, এই মুহূর্তে কাতার ছেড়ে আসতে হলে জাভিকে ‘এক্সিট ক্লজ’ দিয়ে আসতে হবে। ঘরের ছেলেকে কোচ হিসেবে পেতে প্রয়োজনীয় ফি দিতে আপত্তি নেই বার্সার। শেষপর্যন্ত বার্সার এই দুঃসময়ে ৪১ বছর বয়সী জাভির হাতেই উঠছে কোচের গুরুদায়িত্ব। 
 
মৌসুমের শুরু থেকেই খারাপ সময় পার করছে বার্সা। ঘরে-বাইরে কোথাও সুবিধা করতে পারছে না স্প্যানিশ জায়ান্টরা। সেই ধারাবাহিকতায় গত রাতে ভায়োকানোর মাঠ থেকেও হার নিয়ে ফিরতে হয়েছে। লিগের ১০ ম্যাচের তিনটিতেই হারতে হয়েছে। চ্যাম্পিয়নস লিগের অবস্থা তো আরও ভয়াবহ। তিন ম্যাচ থেকে মাত্র ৩ পয়েন্ট পেয়েছে চারবারের ইউরোপসেরা দলটি। সমর্থকদের তোপের মুখে ছিলেন কোমান। তবে ধারণা করা হচ্ছে, গত রাতের হারটাই কাল হয়েছে ৫৮ বছর বয়সী এই ডাচ কোচের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত