Ajker Patrika

ব্রাজিলিয়ানদের আর্জেন্টিনা সমর্থনে খেপেছেন নেইমার

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১০ জুলাই ২০২১, ১৩: ৫৭
ব্রাজিলিয়ানদের আর্জেন্টিনা সমর্থনে খেপেছেন নেইমার

ব্রাজিলিয়ান সমর্থকদের ওপর বেশ চটেছেন নেইমার। কোপা আমেরিকার ফাইনালে কিছু ব্রাজিল সমর্থক চাইছেন, আর্জেন্টিনাই শিরোপা জিতুক। সমর্থকদের একটা অংশের আশা, মেসির হাতেই উঠুক কোপার শিরোপা। 

নিজ দেশ ফাইনালে উঠলেও ব্রাজিল সমর্থকদের এমন চাওয়া কোনোভাবেই মানতে পারছেন না নেইমার। সমর্থকদের উদ্দেশে ইনস্টাগ্রামে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লিখেছেন, ‘আমি একজন ব্রাজিলিয়ান, এটা আমার কাছে অনেক গর্বের ও ভালোবাসার। আমার সব সময় স্বপ্ন ছিল ব্রাজিল জাতীয় দলের খেলা। আমি কখনোই (ব্রাজিলের) বিরুদ্ধে অবস্থান করিনি কিংবা করব না। যদি তারা (ব্রাজিল) খেলায়, মডেলিং প্রতিযোগিতায়, অস্কারে কিংবা অন্য যেখানেই প্রতিদ্বন্দ্বিতা করুক।’ 

নিজের দেশের ব্যাপারে নেইমারের অবস্থান শক্ত। যেকোনো পরিস্থিতিতেই তিনি সব সময় দেশের পক্ষে। অন্য ব্রাজিলিয়ানরা কে কীভাবে এটা দেখে, সেটি নিয়ে ভাবেন না নেইমার। ব্রাজিলিয়ান তারকা বলেছেন, ‘যেকোনো প্রতিযোগিতায় যদি ব্রাজিল থাকে, আমি সব সময়ই ব্রাজিলের পক্ষে। আমার মতো আর সব ব্রাজিলিয়ান কি বিষয়টাকে অন্যভাবে দেখেন? ঠিক আছে, সেটা তাদের ব্যক্তিগত বিষয়।'
 
অন্যের পছন্দ-অপছন্দ নিয়ে অসন্তুষ্টি থাকলেও তাদের প্রতি সম্মান আছে নেইমারের। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বলেছেন, ‘তবু তাদের (ব্রাজিলিয়ান হয়েও ব্রাজিলের বিপক্ষে অবস্থান যারা নেয়) আমি সম্মান করব। আগেও তাদের কখনো অসম্মান করিনি। তবে এটাও ঠিক, তাদের এই বিষয়টি আমি কখনই মানব না। সব সময় আমার অবস্থান থাকবে তাদের বিরুদ্ধেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত