Ajker Patrika

এখন শুধু ২০২৬ বিশ্বকাপ নিয়েই চিন্তা ব্রাজিলের

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৭ জুলাই ২০২৪, ১৫: ২৯
Thumbnail image

উরুগুয়ের কাছে আজ টাইব্রেকারে হেরে ২০২৪ কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছে ব্রাজিল। অ্যালিজিয়েন্ট স্টেডিয়ামে সেমিফাইনালে ওঠার আনন্দে যেমন উরুগুয়ে করেছে বাঁধভাঙা উদ্‌যাপন, অন্যদিকে ব্রাজিলের ডাগআউট ছিল শোকস্তব্ধ। তবে ব্রাজিলের কোচ দরিভাল 
সবকিছু ভুলে সামনে এগোতে চান। 
 
২০২২ কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যায় ব্রাজিল। তারপর থেকে দলটি আছে নানা ঝামেলার মধ্যে। প্রধান কোচের দায়িত্ব থেকে কোচের পদত্যাগ, ব্রাজিল ফুটবল ফেডারেশনে (সিবিএফ) অসন্তোষ, খেলোয়াড়দের চোট—এসব ঝামেলার প্রভাব পড়েছে মাঠের পারফরম্যান্সে। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ব্রাজিল রয়েছে ষষ্ঠ অবস্থানে। ৬ ম্যাচে ২ জয়, ১ ড্র ও ৩ পরাজয়ে ৭ পয়েন্ট এখন সেলেসাওদের। যেখানে এই অঞ্চলের বাছাইপর্ব থেকে শীর্ষ ৬ দল সরাসরি খেলবে আগামী বিশ্বকাপে। ৭ নম্বরে থেকে যে দল শেষ করবে, তাদের ইন্টার কনফেডারেশন প্লে অফ খেলে উঠতে হবে। 

তিতের পর র‍্যামন মেনেজেস, ফার্নান্দো দিনিজ—এ দুই কোচ ব্রাজিলের ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করেছিলেন। এ বছরের জানুয়ারিতে দরিভালকে স্থায়ী কোচ হিসেবে পায় ব্রাজিল। তাঁর অধীনে আট ম্যাচের মধ্যে আজ কোয়ার্টারে উরুগুয়ের বিপক্ষেই প্রথম হারল সেলেসাওরা। বিশ্বকাপের বাছাইপর্ব কীভাবে পেরোবে ব্রাজিল, এটা নিয়ে ভাবছেন এখন দরিভাল। কোয়ার্টার থেকে ছিটকে যাওয়ার পর ব্রাজিল কোচ বলেন, ‘আমি আবারও বলছি, আমাদের উন্নতির অনেক জায়গা রয়েছে। বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করাই আমাদের লক্ষ্য এখন। বর্তমানে আমরা কনমেবলে ৬ নম্বরে আছি। যেটা ভালো অবস্থা নয়।’ 

কোপা আমেরিকার দল ঘোষণার সময়ই যেন ব্রাজিলের ভক্ত-সমর্থকদের মনটা খারাপ হয়ে যায়। কারণ চোটের সঙ্গে লড়াই করতে থাকা নেইমার ছিলেন না কোপার দলে। নেইমারবিহীন ব্রাজিল গ্রুপ পর্ব পেরিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে। তিন ম্যাচে ১ জয় ও ২ ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে সেলেসাওরা। প্রথম পর্বে ব্রাজিল দিয়েছে ৫ গোল এবং হজম করেছে ২ গোল। ভিনিসিয়ুস জুনিয়র করেছেন ২ গোল। সেই ভিনিকে নকআউট পর্বে ব্রাজিল পায়নি। কারণ, গ্রুপ পর্বে তিনি দুটি হলুদ কার্ড দেখেছেন। 

ভিনির পরিবর্তে এনড্রিককে আজ ব্রাজিলের মূল একাদশে খেলানো হলেও কাজের কাজ কিছু হয়নি। ব্রাজিল-উরুগুয়ে মূল ম্যাচ গোলশূন্য ড্রয়ের পর গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে হারলে ২০১৯ কোপা আমেরিকার পর এই টুর্নামেন্টে টানা দুবার শিরোপাবঞ্চিত থাকতে হচ্ছে। দরিভাল বলেন, ‘এই দলটা পুনর্গঠনের পর্যায়ে রয়েছে। আমি দলটাকে কোচিং করিয়েছি মাত্র ৮ ম্যাচ। একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যেতে হবে। এ যাত্রায় অনেক বিপৎসংকুল পথ যে পাড়ি দিতে হবে, সে ব্যাপারে আমরা সতর্ক ছিলাম। তবে এখন আমরা নকআউট পর্ব থেকে ছিটকে গেছি। এমনটা আশা করিনি।’  

আরও পড়ুন–

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত