অনলাইন ডেস্ক
র্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১৩২) চেয়ে ১৬ ধাপ এগিয়ে আছে সংযুক্ত আরব আমিরাত (১১৬)। নতুন বাংলাদেশের শুরুটা কেমন হবে তা একপ্রকার অনুমিত ছিল। কোচ পিটার বাটলারও অকল্পনীয় কিছু ভাবেননি।
গতকাল রাতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশ। দলের হয়ে একমাত্র গোলটি করেছেন অধিনায়ক আফঈদা খন্দকার। ম্যাচে র্যাঙ্কিংয়ের যে প্রভাব ছিল, তা অস্বীকার করার উপায় নেই। তবে দুরত্ব ঠিক কতটকু তা ঠিকই আন্দাজ করে ফেলেছেন বাংলাদেশ অধিনায়ক।
আফঈদা বলেন, ‘তারা কীভাবে খেলে সেটা আমরা আগে জানতাম না। তারা আসলে হাইপ্রেস করে না, আমরা যখন তাদের অর্ধে খেলি তখন প্রেস করে। তাই কিছুটা ধারণা পেয়েছি কীভাবে খেলতে হবে। তাদের সঙ্গে আমাদের দুরত্ব কতটুকু সেটা আমরা বুঝতে পারছি। এখন বাংলাদেশে গিয়ে সেভাবে অনুশীলন করব, যাতে করে আমরা আরও ভালো করতে পারি।’
অভিজ্ঞ ফুটবলাররা থাকলে হয়তো ফল ভিন্নও হতে পারত। কিন্তু জয় নয়, বাটলারের কাছে উন্নতিই গুরুত্বপূর্ণ। তাই কে কী বলবে, তা নিয়ে মাথা ঘামাচ্ছেন না তিনি। দলের পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে কোচ বলেন, ‘আমার মনে হয়, নির্দিষ্ট কিছু মানুষ (এই হারে) হাসবে এবং রসিকতা করবে...কিন্তু আমি সব সময় বিশ্বাস করি, এই দল অনেক দিন টিকবে। আমি মনে করি এই সফরে জয়টা মুখ্য নয়, উন্নতি করাটা গুরুত্বপূর্ণ। পরবর্তী সাফের জন্য দল গড়ে তোলা এবং এএফসির প্রতিযোগিতার দিকে এগিয়ে যাওয়াটা গুরুত্বপূর্ণ।’
আরব আমিরাতে ম্যাচের আগে বাংলাদেশ অনুশীলনের সময় পেয়েছে কেবল একদিন। তাই প্রস্তুতির ঘাটতি ছিল স্পষ্ট। বাটলার তা মেনে নিলেও আক্ষেপ করছেন না, ‘যেভাবে আমরা শক্তিশালী একটা দলের বিপক্ষে খেলেছি, তাতে আমি খুশি। তাদের লং পাসের খেলায় আমাদের ভুগতে হয়েছে। আমরা আরও ভালোভাবে প্রস্তুতি নিতে পারতাম। তবে এটা নিয়ে আমি দুঃখ করতে চাই না। আমি বাস্তব জগতে থাকি। যারা ম্যাচটি দেখেছে, তারা বলতে পারবে...দলের পারফরম্যান্সে খুশি আমি।’
হারের দুঃখ ভুলে গতকালই অনুশীলন করে বাংলাদেশ। ভুল শুধরে দ্বিতীয় ম্যাচে (২ মার্চ) ঘুরে দাঁড়াতে চান আফঈদা, ‘গত ম্যাচে যে ভুল হয়েছে, সেগুলো যেন পরের ম্যাচে না হয়। কোচ যে নির্দেশনা দেবেন, সেভাবেই খেলব। ইনশাল্লাহ ভালো খেলে জেতার চেষ্টা করব।’
র্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১৩২) চেয়ে ১৬ ধাপ এগিয়ে আছে সংযুক্ত আরব আমিরাত (১১৬)। নতুন বাংলাদেশের শুরুটা কেমন হবে তা একপ্রকার অনুমিত ছিল। কোচ পিটার বাটলারও অকল্পনীয় কিছু ভাবেননি।
গতকাল রাতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশ। দলের হয়ে একমাত্র গোলটি করেছেন অধিনায়ক আফঈদা খন্দকার। ম্যাচে র্যাঙ্কিংয়ের যে প্রভাব ছিল, তা অস্বীকার করার উপায় নেই। তবে দুরত্ব ঠিক কতটকু তা ঠিকই আন্দাজ করে ফেলেছেন বাংলাদেশ অধিনায়ক।
আফঈদা বলেন, ‘তারা কীভাবে খেলে সেটা আমরা আগে জানতাম না। তারা আসলে হাইপ্রেস করে না, আমরা যখন তাদের অর্ধে খেলি তখন প্রেস করে। তাই কিছুটা ধারণা পেয়েছি কীভাবে খেলতে হবে। তাদের সঙ্গে আমাদের দুরত্ব কতটুকু সেটা আমরা বুঝতে পারছি। এখন বাংলাদেশে গিয়ে সেভাবে অনুশীলন করব, যাতে করে আমরা আরও ভালো করতে পারি।’
অভিজ্ঞ ফুটবলাররা থাকলে হয়তো ফল ভিন্নও হতে পারত। কিন্তু জয় নয়, বাটলারের কাছে উন্নতিই গুরুত্বপূর্ণ। তাই কে কী বলবে, তা নিয়ে মাথা ঘামাচ্ছেন না তিনি। দলের পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে কোচ বলেন, ‘আমার মনে হয়, নির্দিষ্ট কিছু মানুষ (এই হারে) হাসবে এবং রসিকতা করবে...কিন্তু আমি সব সময় বিশ্বাস করি, এই দল অনেক দিন টিকবে। আমি মনে করি এই সফরে জয়টা মুখ্য নয়, উন্নতি করাটা গুরুত্বপূর্ণ। পরবর্তী সাফের জন্য দল গড়ে তোলা এবং এএফসির প্রতিযোগিতার দিকে এগিয়ে যাওয়াটা গুরুত্বপূর্ণ।’
আরব আমিরাতে ম্যাচের আগে বাংলাদেশ অনুশীলনের সময় পেয়েছে কেবল একদিন। তাই প্রস্তুতির ঘাটতি ছিল স্পষ্ট। বাটলার তা মেনে নিলেও আক্ষেপ করছেন না, ‘যেভাবে আমরা শক্তিশালী একটা দলের বিপক্ষে খেলেছি, তাতে আমি খুশি। তাদের লং পাসের খেলায় আমাদের ভুগতে হয়েছে। আমরা আরও ভালোভাবে প্রস্তুতি নিতে পারতাম। তবে এটা নিয়ে আমি দুঃখ করতে চাই না। আমি বাস্তব জগতে থাকি। যারা ম্যাচটি দেখেছে, তারা বলতে পারবে...দলের পারফরম্যান্সে খুশি আমি।’
হারের দুঃখ ভুলে গতকালই অনুশীলন করে বাংলাদেশ। ভুল শুধরে দ্বিতীয় ম্যাচে (২ মার্চ) ঘুরে দাঁড়াতে চান আফঈদা, ‘গত ম্যাচে যে ভুল হয়েছে, সেগুলো যেন পরের ম্যাচে না হয়। কোচ যে নির্দেশনা দেবেন, সেভাবেই খেলব। ইনশাল্লাহ ভালো খেলে জেতার চেষ্টা করব।’
লন্ডনের ওভালে ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্ট শেষ মুহূর্তে অনেক রোমাঞ্চ ছড়িয়েছে। গতকাল পঞ্চম দিনে ৬ রানের নাটকীয় জয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ২-২ সমতায় শেষ করল ভারত।
৩৮ মিনিট আগেএশিয়া কাপের চূড়ান্ত সূচি প্রকাশ হয়ে গেছে কদিন আগেই। ৩৫ দিন পর সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট। এশিয়া কাপের আগে এই সময় যথেষ্ট মনে হলেও এখনই বড় দুশ্চিন্তায় পড়ে গেছে পাকিস্তান ক্রিকেট দল।
১ ঘণ্টা আগেগাস অ্যাটকিনসন বোল্ড হতেই ভারতীয় ক্রিকেট দলের উদযাপন শুরু। ইংল্যান্ডের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া মোহাম্মদ সিরাজকে নিয়ে তখন প্রশংসার বাণী শোনাচ্ছেন ধারাভাষ্যকার মাইকেল আথারটন। লন্ডনের ওভালে গতকাল পঞ্চম দিনে ৬ রানের নাটকীয় জয়ে সিরিজ বাঁচিয়েছে ভারত।
২ ঘণ্টা আগেবয়স মাত্র ১৮ হলেও লামিনে ইয়ামাল তাঁর পায়ের জাদুতে মুগ্ধ করছেন ভক্ত-সমর্থকদের। অল্প বয়সেই গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। বার্সেলোনার ‘ওয়ান্ডারকিড’ নামে পরিচিত এই ফুটবলারকে নিয়ে বানানো হয়েছে একটি দেয়ালচিত্র। সেই দেয়ালচিত্র নষ্ট হতেও অবশ্য বেশি সময় লাগেনি।
৩ ঘণ্টা আগে