‘সুপার ট্যাকটিশিয়ান’ হিসেবে পরিচিত লুই ফন গাল কত পরিকল্পনাই তো গোপন রাখেন। তাই বলে এত বড় রোগ লুকিয়ে রাখবেন, তা কি কেউ ঘুণাক্ষরেও ভেবেছিলেন?
নেদারল্যান্ডস কোচ প্রোস্টেট ক্যানসারে (মূত্রস্থলীর গ্রন্থিবিশেষ) আক্রান্ত। সম্প্রতি স্থানীয় টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি প্রকাশ্যে এনেছেন নিজেই। দলের স্বার্থেই নাকি গোপনীয়তা রক্ষা করেছেন ৭০ বছর বয়সী কোচ, ‘সত্যি বলতে এই খবর (ক্যানসারে আক্রান্ত) শিষ্যদের জানাতে চাইনি। এটা ওদের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারত। আমি পেছনের দরজা দিয়ে চিকিৎসকের চেম্বারে গিয়েছি। ২৫ বার রেডিওথেরাপি নিয়েছি। আমার চিকিৎসা বিস্ময়করভাবে হয়েছে।’
ফন গালের এই লুকোচুরি ছুঁয়ে গেছে সবার হৃদয়, বিশেষ করে ভার্জিল ফন ডাইকের। তাই তো ডাচ অধিনায়ক প্রতিশ্রুতি দিয়েছেন, কোচের জন্যই কাতার বিশ্বকাপ রাঙাবেন, তাঁকে উপহার দেবেন শিরোপা।
লিভারপুলের তারকা ডিফেন্ডার বলেছেন, ‘ওই সাক্ষাৎকারের পর আমি তাঁকে বার্তা পাঠিয়েছি। তিনি সম্ভবত সে ধরনের মানুষ নন, যাঁর অনেক সহানুভূতির প্রয়োজন। তিনি এমনই। তবে আমি তাঁকে বলেছি, আমরা দল হিসেবে পাশে থাকব। আশা করছি, আমরা তাঁকে এমন একটি বিশ্বকাপ উপহার দেব, যেটা চিরস্মরণীয় হয়ে থাকবে।’
পারিবারিক কারণে ২০১৭ সালে অবসরে গিয়েছিলেন ফন গাল। পরে জানান, তার সেই অবসর ছিল সাময়িক। সবাই যখন তাঁর ফেরার অপেক্ষায়, তখন ২০১৯ সালে আনুষ্ঠানিকভাবে অবসরের সিদ্ধান্ত নেন ডাচ কিংবদন্তি।
কিন্তু কোচিং করানোর নেশা নির্মূল করতে পারেননি ফন গাল। ক্যানসারে আক্রান্ত হয়েও গত বছরের আগস্ট তৃতীয় দফায় নিজ দেশের জাতীয় দলের দায়িত্ব নেন তিনি। দলকে কাতার বিশ্বকাপের টিকিট পাইয়ে দেওয়া কোচ ফুটবল মহাযজ্ঞেও ডাগআউটে দাঁড়াবেন।
‘সুপার ট্যাকটিশিয়ান’ হিসেবে পরিচিত লুই ফন গাল কত পরিকল্পনাই তো গোপন রাখেন। তাই বলে এত বড় রোগ লুকিয়ে রাখবেন, তা কি কেউ ঘুণাক্ষরেও ভেবেছিলেন?
নেদারল্যান্ডস কোচ প্রোস্টেট ক্যানসারে (মূত্রস্থলীর গ্রন্থিবিশেষ) আক্রান্ত। সম্প্রতি স্থানীয় টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি প্রকাশ্যে এনেছেন নিজেই। দলের স্বার্থেই নাকি গোপনীয়তা রক্ষা করেছেন ৭০ বছর বয়সী কোচ, ‘সত্যি বলতে এই খবর (ক্যানসারে আক্রান্ত) শিষ্যদের জানাতে চাইনি। এটা ওদের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারত। আমি পেছনের দরজা দিয়ে চিকিৎসকের চেম্বারে গিয়েছি। ২৫ বার রেডিওথেরাপি নিয়েছি। আমার চিকিৎসা বিস্ময়করভাবে হয়েছে।’
ফন গালের এই লুকোচুরি ছুঁয়ে গেছে সবার হৃদয়, বিশেষ করে ভার্জিল ফন ডাইকের। তাই তো ডাচ অধিনায়ক প্রতিশ্রুতি দিয়েছেন, কোচের জন্যই কাতার বিশ্বকাপ রাঙাবেন, তাঁকে উপহার দেবেন শিরোপা।
লিভারপুলের তারকা ডিফেন্ডার বলেছেন, ‘ওই সাক্ষাৎকারের পর আমি তাঁকে বার্তা পাঠিয়েছি। তিনি সম্ভবত সে ধরনের মানুষ নন, যাঁর অনেক সহানুভূতির প্রয়োজন। তিনি এমনই। তবে আমি তাঁকে বলেছি, আমরা দল হিসেবে পাশে থাকব। আশা করছি, আমরা তাঁকে এমন একটি বিশ্বকাপ উপহার দেব, যেটা চিরস্মরণীয় হয়ে থাকবে।’
পারিবারিক কারণে ২০১৭ সালে অবসরে গিয়েছিলেন ফন গাল। পরে জানান, তার সেই অবসর ছিল সাময়িক। সবাই যখন তাঁর ফেরার অপেক্ষায়, তখন ২০১৯ সালে আনুষ্ঠানিকভাবে অবসরের সিদ্ধান্ত নেন ডাচ কিংবদন্তি।
কিন্তু কোচিং করানোর নেশা নির্মূল করতে পারেননি ফন গাল। ক্যানসারে আক্রান্ত হয়েও গত বছরের আগস্ট তৃতীয় দফায় নিজ দেশের জাতীয় দলের দায়িত্ব নেন তিনি। দলকে কাতার বিশ্বকাপের টিকিট পাইয়ে দেওয়া কোচ ফুটবল মহাযজ্ঞেও ডাগআউটে দাঁড়াবেন।
তৃতীয় দিন শেষে সিলেট টেস্ট বেশ জমেই উঠেছে। প্রথম ইনিংসে বাংলাদেশকে ১৯১ রানে গুটিয়ে ২৭৩ রান করে ৮২ রানের লিড নিয়ে নিয়েছিল জিম্বাবুয়ে। তবে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে ৪ উইকেটে ১৯৪ তুলে এরই মধ্যে ১১২ রানের লিড নিয়েছে বাংলাদেশ। হাতে এখনো ৬ উইকেট। একটা চ্যালেঞ্জিং লক্ষ্য দেওয়ার সম্ভাবনা জাগিয়ে রেখেছে
১১ ঘণ্টা আগেঅতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ হওয়ার বাঁশি বাজালেন রেফারি। ১০ জনের দলে পরিণত হওয়া বসুন্ধরা কিংসের কোচ ভালেরিউ তিতাকে তখন বেশ উত্তপ্ত দেখা যায়। সে জন্য হলুদ কার্ডও হজম করতে হয় তাঁকে। তারপর রেফারি বাকি অংশের খেলা চালানোর সিদ্ধান্ত নেবেন বলেই মনে হচ্ছিল। কিন্তু দুই দলের সঙ্গে আলোচনা করে আলোকস্বল্পতার কার
১৩ ঘণ্টা আগেটেস্টে টানা ১২ ইনিংসে ফিফটিতে পৌঁছাতে পারেননি মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ এ ব্যাটারের শেষ ৪ টেস্ট ইনিংস এক অঙ্কের ঘরে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণকে বিদায় বলা মুশফিকের ফোকাস শুধু এখন টেস্টে। তাঁর সিরিয়াসনেস ও প্রস্তুতি নিয়ে কোনো প্রশ্ন থাকে না। কিন্তু বেশ লম্বা সময় ছন্দহীন
১৩ ঘণ্টা আগেকালবৈশাখীর পর শঙ্কা নিয়েই শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। ম্যাচ অতিরিক্ত সময়ে গেলে খেলা চালাতে পারবেন তো রেফারি। সেই শঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত। অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটের পর আলোকস্বল্পতার কারণে আর খেলা মাঠে গড়াতে পারেনি। স্থগিত ঘোষণা করা হয় ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের
১৪ ঘণ্টা আগে