Ajker Patrika

ভুটানে গোলের আনন্দে জন্মদিন রাঙালেন বাংলাদেশি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গোলের পর সতীর্থের সঙ্গে মারিয়ার উচ্ছ্বাস। ছবি: ফেসবুক
গোলের পর সতীর্থের সঙ্গে মারিয়ার উচ্ছ্বাস। ছবি: ফেসবুক

মারিয়া মান্দার কাছে আজকের দিনটি ছিল বিশেষ। সকাল থেকেই সতীর্থদের কাছ থেকে পেতে থাকেন জন্মদিনের শুভেচ্ছা। বিশেষ এই দিনে মাঠেও নামতে হয়। সাধারণত গোলের দেখা তিনি নিয়মিত পান না। তবে এবারের জন্মদিনটা ২২ বছর বয়সী এই ফুটবলার রাঙালেন গোলের আনন্দে।

ভুটানে অবশেষে শুরু হয়েছে মেয়েদের লিগ। গত মাসে শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে নেওয়া অনিবার্য কারণে। প্রথম ম্যাচে উগেন একাডেমিকে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছে থিম্পু সিটি। এই ক্লাবের হয়ে খেলছেন বাংলাদেশের ফুটবলার মারিয়া মান্দা, শামসুন্নাহার সিনিয়র ও সানজিদা আক্তার। তিনজন আজ ছিলেন শুরুর একাদেশে।

ম্যাচে থিম্পুর হয়ে তৃতীয় গোলটি করেন তিনি। শামসুন্নাহারের কর্নার থেকে আসা বল ঠেকানোর চেষ্টা করেও বিপদ দূর করতে পারেননি উগেন গোলরক্ষক। বক্সে মারিয়া ছিলেন সুযোগের অপেক্ষায়। তা কাজে লাগাতে কোনো ভুল করেননি। দারুণ এক হেডে জাল কাঁপান এই মিডফিল্ডার। মারিয়ার গোলটি ছাড়াও আরও দুটি গোলে অ্যাসিস্ট করেছেন শামসুন্নাহার।

ভুটানের লিগে এবার দল পেয়েছেন বাংলাদেশের ১০ ফুটবলার। পারো এফসিতে খেলছেন সাবিনা খাতুন, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া।  ট্রান্সপোর্ট ইউনাইটেডে আছেন মাসুরা পারভীন, রুপনা চাকমা ও কৃষ্ণা রানী সরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

বিশ্বে প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর পথে কি পরমাণু শক্তিধর দুই দেশ

লঞ্চের ওপর তরুণীকে প্রকাশ্যে পেটাচ্ছিলেন যুবক, ভিডিও ভাইরাল

ভারতের সেনাপ্রধানের ক্ষমতা বাড়াল কেন্দ্রীয় সরকার

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত