গোলের বন্যা বলতে যা বোঝায়,সেটাই হলো গত রাতে বার্সেলোনা-ভায়াদোলিদ ম্যাচে। মুড়ি-মুড়কির মতো গোল করে ভায়াদোলিদকে ‘সেভেন আপ’ উপহার দিল বার্সা। অসাধারণ এক জয়ের পর হুংকার ছাড়লেন ব্রাজিলের ফরোয়ার্ড রাফিনহা।
এস্তাদিও অলিম্পিক লুইস কোম্পানি স্টেডিয়ামে গত রাতে রাফিনহাকে সামলাতেই হিমশিম খায় ভায়াদোলিদ। হ্যাটট্রিকের পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছেন তিনি। গোল তিনটি রাফিনহা করেছেন ২০, ৬৪ ও ৭২ মিনিটে। ব্রাজিলের ফরোয়ার্ড ৮৫ মিনিটে গোল করিয়েছেন ফেরান তোরেসকে দিয়ে। ম্যাচে বাকি তিন গোল করেছেন রবার্ট লেভানডফস্কি, জুলস কুন্দে ও দানি অলমো। ম্যাচ শেষে সম্প্রচারক কোম্পানি মুভিস্টার প্লাসকে রাফিনহা বলেন, ‘আজকের ম্যাচ দেখিয়ে দিল যে নতুন কারও আসার দরকার নেই এখানে (বার্সেলোনা)। এ কারণে আমরা খুব খুশি।’ হয়তো নিকো উইলিয়ামসের কথা উল্লেখ করেন রাফিনহা। কারণ গত কয়েক দিনে উইলিয়ামসের বার্সায় আসা নিয়ে অনেক আলোচনা চলছি। শেষ পর্যন্ত কাতালানদের সঙ্গে আর চুক্তি হয়নি উইলিয়ামসের।
হ্যানসি ফ্লিকের অধীনে ২০২৪-২৫ মৌসুম বার্সেলোনা শুরু করেছে দারুণভাবে। ৪ ম্যাচে ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে এখন বার্সা। ৪ ও ৩ গোল করে স্প্যানিশ লিগের সর্বোচ্চ দুই গোলদাতা লেভানডফস্কি ও রাফিনহা। অলমো টুর্নামেন্টে ২ গোল করেছেন। দল হিসেবে খেললে বার্সার আরও সফলতা আসবে বলে মনে করেন রাফিনহা। ব্রাজিলের ফরোয়ার্ড বলেন, ‘আমরা দারুণ ছন্দে আছি। দল কঠোর পরিশ্রম করছে। আজকের ফলে বোঝা যাচ্ছে, আমরা কতটা পরিশ্রম করছি। আমরা দেখছি যে কোচ (হ্যান্সি ফ্লিক) সাইডলাইনে বসে একের পর এক গোলের পরামর্শ দিচ্ছেন। এটাই আমাদের মানসিকতা।’
গোলের বন্যা বলতে যা বোঝায়,সেটাই হলো গত রাতে বার্সেলোনা-ভায়াদোলিদ ম্যাচে। মুড়ি-মুড়কির মতো গোল করে ভায়াদোলিদকে ‘সেভেন আপ’ উপহার দিল বার্সা। অসাধারণ এক জয়ের পর হুংকার ছাড়লেন ব্রাজিলের ফরোয়ার্ড রাফিনহা।
এস্তাদিও অলিম্পিক লুইস কোম্পানি স্টেডিয়ামে গত রাতে রাফিনহাকে সামলাতেই হিমশিম খায় ভায়াদোলিদ। হ্যাটট্রিকের পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছেন তিনি। গোল তিনটি রাফিনহা করেছেন ২০, ৬৪ ও ৭২ মিনিটে। ব্রাজিলের ফরোয়ার্ড ৮৫ মিনিটে গোল করিয়েছেন ফেরান তোরেসকে দিয়ে। ম্যাচে বাকি তিন গোল করেছেন রবার্ট লেভানডফস্কি, জুলস কুন্দে ও দানি অলমো। ম্যাচ শেষে সম্প্রচারক কোম্পানি মুভিস্টার প্লাসকে রাফিনহা বলেন, ‘আজকের ম্যাচ দেখিয়ে দিল যে নতুন কারও আসার দরকার নেই এখানে (বার্সেলোনা)। এ কারণে আমরা খুব খুশি।’ হয়তো নিকো উইলিয়ামসের কথা উল্লেখ করেন রাফিনহা। কারণ গত কয়েক দিনে উইলিয়ামসের বার্সায় আসা নিয়ে অনেক আলোচনা চলছি। শেষ পর্যন্ত কাতালানদের সঙ্গে আর চুক্তি হয়নি উইলিয়ামসের।
হ্যানসি ফ্লিকের অধীনে ২০২৪-২৫ মৌসুম বার্সেলোনা শুরু করেছে দারুণভাবে। ৪ ম্যাচে ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে এখন বার্সা। ৪ ও ৩ গোল করে স্প্যানিশ লিগের সর্বোচ্চ দুই গোলদাতা লেভানডফস্কি ও রাফিনহা। অলমো টুর্নামেন্টে ২ গোল করেছেন। দল হিসেবে খেললে বার্সার আরও সফলতা আসবে বলে মনে করেন রাফিনহা। ব্রাজিলের ফরোয়ার্ড বলেন, ‘আমরা দারুণ ছন্দে আছি। দল কঠোর পরিশ্রম করছে। আজকের ফলে বোঝা যাচ্ছে, আমরা কতটা পরিশ্রম করছি। আমরা দেখছি যে কোচ (হ্যান্সি ফ্লিক) সাইডলাইনে বসে একের পর এক গোলের পরামর্শ দিচ্ছেন। এটাই আমাদের মানসিকতা।’
জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হতে আর বেশি সময় বাকি নেই। বুলাওয়েতে আজ বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এমন সময়ে বড় ধাক্কা খেল কিউইরা। নিয়মিত টেস্ট অধিনায়ককেই হারাল নিউজিল্যান্ড।
২২ মিনিট আগেওয়েস্ট ইন্ডিজ সিরিজে অস্ট্রেলিয়া খেলেছে দাপট দেখিয়ে। টেস্ট, টি-টোয়েন্টি মিলিয়ে আটটিতেই জিতেছে অজিরা। সেন্ট কিটস এন্ড নেভিসে গতকাল উইন্ডিজ অস্ট্রেলিয়ার ক্যারিবীয় সফর শেষ হলেও বিশ্রাম নেওয়ার সুযোগ নেই অজিদের। অস্ট্রেলিয়া এবার সীমিত ওভারের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে।
১ ঘণ্টা আগেছেলেদের ফুটবলে ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও সবশেষ শিরোপা জিতেছে ২০০২ সালে। পরের ২৪ বছরে বলার মতো সাফল্য বলতে ২০১৯ কোপা আমেরিকার শিরোপা জয়। ছেলেদের ফুটবলে ব্রাজিল যেখানে ধুঁকছে, সেখানে তাদের নারী ফুটবলাররা খেলছেন দাপট দেখিয়ে। উরুগুয়েকে বিধ্বস্ত করে ফের নারী কোপা আমেরিকার ফাইনালে উঠল
২ ঘণ্টা আগেবাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন জাতীয় দলে গত ডিসেম্বরে যুক্ত হওয়ার পর গত আট মাসে মুদ্রার দুটি পিঠই দেখে ফেলেছেন। জাতীয় দলের ধারাবাহিক ব্যর্থতায় সালাহ উদ্দীন সমালোচিত হয়েছেন। অথচ ঘরোয়া ক্রিকেটের সাফল্যে তিনি এত দিন শুধু প্রশংসা পেয়ে অভ্যস্ত ছিলেন। এসব নিয়েই গতকাল মাস্কো...
২ ঘণ্টা আগে