Ajker Patrika

বার্সেলোনার ৭-০ গোলে জয়ের পর যা বললেন ব্রাজিলের ফুটবলার

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ১৪: ৫৪
বার্সেলোনার ৭-০ গোলে জয়ের পর যা বললেন ব্রাজিলের ফুটবলার

গোলের বন্যা বলতে যা বোঝায়,সেটাই হলো গত রাতে বার্সেলোনা-ভায়াদোলিদ ম্যাচে। মুড়ি-মুড়কির মতো গোল করে ভায়াদোলিদকে ‘সেভেন আপ’ উপহার দিল বার্সা।  অসাধারণ এক জয়ের পর হুংকার ছাড়লেন ব্রাজিলের ফরোয়ার্ড রাফিনহা। 

এস্তাদিও অলিম্পিক লুইস কোম্পানি স্টেডিয়ামে গত রাতে রাফিনহাকে সামলাতেই হিমশিম খায় ভায়াদোলিদ। হ্যাটট্রিকের পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছেন তিনি। গোল তিনটি রাফিনহা করেছেন ২০, ৬৪ ও ৭২ মিনিটে। ব্রাজিলের ফরোয়ার্ড ৮৫ মিনিটে গোল করিয়েছেন ফেরান তোরেসকে দিয়ে। ম্যাচে বাকি তিন গোল করেছেন রবার্ট লেভানডফস্কি, জুলস কুন্দে ও দানি অলমো। ম্যাচ শেষে সম্প্রচারক কোম্পানি মুভিস্টার প্লাসকে রাফিনহা বলেন, ‘আজকের ম্যাচ দেখিয়ে দিল যে নতুন কারও আসার দরকার নেই এখানে (বার্সেলোনা)। এ কারণে আমরা খুব খুশি।’ হয়তো নিকো উইলিয়ামসের কথা উল্লেখ করেন রাফিনহা।  কারণ গত কয়েক দিনে উইলিয়ামসের বার্সায় আসা নিয়ে অনেক আলোচনা চলছি। শেষ পর্যন্ত কাতালানদের সঙ্গে আর চুক্তি হয়নি উইলিয়ামসের। 

হ্যানসি ফ্লিকের অধীনে ২০২৪-২৫ মৌসুম বার্সেলোনা শুরু করেছে দারুণভাবে। ৪ ম্যাচে ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে এখন বার্সা। ৪ ও ৩ গোল করে স্প্যানিশ লিগের সর্বোচ্চ দুই গোলদাতা লেভানডফস্কি ও রাফিনহা। অলমো টুর্নামেন্টে ২ গোল করেছেন। দল হিসেবে খেললে বার্সার  আরও সফলতা আসবে বলে মনে করেন রাফিনহা। ব্রাজিলের ফরোয়ার্ড বলেন, ‘আমরা দারুণ ছন্দে আছি। দল কঠোর পরিশ্রম করছে। আজকের ফলে বোঝা যাচ্ছে, আমরা কতটা পরিশ্রম করছি। আমরা দেখছি যে কোচ (হ্যান্সি ফ্লিক) সাইডলাইনে বসে একের পর এক গোলের পরামর্শ দিচ্ছেন। এটাই আমাদের মানসিকতা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত