ক্রীড়া ডেস্ক
শিরোপার বিচারে ইংলিশ ক্লাবের মধ্যে একমাত্র ম্যানচেস্টার ইউনাইটেডের ট্রেবল জয়ের রেকর্ড রয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগের সঙ্গে এফএ কাপ ও চ্যাম্পিয়নস লিগের চ্যাম্পিয়ন হতে পারেনি আর কোনো দল। এবার সেই সুযোগ পাচ্ছে ম্যানচেস্টার সিটি।
সিটিকে নগর প্রতিদ্বন্দ্বী ম্যান ইউনাইটেডের সঙ্গী করতে দৃঢ়প্রতিজ্ঞ আর্লিং হালান্ড। ইতিহাস গড়তে সবকিছু করবেন বলে জানিয়েছেন ম্যানসিটি স্ট্রাইকার। বিবিসিকে এমনটিই জানিয়েছেন প্রিমিয়ার লিগের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়া নরওয়েজীয় স্ট্রাইকার।
ট্রেবল জয়ের জন্য নিজের সর্বোচ্চটুকু নিংড়ে দেবেন বলে জানিয়েছেন হালান্ড। ২২ বছর বয়সী তারকা বলেছেন, ‘ইতিহাস গড়াটা একটু অবাস্তব হতে পারে। তবে ট্রেবল জয়ের জন্য সবকিছু করার চেষ্টা করব। আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। আশা করি স্বপ্ন সত্যি হবে।’
নিজের স্বপ্ন পূরণ করাটা যে সহজ হবে না সেটা মানছেন হালান্ড। এই মৌসুমে এখন পর্যন্ত ৫২ গোল করা স্ট্রাইকার বলেছেন, ‘ট্রেবল জয় সহজ হবে না। ফাইনালে দুর্দান্ত দুটি দলের বিপক্ষে লড়তে হবে। আমাদের স্বপ্ন ধূলিসাৎ করতে তারা সবকিছু করবে। তবে আমরা যদি নিজেদের সেরাটা খেলতে পারি, তাহলে দুর্দান্ত সুযোগ রয়েছে তিনটি শিরোপাজয়ের।’
এ মৌসুমে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন হালান্ড। কিন্তু নতুন পরিবেশে এসে নিজেকে খাপ খাওয়ানোর কোনো সময় নেননি তিনি। যেন প্রিমিয়ার লিগে অনেক দিন ধরেই খেলেন। গোলের নেশা শৈশব থেকেই ছিল, এখানে এসে ক্ষুধাটা আরও বেড়ে গেছে। প্রথম মৌসুমেই অনেক রেকর্ড বইয়ের পাতা উল্টাপাল্টা করেছেন তিনি। গোল করে দলকে শিরোপা জেতাবেন—এ জন্যই ম্যানসিটি তাঁকে নিয়ে এসেছে বলে জানিয়েছেন তিনি। বলেছেন, ‘অবশ্যই, এটার জন্যই তারা আমাকে এনেছে। আমরা বিষয়টা লুকাতে পারি না।’
১৯৯৯ সালে ট্রেবল জিতে ম্যানচেস্টার ইউনাইটেড। ইতিমধ্যে প্রিমিয়াল লিগের শিরোপা নিশ্চিত করেছে ম্যানসিটি। আগামীকাল রাতে দ্বিতীয় শিরোপাজয়ের লক্ষ্যে নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষেই এফএ কাপের ফাইনাল খেলবে সিটিজেনরা। আর ১০ জুন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তাদের প্রতিপক্ষ ইন্টার মিলান। সবকিছু সঠিক পথে হলে ট্রেবল জয়ের সঙ্গে প্রথমবারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপাও জিতবে কোচ পেপ গার্দিওলার দল।
শিরোপার বিচারে ইংলিশ ক্লাবের মধ্যে একমাত্র ম্যানচেস্টার ইউনাইটেডের ট্রেবল জয়ের রেকর্ড রয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগের সঙ্গে এফএ কাপ ও চ্যাম্পিয়নস লিগের চ্যাম্পিয়ন হতে পারেনি আর কোনো দল। এবার সেই সুযোগ পাচ্ছে ম্যানচেস্টার সিটি।
সিটিকে নগর প্রতিদ্বন্দ্বী ম্যান ইউনাইটেডের সঙ্গী করতে দৃঢ়প্রতিজ্ঞ আর্লিং হালান্ড। ইতিহাস গড়তে সবকিছু করবেন বলে জানিয়েছেন ম্যানসিটি স্ট্রাইকার। বিবিসিকে এমনটিই জানিয়েছেন প্রিমিয়ার লিগের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়া নরওয়েজীয় স্ট্রাইকার।
ট্রেবল জয়ের জন্য নিজের সর্বোচ্চটুকু নিংড়ে দেবেন বলে জানিয়েছেন হালান্ড। ২২ বছর বয়সী তারকা বলেছেন, ‘ইতিহাস গড়াটা একটু অবাস্তব হতে পারে। তবে ট্রেবল জয়ের জন্য সবকিছু করার চেষ্টা করব। আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। আশা করি স্বপ্ন সত্যি হবে।’
নিজের স্বপ্ন পূরণ করাটা যে সহজ হবে না সেটা মানছেন হালান্ড। এই মৌসুমে এখন পর্যন্ত ৫২ গোল করা স্ট্রাইকার বলেছেন, ‘ট্রেবল জয় সহজ হবে না। ফাইনালে দুর্দান্ত দুটি দলের বিপক্ষে লড়তে হবে। আমাদের স্বপ্ন ধূলিসাৎ করতে তারা সবকিছু করবে। তবে আমরা যদি নিজেদের সেরাটা খেলতে পারি, তাহলে দুর্দান্ত সুযোগ রয়েছে তিনটি শিরোপাজয়ের।’
এ মৌসুমে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন হালান্ড। কিন্তু নতুন পরিবেশে এসে নিজেকে খাপ খাওয়ানোর কোনো সময় নেননি তিনি। যেন প্রিমিয়ার লিগে অনেক দিন ধরেই খেলেন। গোলের নেশা শৈশব থেকেই ছিল, এখানে এসে ক্ষুধাটা আরও বেড়ে গেছে। প্রথম মৌসুমেই অনেক রেকর্ড বইয়ের পাতা উল্টাপাল্টা করেছেন তিনি। গোল করে দলকে শিরোপা জেতাবেন—এ জন্যই ম্যানসিটি তাঁকে নিয়ে এসেছে বলে জানিয়েছেন তিনি। বলেছেন, ‘অবশ্যই, এটার জন্যই তারা আমাকে এনেছে। আমরা বিষয়টা লুকাতে পারি না।’
১৯৯৯ সালে ট্রেবল জিতে ম্যানচেস্টার ইউনাইটেড। ইতিমধ্যে প্রিমিয়াল লিগের শিরোপা নিশ্চিত করেছে ম্যানসিটি। আগামীকাল রাতে দ্বিতীয় শিরোপাজয়ের লক্ষ্যে নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষেই এফএ কাপের ফাইনাল খেলবে সিটিজেনরা। আর ১০ জুন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তাদের প্রতিপক্ষ ইন্টার মিলান। সবকিছু সঠিক পথে হলে ট্রেবল জয়ের সঙ্গে প্রথমবারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপাও জিতবে কোচ পেপ গার্দিওলার দল।
এবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
১ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
১ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
২ ঘণ্টা আগেদেশের ফুটবলে এমন নজির আগে দেখা যায়নি। কোচের বিরুদ্ধে একসঙ্গে ১৮ ফুটবলার অবস্থান নিয়ে গণ-অবসরে যাওয়ার হুমকি দিলেন। তা-ও তাঁরা যেনতেন ফুটবলার নন! বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সবচেয়ে অভিজ্ঞ ও মেধাবীরা। যেখানে আছেন সর্বশেষ সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। আছেন সেরা গোলকিপার রুপনা চাকমা।
২ ঘণ্টা আগে