Ajker Patrika

আকাশেই লেখা হয়েছিল মেসিদের বিশ্বকাপ জয়ের গল্প

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১৪: ২০
আকাশেই লেখা হয়েছিল মেসিদের বিশ্বকাপ জয়ের গল্প

১৮ ডিসেম্বর দিনটিকে আর্জেন্টিনার ভক্ত-সমর্থকেরা চাইলেও কি ভুলতে পারবেন? এর উত্তর হবে এক কথায় ‘না’। গত বছরের ১৮ ডিসেম্বর দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষা শেষে আর্জেন্টিনা জিতেছে বিশ্বকাপ। লিওনেল মেসি পেয়েছেন পরম আরাধ্য বিশ্বকাপের ছোঁয়া। ‘রেকর্ডের বরপুত্র’ করেছেন বিশ্বজয়। 

মেসি ও আর্জেন্টিনার সেই বিশ্বজয়ের এক বছর পূর্ণ হলো গতকাল। আর্জেন্টিনা ফুটবল দলের বিশ্বজয়ের এক বছরের পূর্তি স্মরণ করছেন অনেকে বিভিন্নভাবে। ভক্ত-সমর্থকদের কেউ সামাজিক মাধ্যমে গত বছরের ভিডিও, ছবি পোস্ট করে স্মৃতিচারণ করেছেন। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) মেসিদের বিশ্বজয়ের বর্ষপূর্তির শুভেচ্ছা জানিয়েছে বিশেষভাবে। এএফএ গত রাতে নিজেদের টুইটার অ্যাকাউন্টে ১ মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিও পোস্ট করেছে। ভিডিওতে দেখা গেছে, আকাশে তিনটি তারা জ্বলজ্বল করে জ্বলছে। আর্জেন্টিনার ভক্ত-সমর্থকেরা দেখছেন তাদের তিনটি বিশ্বকাপ জয়ের মুহূর্ত। ১৯৭৮, ১৯৮৬ সালে নিজেদের প্রথম দুই বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। যার মধ্যে ১৯৮৬-এর বিশ্বকাপ জিতেছিল প্রয়াত ডিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে। সর্বশেষ ২০২২ বিশ্বকাপে লুসাইলে ধ্রুপদী ফাইনালে ফ্রান্সকে হারিয়ে জেতে তৃতীয় বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। এএফএ ক্যাপশন দিয়েছে, ‘এটা হওয়ারই ছিল। এর বাইরে অন্য কিছু হতে পারত না। আকাশেই এটা লেখা হয়েছিল। বিশ্ব চ্যাম্পিয়নদের বর্ষপূর্তির শুভেচ্ছা।’

সতীর্থদের সঙ্গে বিশ্বকাপ জয় উদযাপন করেন লিওনেল মেসি। ছবি: এএফপি কাতার বিশ্বকাপে মেসি ৭ ম্যাচে করেন ৭ গোল, অ্যাসিস্ট করেছেন ৩ গোলে। এক বিশ্বকাপে গ্রুপ পর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল—প্রতিটি রাউন্ডেই গোল করেছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। ২০২২ বিশ্বকাপের গোল্ডেন বলের পুরস্কার জিতে একমাত্র ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে এই পুরস্কার (গোল্ডেন বল) জয়ের কীর্তি গড়েন মেসি। বিশ্বকাপ শেষে ট্রফি নিয়ে ঘুমিয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। গত রাতে শিরোপা জয়ের স্মৃতিচারণ করে ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, ‘ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর পাগলামির এক বছর। অবিস্মরণীয় স্মৃতি, যা সারা জীবন থাকবে। সবাইকে শুভ বার্ষিকী’। এরপর আর্জেন্টিনার পতাকা ও শিরোপা জুড়ে দিয়েছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত