Ajker Patrika

বার্সাকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে, দাবি লাপোর্তার 

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১৪: ০২
বার্সাকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে, দাবি লাপোর্তার 

রেফারিকে মোটা অঙ্কের টাকা ঘুষ দেওয়ার অভিযোগ ওঠার পর বার্সেলোনাকে নিয়ে আলোচনা চলছে নিয়মিত। বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা তাতে প্রচণ্ড ক্ষুব্ধ। লাপোর্তার মতে, এটা বার্সেলোনাকে অস্থিতিশীল করার চক্রান্ত। 

বার্সেলোনার বিরুদ্ধে রেফারিকে ঘুষ দেওয়ার ব্যাপারে ‘বিস্ফোরক প্রতিবেদন’ স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সার প্রকাশ করেছিল গত মাসে। লাপোর্তা যখন ২০০৩ থেকে ২০১০ পর্যন্ত প্রথম দফায় বার্সেলোনার সভাপতি ছিলেন, রেফারিদের টেকনিক্যাল কমিটির সভাপতি ছিলেন হোসে মারিয়া এনরিকুয়েজ নেগ্রেইরা। নেগ্রেইরাকে ১৪ মিলিয়ন ইউরো (যা বাংলাদেশি মুদ্রায় ১৬ কোটি টাকা) ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। রেফারিকে ঘুষ দেওয়ার অভিযোগ ওঠার পর থেকে বার্সাকে নিয়ে চলছে নানা রকম ট্রল।

লাপোর্তার দাবি, খেলোয়াড়দের মানসিকভাবে দুর্বল করতেই চলছে এমন আলোচনা। বার্সেলোনার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে ক্লাব সভাপতি বলেন, ‘যা হচ্ছে, তা কিছুতেই কাকতালীয় নয়। দলকে অস্থিতিশীল করাই হচ্ছে এর উদ্দেশ্য। আমি সবকিছু ব্যাখ্যা করব। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে আমরা আমাদের রক্ষা করব। খেলোয়াড়দের উৎসাহিত করতে এই মুহূর্তে আমরা মনোযোগী। কারণ তাদের লক্ষ্যই হচ্ছে দলকে অস্থিতিশীল করা।’

ঘুষ দেওয়ার অভিযোগ তো আছেই, এমনকি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) ব্যাপারে বার্সেলোনাকে নেগ্রেইরার সহায়তা করার প্রস্তাব দেওয়ার কথা জানা গিয়েছিল। স্প্যানিশ সংবাদমাধ্যম এল মুন্ডোর তথ্য অনুসারে ২০২০ সালে নেগ্রেইরা ভিএআর নিয়ে বলেছিলেন, ‘যদি আপনারা আগ্রহী থাকেন, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোদির গুজরাটে মুখ্যমন্ত্রী ছাড়া সব মন্ত্রীর পদত্যাগ

বিছানাভর্তি টাকা, বিলাসবহুল গাড়ি ও সোনাদানা মিলল পুলিশ কর্মকর্তার ঘরে

জুলাই সনদ স্বাক্ষরের অপেক্ষা, চূড়ান্ত দলিলে যা যা আছে

খালেদা জিয়ার হাতে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আমন্ত্রণপত্র তুলে দিল ঐকমত্য কমিশন

পিআরের জন্য নভেম্বরে গণভোটের প্রস্তাবে অনড় জামায়াত, মানলেই সনদে স্বাক্ষর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত