চলতি মৌসুমে ফ্রেঞ্চ লিগ ওয়ান জয়ের খুব কাছাকাছি চলে এসেছে পিএসজি। সেঁত-এঁতিয়েনকে টপকে রেকর্ড ১১ বারের মতো শিরোপা জয় থেকে নিশ্বাস দূরত্বে গতবারের চ্যাম্পিয়নরা। গত রাতে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে পয়েন্ট তালিকার তলানির দল আঁজারকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়েছে ফরাসি জায়ান্টরা।
ম্যাচের ৯ মিনিটে এগিয়ে যায় পিএসজি। শুরুতে ভলিতে জাল খুঁজে নিয়ে ব্যর্থ হলেও বের্নাটের কাছ থেকে বল পেয়ে দলকে এগিয়ে দেন এমবাপ্পে। ২৬ মিনিটে লিওনেল মেসির পাসে নিজের দ্বিতীয় গোল করেন ফরাসি ফরোয়ার্ড। তবে এমন জয়েও খুশি নন পিএসজির কোচ ক্রিস্তোফ গালতিয়ের।
কারণ ৮৭ মিনিটে একটি গোল শোধ দিয়ে পিএসজির মনে ভয় ধরিয়ে দেয় আঁজার। অবশ্য সমতায় ফিরতে পারেনি ১৪ পয়েন্ট নিয়ে ২০তম স্থানে থাকা দলটি। জয় নিয়ে মাঠ ছাড়া পিএসজি ৩২ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। এক ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্শেই। বাকি ছয় ম্যাচের মধ্যে তিন জয়ের পাশাপাশি এক ড্র করলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে পিএসজির।
তবে আঁজারের বিপক্ষে মেসি-এমবাপ্পেদের দুর্দান্ত পারফরম্যান্সেও খুশি নন গালতিয়ের। কারণ প্রথমার্ধে তাঁর শিষ্যরা যেভাবে দাপটের সঙ্গে খেলেছেন, দ্বিতীয়ার্ধে সেই মনোভাব আর দেখাতে পারেননি। এর জন্য হতাশ পিএসজি কোচ, ‘প্রথমার্ধে আমরা ম্যাচে বেশ মনোযোগী এবং কার্যকর ছিলাম। কিন্তু দ্বিতীয়ার্ধে একেবারে হাল ছেড়ে দিয়েছি। শুধু বল নিজেদের কাছে রাখলেও আমরা পরে ভালো কিছু করতে পারিনি।’
চলতি মৌসুমে ফ্রেঞ্চ লিগ ওয়ান জয়ের খুব কাছাকাছি চলে এসেছে পিএসজি। সেঁত-এঁতিয়েনকে টপকে রেকর্ড ১১ বারের মতো শিরোপা জয় থেকে নিশ্বাস দূরত্বে গতবারের চ্যাম্পিয়নরা। গত রাতে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে পয়েন্ট তালিকার তলানির দল আঁজারকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়েছে ফরাসি জায়ান্টরা।
ম্যাচের ৯ মিনিটে এগিয়ে যায় পিএসজি। শুরুতে ভলিতে জাল খুঁজে নিয়ে ব্যর্থ হলেও বের্নাটের কাছ থেকে বল পেয়ে দলকে এগিয়ে দেন এমবাপ্পে। ২৬ মিনিটে লিওনেল মেসির পাসে নিজের দ্বিতীয় গোল করেন ফরাসি ফরোয়ার্ড। তবে এমন জয়েও খুশি নন পিএসজির কোচ ক্রিস্তোফ গালতিয়ের।
কারণ ৮৭ মিনিটে একটি গোল শোধ দিয়ে পিএসজির মনে ভয় ধরিয়ে দেয় আঁজার। অবশ্য সমতায় ফিরতে পারেনি ১৪ পয়েন্ট নিয়ে ২০তম স্থানে থাকা দলটি। জয় নিয়ে মাঠ ছাড়া পিএসজি ৩২ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। এক ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্শেই। বাকি ছয় ম্যাচের মধ্যে তিন জয়ের পাশাপাশি এক ড্র করলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে পিএসজির।
তবে আঁজারের বিপক্ষে মেসি-এমবাপ্পেদের দুর্দান্ত পারফরম্যান্সেও খুশি নন গালতিয়ের। কারণ প্রথমার্ধে তাঁর শিষ্যরা যেভাবে দাপটের সঙ্গে খেলেছেন, দ্বিতীয়ার্ধে সেই মনোভাব আর দেখাতে পারেননি। এর জন্য হতাশ পিএসজি কোচ, ‘প্রথমার্ধে আমরা ম্যাচে বেশ মনোযোগী এবং কার্যকর ছিলাম। কিন্তু দ্বিতীয়ার্ধে একেবারে হাল ছেড়ে দিয়েছি। শুধু বল নিজেদের কাছে রাখলেও আমরা পরে ভালো কিছু করতে পারিনি।’
আন্দ্রে রাসেল একটা ব্যাট উপহার দিয়েছিলেন টিম ডেভিডকে। সেই ব্যাট দিয়েই ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো খুন করলেন! গত বছর নভেম্বরের পর অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি সংস্করণে ব্যাট করতে নামলেন ডেভিড। পরের ঘটনা উঠে গেছে রেকর্ড বইয়ে। মাত্র ৩৭ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি। ১৬ বলে করেছেন ফিফটি। অস্ট্রেলিয়ার হয়ে...
২৮ মিনিট আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে জো রুটের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বড় সংগ্রহের দিকে ইংল্যান্ড। তৃতীয় দিন শেষে ৭ উইকেটে ৫৪৪ রান তাদের। ১৮৬ রানের লিড নিয়ে আজ ৪র্থ দিন আবারও ব্যাটিংয়ে নামবে তারা। বিকেল ৪টায় শুরু হবে খেলা। সরাসরি সনি টেন ১ ও ৫ খেলা সম্প্রচার করবে।
১ ঘণ্টা আগেটানা দুটি সিরিজ জয়; শ্রীলঙ্কার পর এবার পাকিস্তান। দুই সিরিজ মিলিয়ে চার ম্যাচে জয়। এই ধারাবাহিক সাফল্যে আত্মবিশ্বাস বেড়েছে বাংলাদেশ দলের, এই কথা বলছেন অধিনায়ক লিটন দাসসহ দলের অন্য সদস্যরা। তবে এই আত্মবিশ্বাস কতটা কাজে দেবে দলের এবং এটা কি সত্যি না কৃত্রিম, এ নিয়ে যখন আলোচনা, তখন লিটনদের সামনে...
২ ঘণ্টা আগেশচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা—গাণিতিক হিসেবে ৬০.২৮ শতাংশ! ক্যারিয়ারের শুরুতে এমন সম্ভাবনা জাগিয়ে অনেকেই হারিয়ে গেছেন কিংবা অনেক আগেই থেমে যায় তাঁদের ক্যারিয়ার। কিন্তু জো রুট একদমই ভিন্ন। শচীনকে ছাড়িয়ে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে দারুণভাবে ছুটছেন ইংলিশ এ ব্যাটার। পরিসং
১৫ ঘণ্টা আগে