ক্রীড়া ডেস্ক
গ্রিনল্যান্ডের কথা শুনলে প্রথমেই হয়তো বরফের বিষয়টি উঠে আসবে। বছরে ৮-১০ মাস বরফে ঢাকা থাকে এই দেশ। তাই সেখানে নিয়মিত ফুটবল খেলার সুযোগ নেই বলতে গেলে। তবু গ্রিনল্যান্ড স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখাচ্ছেও।
৬ হাজার মাইল পথ পেরিয়ে এই সপ্তাহে ব্রাজিলে একটি ম্যাচ খেলতে যাবে গ্রিনল্যান্ড ফুটবল দল। রাজনৈতিক ভাবনা থেকে দূরে সরে ফুটবলীয় আবেগের সমুদ্রে কিছুক্ষণের জন্য ডুব দেবে তারা। স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাবে আরও এক ধাপ।
দেশটি ইউরোপ মহাদেশের অন্তর্ভুক্ত হলেও এখন পর্যন্ত জাতিসংঘের স্বীকৃতি পায়নি। ইউরোপিয়ান ফুটবলের সদস্যপদও কপালে জোটেনি তাদের। তাই কনক্যাকাফ ফুটবল ফেডারেশনের সদস্যপদ নেওয়ার জন্য দৌড়ঝাঁপ করছে ফুটবল অ্যাসোসিয়েশন অব গ্রিনল্যান্ড (কাক)। গত বছরের ২৪ মার্চ আবেদনপত্র জমা দেয় তারা। গত সপ্তাহে মায়ামিতে কনক্যাকাফের সদর দপ্তরে কাকের জ্যেষ্ঠ কর্মকর্তাদের আমন্ত্রণ করা হলে বিষয়টি নিয়ে একটি সিদ্ধান্ত আসবে বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ডেনমার্ক রাজ্যের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে অধিগ্রহণের কথা ভাবছে যুক্তরাষ্ট্র, তখনই বিলম্ব হয় আলোচনা। তাই ট্রাম্পের অপ্রত্যাশিত মন্তব্য নিয়ে বিভ্রান্তিতে আছে কনক্যাকাফ ও কাক।
কনক্যাকাফের সদস্যপদ মিলুক বা না মিলুক, গ্রিনল্যান্ড যেভাবেই হোক ফুটবল খেলতে চায়। ৫৬ হাজার জনসংখ্যার দেশটিতে ফুটবলের জন্য আন্তর্জাতিক মানের কোনো ভেন্যু নেই এখনো। গ্রিনল্যান্ড ফুটবল দলের অধিনায়ক প্যাট্রিক ফেদেরিকসেন বলেন, ‘বিশ্বকাপ বাছাইপর্ব ও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ পাওয়ার দিকে তাকিয়ে আছি আমরা। সে কারণেই কনক্যাকাফে যোগ দিতে চাই। গ্রিনল্যান্ডে আমরা দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনা করি না। আমরা দিন অনুযায়ী ভেবে এগোতে থাকি। কেননা, এখানে আবহাওয়া যেকোনো মুহূর্তে সবকিছু বদলে দিতে পারে। আমরা তুষারে ঢাকা থাকি। তাই ফুটবল অনুশীলন করাটা সত্যিই অসম্ভব হয়ে পড়ে। কারণ, তুষারের মাত্রা এতটাই বেশি যে বলও বরফে জমাট হয়ে যাবে।’
রাজধানী নুকেতে কৃত্রিম টার্ফের একটি স্টেডিয়াম রয়েছে, যেখানে দর্শক ধারণক্ষমতা ২ হাজার। মাঠের এক পাশ আবার পাহাড়ে ঘেরা। বছরের বেশির ভাগ সময়ই মাঠটি অব্যবহৃত থাকে। তাই ফুটবলের প্রস্তুতি ইনডোরে খেলেই সারেন ফুটবলাররা।
কাকের প্রধান নির্বাহী কর্মকর্তা কেনেথ ক্লিস্ত বলেন, ‘এখানে প্রচুর কাজ বাকি আছে। আমাদের সত্যিকারের কোনো অবকাঠামো নেই, শহরগুলো সড়কের সঙ্গে সংযুক্ত নয় এবং অনেক জটিলতা আছে, যেগুলোর সমাধান করতে হবে। তবে আমাদের ইতিবাচক থাকতে হবে। কারণ, এই দেশে বড় কিছু করতে হবে আমাদের। এয়ার ডোমের বানানোর অনেক সম্ভাবনা রয়েছে এবং আমরা সরকারের সঙ্গে আলোচনা করছি।’
গ্রিনল্যান্ডের প্রত্যাশা ও সম্ভাবনা নিয়ে কোচ মর্তেন রুটকায়ার বলেন, ‘আমার প্রত্যাশা হলো, পরের বছরের মধ্যে আমাদের ছাদসংবলিত একটি জাতীয় স্টেডিয়াম থাকবে, যেখানে আমরা পুরো বছর অনুশীলন করতে পারব। কনক্যাকাফে সদস্য হলে আমাদের জন্য ভালোই হবে। কারণ, ক্যারিবিয়ান দ্বীপগুলোর সঙ্গে আমাদের খেলার মান অনেকটাই একই রকম। আমরা কনক্যাকাফ ন্যাশনস লিগ ও বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে পারব।’
গ্রিনল্যান্ডের কথা শুনলে প্রথমেই হয়তো বরফের বিষয়টি উঠে আসবে। বছরে ৮-১০ মাস বরফে ঢাকা থাকে এই দেশ। তাই সেখানে নিয়মিত ফুটবল খেলার সুযোগ নেই বলতে গেলে। তবু গ্রিনল্যান্ড স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখাচ্ছেও।
৬ হাজার মাইল পথ পেরিয়ে এই সপ্তাহে ব্রাজিলে একটি ম্যাচ খেলতে যাবে গ্রিনল্যান্ড ফুটবল দল। রাজনৈতিক ভাবনা থেকে দূরে সরে ফুটবলীয় আবেগের সমুদ্রে কিছুক্ষণের জন্য ডুব দেবে তারা। স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাবে আরও এক ধাপ।
দেশটি ইউরোপ মহাদেশের অন্তর্ভুক্ত হলেও এখন পর্যন্ত জাতিসংঘের স্বীকৃতি পায়নি। ইউরোপিয়ান ফুটবলের সদস্যপদও কপালে জোটেনি তাদের। তাই কনক্যাকাফ ফুটবল ফেডারেশনের সদস্যপদ নেওয়ার জন্য দৌড়ঝাঁপ করছে ফুটবল অ্যাসোসিয়েশন অব গ্রিনল্যান্ড (কাক)। গত বছরের ২৪ মার্চ আবেদনপত্র জমা দেয় তারা। গত সপ্তাহে মায়ামিতে কনক্যাকাফের সদর দপ্তরে কাকের জ্যেষ্ঠ কর্মকর্তাদের আমন্ত্রণ করা হলে বিষয়টি নিয়ে একটি সিদ্ধান্ত আসবে বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ডেনমার্ক রাজ্যের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে অধিগ্রহণের কথা ভাবছে যুক্তরাষ্ট্র, তখনই বিলম্ব হয় আলোচনা। তাই ট্রাম্পের অপ্রত্যাশিত মন্তব্য নিয়ে বিভ্রান্তিতে আছে কনক্যাকাফ ও কাক।
কনক্যাকাফের সদস্যপদ মিলুক বা না মিলুক, গ্রিনল্যান্ড যেভাবেই হোক ফুটবল খেলতে চায়। ৫৬ হাজার জনসংখ্যার দেশটিতে ফুটবলের জন্য আন্তর্জাতিক মানের কোনো ভেন্যু নেই এখনো। গ্রিনল্যান্ড ফুটবল দলের অধিনায়ক প্যাট্রিক ফেদেরিকসেন বলেন, ‘বিশ্বকাপ বাছাইপর্ব ও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ পাওয়ার দিকে তাকিয়ে আছি আমরা। সে কারণেই কনক্যাকাফে যোগ দিতে চাই। গ্রিনল্যান্ডে আমরা দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনা করি না। আমরা দিন অনুযায়ী ভেবে এগোতে থাকি। কেননা, এখানে আবহাওয়া যেকোনো মুহূর্তে সবকিছু বদলে দিতে পারে। আমরা তুষারে ঢাকা থাকি। তাই ফুটবল অনুশীলন করাটা সত্যিই অসম্ভব হয়ে পড়ে। কারণ, তুষারের মাত্রা এতটাই বেশি যে বলও বরফে জমাট হয়ে যাবে।’
রাজধানী নুকেতে কৃত্রিম টার্ফের একটি স্টেডিয়াম রয়েছে, যেখানে দর্শক ধারণক্ষমতা ২ হাজার। মাঠের এক পাশ আবার পাহাড়ে ঘেরা। বছরের বেশির ভাগ সময়ই মাঠটি অব্যবহৃত থাকে। তাই ফুটবলের প্রস্তুতি ইনডোরে খেলেই সারেন ফুটবলাররা।
কাকের প্রধান নির্বাহী কর্মকর্তা কেনেথ ক্লিস্ত বলেন, ‘এখানে প্রচুর কাজ বাকি আছে। আমাদের সত্যিকারের কোনো অবকাঠামো নেই, শহরগুলো সড়কের সঙ্গে সংযুক্ত নয় এবং অনেক জটিলতা আছে, যেগুলোর সমাধান করতে হবে। তবে আমাদের ইতিবাচক থাকতে হবে। কারণ, এই দেশে বড় কিছু করতে হবে আমাদের। এয়ার ডোমের বানানোর অনেক সম্ভাবনা রয়েছে এবং আমরা সরকারের সঙ্গে আলোচনা করছি।’
গ্রিনল্যান্ডের প্রত্যাশা ও সম্ভাবনা নিয়ে কোচ মর্তেন রুটকায়ার বলেন, ‘আমার প্রত্যাশা হলো, পরের বছরের মধ্যে আমাদের ছাদসংবলিত একটি জাতীয় স্টেডিয়াম থাকবে, যেখানে আমরা পুরো বছর অনুশীলন করতে পারব। কনক্যাকাফে সদস্য হলে আমাদের জন্য ভালোই হবে। কারণ, ক্যারিবিয়ান দ্বীপগুলোর সঙ্গে আমাদের খেলার মান অনেকটাই একই রকম। আমরা কনক্যাকাফ ন্যাশনস লিগ ও বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে পারব।’
পুরো ম্যাচে আক্রমণ করে গেল আল নাসর। কাঙ্ক্ষিত ফল তুলে নিল প্রতিপক্ষ আল ওরাবাহ! সৌদি প্রো লিগে নিজেদের শেষ তিন ম্যাচে দ্বিতীয় হার দেখল ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসর। গতকাল রাতে আল জাউফ ইউনিভার্সিটি স্টেডিয়ামে আল ওরাবাহর কাছে ২-১ গোলে হেরেছে তারা।
১ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছে তিনটি দল। আরেকটি দল কারা যাবে সে হিসেব মিলবে আজ ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচে। সেমিতে যাওয়ার দারুণ সম্ভাবনা রয়েছে প্রোটিয়াদের। কাগজ-কলমে তাদের ‘বি’ গ্রুপের আরেকটি দল আফগানিস্তানেরও সুযোগ রয়েছে। নেট রান রেটে প্রোটিয়াদের চেয়ে অনেক পিছিয়ে আফগানরা।
২ ঘণ্টা আগেবৃষ্টির কারণে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেছে অস্ট্রেলিয়া। ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে নিশ্চিত করেছে অজিরা। সেমিফাইনালে গ্রুপের দ্বিতীয় দল কারা যাচ্ছে, সেটি জানা যাবে আজ। দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের সমান ৩ পয়েন্ট করে।
২ ঘণ্টা আগেআবারও হতাশার গল্প। শুধু এবারই নয়, ২৫ বছর ধরেই আইসিসি ইভেন্টে বাংলাদেশের প্রাপ্তি শুধুই হতাশা। ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপপর্ব থেকে বিদায় নিয়ে গতকাল রাতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। এবার প্রাপ্তি বলতে, বৃষ্টির কারণে ভাগাভাগি করে ১ পয়েন্ট অর্জন।
৩ ঘণ্টা আগে