ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়নস লিগে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। জয়টি এসেছে আর্লিং হালান্ডের অ্যাক্রোবেটিক গোলের সৌজন্যে। সাবেক ক্লাবের বিপক্ষে হালান্ডের এই অবিশ্বাস্য গোলটি দেখে কোচ পেপ গার্দিওলার মনে পড়েছে গুরু ইয়োহান ক্রুইফের কথা। সিটি স্ট্রাইকারের গোলটিকে গুরুর করা গোলের সঙ্গে তুলনা করেছেন গার্দিওলা।
নেদারল্যান্ডস ও বার্সেলোনার ফুটবল কিংবদন্তি ক্রুইফ হচ্ছেন গার্দিওলার গুরু ও পরামর্শক। যাঁর ছোঁয়ায় বর্তমানে তিনি টিকিটাকা ফুটবলকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন ম্যান সিটির কোচ। শিষ্যের কল্যাণে সেই গুরুকে অন্য রকমভাবে মনে পড়ল গার্দিওলার। তিনি বলেছেন, ‘যাঁরা আমাকে চেনেন তাঁরা জানবেন একজন ব্যক্তি, শিক্ষক, কোচ, পরামর্শক ও সবকিছু মিলিয়ে আমার ওপর ক্রুইফের কতটা প্রভাব আছে। অনেক বছর আগে তিনি ক্যাম্প ন্যুতে অবিশ্বাস্য এক গোল করেছিলেন অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। যা ঠিক হালান্ডের মতোই। যে মুহূর্তে সে গোলটি করেছিল মনে পড়েছিল ঠিক একই রকম। জোয়াও কানসালো অবিশ্বাস্যও এক অ্যাসিস্ট করেছিল।’
ক্রুইফ গোলটি করেছিলেন ১৯৭৩ সালে বার্সেলোনার হয়ে। সাধারণত এমন গোল খুব একটা দেখা যায় না। কালেভদ্রে জ্বালাতন ইব্রামোভিচের পায়ে এমন অবিশ্বাস্য গোল দেখা যায়। এমন গোল করার জন্য সুইডিশ স্ট্রাইকার বিশেষ কৌশলও রপ্ত করেছেন। ইব্রামোভিচকে বন্ধু সম্বোধন করে তাঁর সঙ্গেও হালান্ডকে তুলনা করেছেন গার্দিওলা। তিনি বলেছেন, ‘মনে পড়ে আমার বন্ধু ইব্রার অবিশ্বাস্য দক্ষতার কথা। সেও শূন্যে পা রেখে খেলতে পারে। হালান্ডও অনেকটা তার মতো। আমার মনে হয় এটি সহজাত। এটি সে নমনীয়তার কারণে পেরেছে।’
নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে খেলতে নেমে ৫৬ মিনিটে প্রতিপক্ষের মিডফিল্ডার জুড বেলিংহামের গোলে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার সিটি। তবে ৮০ মিনিটে গোলটি শোধ করেন ম্যান সিটি ডিফেন্ডার জন স্টোনস। আর ম্যাচের সময় শেষ হওয়ার ঠিক ছয় মিনিট আগে অবিশ্বাস্য গোলটি করেন হালান্ড। ৮৪ মিনিটের সময় কানসালো দুর্দান্ত এক বাতাসে ভাসানো পাস দেন সিটির স্ট্রাইকারের উদ্দেশ্যে। বলটি নওরোজিয়ান ফুটবলারকে ছাড়িয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে হালান্ড শূন্যে বাঁ পা ছড়িয়ে গোলটি করেন। যা দেখে পুরো স্টেডিয়াম হতবাক। অ্যাক্রোবেটিক এই গোলসহ সিটির হয়ে এখন পর্যন্ত ৯ ম্যাচে ১৩ গোল করলেন ইউরোপে ‘গোল মেশিন’ তকমা পাওয়া এই স্ট্রাইকার।
চ্যাম্পিয়নস লিগে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। জয়টি এসেছে আর্লিং হালান্ডের অ্যাক্রোবেটিক গোলের সৌজন্যে। সাবেক ক্লাবের বিপক্ষে হালান্ডের এই অবিশ্বাস্য গোলটি দেখে কোচ পেপ গার্দিওলার মনে পড়েছে গুরু ইয়োহান ক্রুইফের কথা। সিটি স্ট্রাইকারের গোলটিকে গুরুর করা গোলের সঙ্গে তুলনা করেছেন গার্দিওলা।
নেদারল্যান্ডস ও বার্সেলোনার ফুটবল কিংবদন্তি ক্রুইফ হচ্ছেন গার্দিওলার গুরু ও পরামর্শক। যাঁর ছোঁয়ায় বর্তমানে তিনি টিকিটাকা ফুটবলকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন ম্যান সিটির কোচ। শিষ্যের কল্যাণে সেই গুরুকে অন্য রকমভাবে মনে পড়ল গার্দিওলার। তিনি বলেছেন, ‘যাঁরা আমাকে চেনেন তাঁরা জানবেন একজন ব্যক্তি, শিক্ষক, কোচ, পরামর্শক ও সবকিছু মিলিয়ে আমার ওপর ক্রুইফের কতটা প্রভাব আছে। অনেক বছর আগে তিনি ক্যাম্প ন্যুতে অবিশ্বাস্য এক গোল করেছিলেন অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। যা ঠিক হালান্ডের মতোই। যে মুহূর্তে সে গোলটি করেছিল মনে পড়েছিল ঠিক একই রকম। জোয়াও কানসালো অবিশ্বাস্যও এক অ্যাসিস্ট করেছিল।’
ক্রুইফ গোলটি করেছিলেন ১৯৭৩ সালে বার্সেলোনার হয়ে। সাধারণত এমন গোল খুব একটা দেখা যায় না। কালেভদ্রে জ্বালাতন ইব্রামোভিচের পায়ে এমন অবিশ্বাস্য গোল দেখা যায়। এমন গোল করার জন্য সুইডিশ স্ট্রাইকার বিশেষ কৌশলও রপ্ত করেছেন। ইব্রামোভিচকে বন্ধু সম্বোধন করে তাঁর সঙ্গেও হালান্ডকে তুলনা করেছেন গার্দিওলা। তিনি বলেছেন, ‘মনে পড়ে আমার বন্ধু ইব্রার অবিশ্বাস্য দক্ষতার কথা। সেও শূন্যে পা রেখে খেলতে পারে। হালান্ডও অনেকটা তার মতো। আমার মনে হয় এটি সহজাত। এটি সে নমনীয়তার কারণে পেরেছে।’
নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে খেলতে নেমে ৫৬ মিনিটে প্রতিপক্ষের মিডফিল্ডার জুড বেলিংহামের গোলে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার সিটি। তবে ৮০ মিনিটে গোলটি শোধ করেন ম্যান সিটি ডিফেন্ডার জন স্টোনস। আর ম্যাচের সময় শেষ হওয়ার ঠিক ছয় মিনিট আগে অবিশ্বাস্য গোলটি করেন হালান্ড। ৮৪ মিনিটের সময় কানসালো দুর্দান্ত এক বাতাসে ভাসানো পাস দেন সিটির স্ট্রাইকারের উদ্দেশ্যে। বলটি নওরোজিয়ান ফুটবলারকে ছাড়িয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে হালান্ড শূন্যে বাঁ পা ছড়িয়ে গোলটি করেন। যা দেখে পুরো স্টেডিয়াম হতবাক। অ্যাক্রোবেটিক এই গোলসহ সিটির হয়ে এখন পর্যন্ত ৯ ম্যাচে ১৩ গোল করলেন ইউরোপে ‘গোল মেশিন’ তকমা পাওয়া এই স্ট্রাইকার।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১৪ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৮ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৯ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
২০ ঘণ্টা আগে