Ajker Patrika

চুমু-কাণ্ডে রুবিয়ালেসের শাস্তি

ক্রীড়া ডেস্ক    
জেনিফার হারমোসোকে ফাইনাল শেষে চুমু দিয়েছিলেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের তৎকালীন সভাপতি লুইস রুবিয়ালেস। ছবি: এক্স
জেনিফার হারমোসোকে ফাইনাল শেষে চুমু দিয়েছিলেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের তৎকালীন সভাপতি লুইস রুবিয়ালেস। ছবি: এক্স

২০২৩ নারী ফুটবল বিশ্বকাপের ফাইনালে নিজ দলের ফুটবলার জেনি হারমোসোকে জোর করে চুমু দেওয়ায় দোষী সাব্যস্ত হয়েছেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি লুইস রুবিয়ালেস। যৌন হয়রানির দায়ে তাঁকে ১০ হাজার ইউরো জরিমানা করেছেন স্পেনের উচ্চ আদালত।

সম্মতিবিহীন চুমু ও চাপ প্রয়োগের জন্য কৌঁসুলিরা যদিও রুবিয়ালেসের আড়াই বছরের কারাদণ্ড চেয়েছিলেন। সিডনিতে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার নারী বিশ্বকাপের শিরোপা জেতে স্পেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে স্প্যানিশ ফরোয়ার্ড হারমোসোকে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু খান রুবিয়ালেস। মুহূর্তে এই দৃশ্যটি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়েন ৪৬ বছর বয়সী সভাপতি।

এ ঘটনায় হারমোসো জানান, সম্মতি ছাড়াই এই কাণ্ড করেছেন রুবিয়ালেস। তবে স্পেন ফুটবলের সভাপতি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন। পদত্যাগের জোর দাবির মুখে নিজেকে নির্দোষ দাবি করলেও পার পাননি তিনি। রুবিয়ালেসকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের গভর্নিং বডি ফিফা।

আদালতের রায়ে বলা হয়েছে, হারমোসোর সঙ্গে এক বছরের জন্য কোনো যোগাযোগ করতে পারবেন না রুবিয়ালেস। এমনকি স্প্যানিশ ফুটবলারের সঙ্গে ২০০ মিটারের দূরত্ব বজায় রাখতে হবে তাঁকে। জরিমানার অর্থ পরিশোধের জন্য ১৮ মাস সময় পেয়েছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমারকে বাধ্যতামূলক অবসর

এবার এসপিদেরও বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে: উপদেষ্টা আসিফ

‘চ্যাম্পিয়নস ট্রফি বাদ দিয়ে জিম্বাবুয়ে-আয়ারল্যান্ডের সঙ্গে খেলুক পাকিস্তান’

নির্বাচিত হলে খালেদা জিয়া রাষ্ট্রপতি, তারেক রহমান প্রধানমন্ত্রী—এটি বিএনপির অবস্থান নয়: রিজভী

ঘুষের বিনিময়ে ভিসা: বাংলাদেশে ইতালি দূতাবাসের কর্মকর্তাসহ গ্রেপ্তার ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত