ক্রীড়া ডেস্ক
২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে বাছাইপর্ব শুরু হয়েছে গতকাল। বাংলাদেশের অভিযান শুরু হয়েছে আজ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন থাইল্যান্ড অধিনায়ক নারুইমল চাইওয়াই।
থাইল্যান্ডের বিপক্ষে আজ একই সঙ্গে অধিনায়কত্ব ও উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন নিগার সুলতানা জ্যোতি। ওপেনিংয়ে নেমেছেন ইশমা তানজিম ও ফারজানা হক পিংকি। তানজিমের স্পিনটাও কার্যকরী হতে পারে এই ম্যাচে। ব্যাটিং লাইনআপে আরও আছেন শারমিন আকতার সুপ্তা, সোবহানা মোস্তারির মতো তারকারা।
বাংলাদেশের একাদশে আছেন দুই লেগস্পিনার রাবেয়া খান ও ফাহিমা খাতুন। রাবেয়ার ব্যাটিংটাও মিডল অর্ডারে কাজে দিতে পারে। পেস বোলিং অলরাউন্ডার রিতু মনি আছেন একাদশে। স্পিন আক্রমণে আরও আছেন জান্নাতুল ফেরদৌস সুমনা। রিতুর সঙ্গে পেস আক্রমণে আছেন মারুফা আকতার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া বাংলাদেশ ২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬ রান করেছে।
নারী বিশ্বকাপ বাছাইপর্বে আছেন বাংলাদেশের দুই আম্পায়ার সাথিরা জাকির জেসি ও মাসুদুর রহমান মুকুল। গতকাল বাছাইপর্বের শুরুর দিনেই তাঁরা আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, থাইল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড—এই ছয় দল খেলবে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ড, গাদ্দাফি স্টেডিয়াম—লাহোরের এই দুই মাঠে হবে বাছাইপর্বের ম্যাচগুলো।
এ বছরের অক্টোবরে ভারতে শুরু হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা—এই ছয় দল সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট কেটেছে। বাছাইপর্ব থেকে উঠবে আরও দুই দল। আট দলের বিশ্বকাপে হবে ৩১ ম্যাচ।
বাংলাদেশ একাদশ:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আকতার, ফারজানা হক পিংকি, ইশমা তানজিম, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, জান্নাতুল ফেরদৌস সুমনা, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আকতার, রিতু মনি
থাইল্যান্ড একাদশ:
আফিসারা সুয়ানচোনরাথি, নান্নাপাত কোনচারোয়েনকাই, নাত্থাকান চ্যান্থাম, নারুইমল চাইওয়াই (অধিনায়ক), চানিদা সুত্থিরুয়াং, নাতায়া বুচাথাম, ফানিতা মায়া, থিপাচা পুত্থাওয়াং, সুনিদা চাতুরঙ্গাত্তানা, সুলিপন লাওমি, ওনিচা কামচোমফু
আরও পড়ুন:
মেয়েদের বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম দিনে না খেলেও থাকছে বাংলাদেশ
২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে বাছাইপর্ব শুরু হয়েছে গতকাল। বাংলাদেশের অভিযান শুরু হয়েছে আজ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন থাইল্যান্ড অধিনায়ক নারুইমল চাইওয়াই।
থাইল্যান্ডের বিপক্ষে আজ একই সঙ্গে অধিনায়কত্ব ও উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন নিগার সুলতানা জ্যোতি। ওপেনিংয়ে নেমেছেন ইশমা তানজিম ও ফারজানা হক পিংকি। তানজিমের স্পিনটাও কার্যকরী হতে পারে এই ম্যাচে। ব্যাটিং লাইনআপে আরও আছেন শারমিন আকতার সুপ্তা, সোবহানা মোস্তারির মতো তারকারা।
বাংলাদেশের একাদশে আছেন দুই লেগস্পিনার রাবেয়া খান ও ফাহিমা খাতুন। রাবেয়ার ব্যাটিংটাও মিডল অর্ডারে কাজে দিতে পারে। পেস বোলিং অলরাউন্ডার রিতু মনি আছেন একাদশে। স্পিন আক্রমণে আরও আছেন জান্নাতুল ফেরদৌস সুমনা। রিতুর সঙ্গে পেস আক্রমণে আছেন মারুফা আকতার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া বাংলাদেশ ২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬ রান করেছে।
নারী বিশ্বকাপ বাছাইপর্বে আছেন বাংলাদেশের দুই আম্পায়ার সাথিরা জাকির জেসি ও মাসুদুর রহমান মুকুল। গতকাল বাছাইপর্বের শুরুর দিনেই তাঁরা আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, থাইল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড—এই ছয় দল খেলবে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ড, গাদ্দাফি স্টেডিয়াম—লাহোরের এই দুই মাঠে হবে বাছাইপর্বের ম্যাচগুলো।
এ বছরের অক্টোবরে ভারতে শুরু হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা—এই ছয় দল সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট কেটেছে। বাছাইপর্ব থেকে উঠবে আরও দুই দল। আট দলের বিশ্বকাপে হবে ৩১ ম্যাচ।
বাংলাদেশ একাদশ:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আকতার, ফারজানা হক পিংকি, ইশমা তানজিম, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, জান্নাতুল ফেরদৌস সুমনা, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আকতার, রিতু মনি
থাইল্যান্ড একাদশ:
আফিসারা সুয়ানচোনরাথি, নান্নাপাত কোনচারোয়েনকাই, নাত্থাকান চ্যান্থাম, নারুইমল চাইওয়াই (অধিনায়ক), চানিদা সুত্থিরুয়াং, নাতায়া বুচাথাম, ফানিতা মায়া, থিপাচা পুত্থাওয়াং, সুনিদা চাতুরঙ্গাত্তানা, সুলিপন লাওমি, ওনিচা কামচোমফু
আরও পড়ুন:
মেয়েদের বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম দিনে না খেলেও থাকছে বাংলাদেশ
এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে হারানো হয়ে গিয়েছিল দুঃসাধ্য এক কাজ। টুর্নামেন্টের বাকি ৯ দল জয়-পরাজয় উভয়ের স্বাদ পেলেও দিল্লি জিতেই চলেছিল। অবশেষে গতকাল দিল্লি ক্যাপিটালসের জয়রথ থামিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। হারের রাতে শাস্তিও পেলেন দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেল।
২৪ মিনিট আগেচোট কাটিয়ে মাঠে ফিরেছেন নেইমার জুনিয়র। কিন্তু ফেরাটা হলো অতৃপ্তির। মাঠে নেমে দেখেছেন সান্তোসের হার। ব্রাজিলিয়ান সিরিয়ায় ফ্লুমিনেন্সের বিপক্ষে ১-০ গোলে হেরে গেছে নেইমারের দল। এ নিয়ে লিগে তিন ম্যাচেই জয়হীন রইল সান্তোস।
১ ঘণ্টা আগেআফগানিস্তানে গত কয়েক বছর ধরে নারীদের অধিকার নিয়ে আলোচনা চলছে। কারণ, তালেবানরা ২০২১ সালে ক্ষমতায় আসার পর নারীদের শিক্ষা কার্যক্রম, খেলাধুলায় দিয়েছে নিষেধাজ্ঞা। এবার আফগান নারী ক্রিকেটারদের পাশে দাঁড়াল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ক্রিকেটের অভিভাবক সংস্থা একটি টাস্কফোর্সও গঠন করেছে।
১ ঘণ্টা আগেবছর ঘুরে এল বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বাংলা নতুন বছরের প্রথম দিন উপলক্ষে একে অন্যকে জানাচ্ছেন নববর্ষের শুভেচ্ছা। বাংলাদেশেও জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপন করা হচ্ছে বাংলা নববর্ষ। ফিফাও জানিয়েছে নতুন বছরের শুভেচ্ছা।
২ ঘণ্টা আগে