Ajker Patrika

বড় জয়ে বিশ্বকাপ শুরু আইরিশদের

বড় জয়ে বিশ্বকাপ শুরু আইরিশদের

‘এ’ গ্রুপে আজ দিনের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করেছে আয়ারল্যান্ড। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ডাচদের ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে আইরিশরা।

টস জিতে আগে ব্যাট করে সুবিধা করতে পারেননি ডাচ ব্যাটাররা। নির্ধারিত ২০ ওভারের শেষ বলে অলআউট হওয়ার আগে তারা করতে পারে ১০৬ রান। ১০৭ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি আইরিশদের। মাত্র তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অ্যান্ড্রু বালবির্নির দল। ওপেনিংয়ে দলকে ভালো শুরু এনে দেন দুই আইরিশ ওপেনার পল স্টার্লিং আর কেভিন ও ব্রাইন।

দুজনের ওপেনিং জুটি থেকে আসে ২৭ রান। ২৭ রানে ও ব্রাইনের বিদায়ের পর দ্রুত তিন নম্বরে নামা বালবির্নিকে হারায় আইরিশরা। তবে চতুর্থ উইকেটে ৫৬ রানের দারুণ এক জুটিতে দলকে ম্যাচ থেকে ছিটকে যেতে দেননি স্টার্লিং আর গ্যারেথ ডিলানি। ২৯ বলে ৪৪ রানের দুর্দান্ত এক ইনিংসে জয় প্রায় নিশ্চিত করে ফেরেন ডিলানি। জয়ের বাকি আনুষ্ঠানিকতাটুকু সারেন স্টার্লিং আর এই ম্যাচের নায়ক কার্টিস ক্যাম্ফার।

এর আগে নেদারল্যান্ডসকে বলতে গেলে একাই ম্যাচ থেকে ছিটকে দেন ক্যাম্ফার। ডাচ ইনিংসের দশম ওভারে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম বোলার হিসেবে টানা চার বলে চার উইকেট নেন তিনি। ইনিংসের শেষ ওভারের শেষ তিন বলে আরও তিন উইকেট হারায় ডাচরা। তবে এ ক্ষেত্রে হ্যাটট্রিক হয়নি বোলার বেন হোয়াইটের। পঞ্চম বলটিতে রান আউট হন লগান ফন বিক। এই দুজনের বোলিং তোপে শেষ পর্যন্ত ১০৬ রানে অলআউট হয় নেদারল্যান্ডস।

লড়াইয়ের মতো পুঁজি না পেয়ে পেরে ওঠেননি নেদারল্যান্ডস বোলাররা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত