Ajker Patrika

মিরপুরে অলিম্পিক দেখল অস্ট্রেলিয়া

মিরপুরে অলিম্পিক দেখল অস্ট্রেলিয়া

বাংলাদেশে আসার পর তিন দিন ধরে হোটেলে রুম কোয়ারেন্টিনে ছিল অস্ট্রেলিয়া দল। কোয়ারেন্টিন শেষে মিরপুরে আজ অনুশীলনে করেছে তারা। অনুশীলন শেষে অস্ট্রেলিয়া সময়টা উপভোগ করেছেন ভিন্নভাবে। সবাই মিলে টোকিও অলিম্পিকে স্টার্কের ভাই ব্র্যান্ডন স্টার্কের পারফরম্যান্স দেখেছেন মিরপুরে বসেই।

গত কদিনে ক্রিকেটে ভালোই আলোচনায় ব্র্যান্ডন স্টার্ক। টোকিও অলিম্পিকের হাই জাম্প ইভেন্টের একজন প্রতিযোগী হিসেবে যতটা, সেটির চেয়ে বেশি বাংলাদেশে আসা তাঁর ক্রিকেটার ভাই স্টার্কের সূত্র ধরে। ঢাকায় পা রেখেই মিচেল তাঁর ভাইয়ের বাছাইপর্ব পার হওয়া দেখেছিলেন হোটেলে বসেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্র্যান্ডনের একটি ছবি পোস্ট করে স্টার্ক লিখেছিলেন, ‘আইসোলেশনে সবচেয়ে বড় ইতিবাচক দিক হচ্ছে ব্র্যান্ডনকে অলিম্পিকে দেখা। যাও তাদের হারিয়ে দাও!’ সেদিন ভাইয়ের কথা রেখে বাছাইপর্ব পার হয়েছিলেন ব্র্যান্ডন।

আজ আর পারেননি ব্র্যান্ডন। ফাইনালে ১৩ প্রতিযোগীর মধ্যে পঞ্চম হয়েছেন ২৭ বছর বয়সী এই হাই জাম্পার। পঞ্চম হলেও ইতিহাস গড়েছেন ব্র্যান্ডন। আজ তাঁর ২.৩৫ মিটার লাফ অলিম্পিকে অস্ট্রেলিয়ানদের মধ্যে সর্বোচ্চ।

সাময়িক অলিম্পিকে চোখ রাখলেও স্টার্কদের ভাবনাজুড়ে আসলে বাংলাদেশ সিরিজ। পরশু শুরু হচ্ছে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের বাকি ম্যাচ ৪,৬, ৭ ও ৯ আগস্ট। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সব ম্যাচ শুরু সন্ধ্যা ৬টায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত