বাংলাদেশে আসার পর তিন দিন ধরে হোটেলে রুম কোয়ারেন্টিনে ছিল অস্ট্রেলিয়া দল। কোয়ারেন্টিন শেষে মিরপুরে আজ অনুশীলনে করেছে তারা। অনুশীলন শেষে অস্ট্রেলিয়া সময়টা উপভোগ করেছেন ভিন্নভাবে। সবাই মিলে টোকিও অলিম্পিকে স্টার্কের ভাই ব্র্যান্ডন স্টার্কের পারফরম্যান্স দেখেছেন মিরপুরে বসেই।
গত কদিনে ক্রিকেটে ভালোই আলোচনায় ব্র্যান্ডন স্টার্ক। টোকিও অলিম্পিকের হাই জাম্প ইভেন্টের একজন প্রতিযোগী হিসেবে যতটা, সেটির চেয়ে বেশি বাংলাদেশে আসা তাঁর ক্রিকেটার ভাই স্টার্কের সূত্র ধরে। ঢাকায় পা রেখেই মিচেল তাঁর ভাইয়ের বাছাইপর্ব পার হওয়া দেখেছিলেন হোটেলে বসেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্র্যান্ডনের একটি ছবি পোস্ট করে স্টার্ক লিখেছিলেন, ‘আইসোলেশনে সবচেয়ে বড় ইতিবাচক দিক হচ্ছে ব্র্যান্ডনকে অলিম্পিকে দেখা। যাও তাদের হারিয়ে দাও!’ সেদিন ভাইয়ের কথা রেখে বাছাইপর্ব পার হয়েছিলেন ব্র্যান্ডন।
আজ আর পারেননি ব্র্যান্ডন। ফাইনালে ১৩ প্রতিযোগীর মধ্যে পঞ্চম হয়েছেন ২৭ বছর বয়সী এই হাই জাম্পার। পঞ্চম হলেও ইতিহাস গড়েছেন ব্র্যান্ডন। আজ তাঁর ২.৩৫ মিটার লাফ অলিম্পিকে অস্ট্রেলিয়ানদের মধ্যে সর্বোচ্চ।
সাময়িক অলিম্পিকে চোখ রাখলেও স্টার্কদের ভাবনাজুড়ে আসলে বাংলাদেশ সিরিজ। পরশু শুরু হচ্ছে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের বাকি ম্যাচ ৪,৬, ৭ ও ৯ আগস্ট। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সব ম্যাচ শুরু সন্ধ্যা ৬টায়।
বাংলাদেশে আসার পর তিন দিন ধরে হোটেলে রুম কোয়ারেন্টিনে ছিল অস্ট্রেলিয়া দল। কোয়ারেন্টিন শেষে মিরপুরে আজ অনুশীলনে করেছে তারা। অনুশীলন শেষে অস্ট্রেলিয়া সময়টা উপভোগ করেছেন ভিন্নভাবে। সবাই মিলে টোকিও অলিম্পিকে স্টার্কের ভাই ব্র্যান্ডন স্টার্কের পারফরম্যান্স দেখেছেন মিরপুরে বসেই।
গত কদিনে ক্রিকেটে ভালোই আলোচনায় ব্র্যান্ডন স্টার্ক। টোকিও অলিম্পিকের হাই জাম্প ইভেন্টের একজন প্রতিযোগী হিসেবে যতটা, সেটির চেয়ে বেশি বাংলাদেশে আসা তাঁর ক্রিকেটার ভাই স্টার্কের সূত্র ধরে। ঢাকায় পা রেখেই মিচেল তাঁর ভাইয়ের বাছাইপর্ব পার হওয়া দেখেছিলেন হোটেলে বসেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্র্যান্ডনের একটি ছবি পোস্ট করে স্টার্ক লিখেছিলেন, ‘আইসোলেশনে সবচেয়ে বড় ইতিবাচক দিক হচ্ছে ব্র্যান্ডনকে অলিম্পিকে দেখা। যাও তাদের হারিয়ে দাও!’ সেদিন ভাইয়ের কথা রেখে বাছাইপর্ব পার হয়েছিলেন ব্র্যান্ডন।
আজ আর পারেননি ব্র্যান্ডন। ফাইনালে ১৩ প্রতিযোগীর মধ্যে পঞ্চম হয়েছেন ২৭ বছর বয়সী এই হাই জাম্পার। পঞ্চম হলেও ইতিহাস গড়েছেন ব্র্যান্ডন। আজ তাঁর ২.৩৫ মিটার লাফ অলিম্পিকে অস্ট্রেলিয়ানদের মধ্যে সর্বোচ্চ।
সাময়িক অলিম্পিকে চোখ রাখলেও স্টার্কদের ভাবনাজুড়ে আসলে বাংলাদেশ সিরিজ। পরশু শুরু হচ্ছে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের বাকি ম্যাচ ৪,৬, ৭ ও ৯ আগস্ট। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সব ম্যাচ শুরু সন্ধ্যা ৬টায়।
যেখানে শুরুর কথা বলার আগেই শেষ—গতকাল অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচ দেখে এমন কিছু মনে পড়াই স্বাভাবিক। কারণ, লেস্টারের গ্রেস রোডে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস ম্যাচে অস্ট্রেলিয়ার যা সর্বনাশ হওয়ার, সেটা শুরুতেই হয়ে গিয়েছে। এমন অবস্থায় অজি পেসার জন হ্যাস্টিংসের যেন মাথা খারাপ হয়ে গেছে।
৩ মিনিট আগেদলের পারফরম্যান্স যেমনই হোক, কোচকে সব সময় থাকতে হয় তটস্থ। দল ভালো করলে যেমন হাততালি পাওয়া যায়, তেমনি বাজে পারফরম্যান্সে সব দোষ যেন কোচের ঘাড়ের ওপর গিয়ে পড়ে। বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন তা-ই মনে করেন।
৪৩ মিনিট আগেনিউজিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত জিম্বাবুয়ে ১৭ টেস্ট খেলেছে। যার মধ্যে কিউইরা জিতেছে ১১ ম্যাচ। বাকি ৬ টেস্ট ড্র হয়েছে। এবার জিম্বাবুয়ে নামছে ভিন্ন গল্প লেখার আশায়। বাংলাদেশ সময় আজ বেলা ২টায় শুরু হবে জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগেবাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন হয়েছেন গত বছরের নভেম্বরে। তিনি এই পদে আসার পর আট মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) কত কিছুই তো ঘটেছে। ফারুক আহমেদের জায়গায় এ বছরের মে মাসে বিসিবির সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল।
১ ঘণ্টা আগে