নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন হয়েছেন গত বছরের নভেম্বরে। তিনি এই পদে আসার পর আট মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) কত কিছুই তো ঘটেছে। ফারুক আহমেদের জায়গায় এ বছরের মে মাসে বিসিবির সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল।
নতুন বিসিবি সভাপতি বুলবুল কদিন আগে ডেকেছিলেন সালাহ উদ্দীনকে। বুলবুল তখন কী বলেছিলেন—এমনটা জানতে চাওয়া হলে সালাহ উদ্দীন তেমন কিছু খোলাসা করেননি। আজকের পত্রিকাকে গতকাল দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ বলেন, ‘এসব আসলে প্রকাশ্যে বলা যাবে না। আমার মনে হয় একটা ভালো দিক, যেকোনো পরিস্থিতিতে বোর্ড আমাকে ভালো সহায়তা করছে, যেন কাজের দিকে বেশি মনোযোগ রাখি। খেলায় তিনটা পার্ট থাকে। ক্রিকেটাররা খেলে, ম্যানেজমেন্ট আছে আর কর্মকর্তা আছে। সবকিছুর ওপর নির্ভর করে, আমাদের সামগ্রিক ক্রিকেটটা কীভাবে এগোবে। সমন্বয়টা যদি ঠিকমতো হয়, তাহলে হয়তো আমাদের ক্রিকেট এগোবে। এসব নিয়েই কথা হয়েছে।’
বুলবুল বিসিবির ১৬তম সভাপতি হিসেবে এ বছরের ৩০ মে নিযুক্ত হয়েছেন। এখন পর্যন্ত ফারুক, বুলবুল—বাংলাদেশের এই দুই ক্রিকেটারই হয়েছেন বিসিবি প্রধান। যেখানে বুলবুল টেস্টে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান। এ ছাড়া, দীর্ঘদিন আইসিসির ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। আফগানিস্তানের মতো দল যে বর্তমানে এত শক্তিশালী হয়েছে, তাতে বুলবুলের অসাধারণ অবদান রয়েছে। নতুন বিসিবি সভাপতির ক্রিকেট জ্ঞানের প্রশংসা করেছেন সালাহ উদ্দীন। আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে সালাহ উদ্দীন বলেন, ‘বোর্ড সভাপতি বুলবুল ভাই নিজেও ক্রিকেটার ছিলেন। তিনি জানেন আসলে কী কী লাগবে। খুবই জ্ঞানী মানুষ। তাঁর ইচ্ছা আছে।’
বুলবুল যেদিন বিসিবির সভাপতি হয়েছেন, সেদিনই পাকিস্তানের কাছে টি-টোয়েন্টিতে হেরেছিল বাংলাদেশ। পাকিস্তান সফরে তখন বাংলাদেশ হয়েছিল ধবলধোলাই। নতুন বিসিবি সভাপতির অধীনে বাংলাদেশ সেরা ক্রিকেট খেলেছে শ্রীলঙ্কা সফরে। সেই সফরে বাংলাদেশ ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জিতেছে লঙ্কানদের বিপক্ষে। একটি টেস্ট ড্র ও একটি ওয়ানডে জেতে বাংলাদেশ। সেই ধারাবাহিকতা লিটন দাস-তানজিদ হাসান তামিমরা ধরে রাখেন পাকিস্তান সিরিজেও। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ জেতে ২-১ ব্যবধানে।
আরও পড়ুন:
বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন হয়েছেন গত বছরের নভেম্বরে। তিনি এই পদে আসার পর আট মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) কত কিছুই তো ঘটেছে। ফারুক আহমেদের জায়গায় এ বছরের মে মাসে বিসিবির সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল।
নতুন বিসিবি সভাপতি বুলবুল কদিন আগে ডেকেছিলেন সালাহ উদ্দীনকে। বুলবুল তখন কী বলেছিলেন—এমনটা জানতে চাওয়া হলে সালাহ উদ্দীন তেমন কিছু খোলাসা করেননি। আজকের পত্রিকাকে গতকাল দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ বলেন, ‘এসব আসলে প্রকাশ্যে বলা যাবে না। আমার মনে হয় একটা ভালো দিক, যেকোনো পরিস্থিতিতে বোর্ড আমাকে ভালো সহায়তা করছে, যেন কাজের দিকে বেশি মনোযোগ রাখি। খেলায় তিনটা পার্ট থাকে। ক্রিকেটাররা খেলে, ম্যানেজমেন্ট আছে আর কর্মকর্তা আছে। সবকিছুর ওপর নির্ভর করে, আমাদের সামগ্রিক ক্রিকেটটা কীভাবে এগোবে। সমন্বয়টা যদি ঠিকমতো হয়, তাহলে হয়তো আমাদের ক্রিকেট এগোবে। এসব নিয়েই কথা হয়েছে।’
বুলবুল বিসিবির ১৬তম সভাপতি হিসেবে এ বছরের ৩০ মে নিযুক্ত হয়েছেন। এখন পর্যন্ত ফারুক, বুলবুল—বাংলাদেশের এই দুই ক্রিকেটারই হয়েছেন বিসিবি প্রধান। যেখানে বুলবুল টেস্টে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান। এ ছাড়া, দীর্ঘদিন আইসিসির ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। আফগানিস্তানের মতো দল যে বর্তমানে এত শক্তিশালী হয়েছে, তাতে বুলবুলের অসাধারণ অবদান রয়েছে। নতুন বিসিবি সভাপতির ক্রিকেট জ্ঞানের প্রশংসা করেছেন সালাহ উদ্দীন। আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে সালাহ উদ্দীন বলেন, ‘বোর্ড সভাপতি বুলবুল ভাই নিজেও ক্রিকেটার ছিলেন। তিনি জানেন আসলে কী কী লাগবে। খুবই জ্ঞানী মানুষ। তাঁর ইচ্ছা আছে।’
বুলবুল যেদিন বিসিবির সভাপতি হয়েছেন, সেদিনই পাকিস্তানের কাছে টি-টোয়েন্টিতে হেরেছিল বাংলাদেশ। পাকিস্তান সফরে তখন বাংলাদেশ হয়েছিল ধবলধোলাই। নতুন বিসিবি সভাপতির অধীনে বাংলাদেশ সেরা ক্রিকেট খেলেছে শ্রীলঙ্কা সফরে। সেই সফরে বাংলাদেশ ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জিতেছে লঙ্কানদের বিপক্ষে। একটি টেস্ট ড্র ও একটি ওয়ানডে জেতে বাংলাদেশ। সেই ধারাবাহিকতা লিটন দাস-তানজিদ হাসান তামিমরা ধরে রাখেন পাকিস্তান সিরিজেও। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ জেতে ২-১ ব্যবধানে।
আরও পড়ুন:
কদিন আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল, লিভারপুল ছেড়ে নতুন ঠিকানায় যাচ্ছেন লুইস দিয়াজ। আনুষ্ঠানিক ঘোষণাটাও এসে গেল। অ্যানফিল্ড থেকে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে পাড়ি জমাচ্ছেন তিনি। চার বছরের জন্য কলম্বিয়ান এই উইঙ্গারের সঙ্গে চুক্তি করেছে জার্মান লিগ চ্যাম্পিয়নরা।
৯ ঘণ্টা আগেসাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ফিরেছিলেন ব্রেন্ডন টেলর। তাই এই টেস্টে সবার নজর ছিল তাঁর দিকে। তবে তাঁকে বাইরে রেখে টেস্টের একাদশ গড়ে স্বাগতিক জিম্বাবুয়ে। তবু বুলাওয়ে টেস্টে শুরুটা তাদের মোটেও ভালো হয়নি। প্রথম ইনিংসে ১৪৯ ওভারে অলআউট হয়েছে তারা।
১০ ঘণ্টা আগেওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে রাউন্ড রবিন লিগে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলেনি ভারত। দারুণ ব্যাপার হলো, সেমিফাইনালেও প্রতিপক্ষে হিসেবে নিজেদের পেয়েছে তারা। আগামীকাল বার্মিংহামে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামার কথা ছিল ভারত-পাকিস্তানের। সে পর্যন্ত আর যেতে হয়নি, ভারত এবারও পাকিস্তানের বিপক্ষে খেল
১১ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বাঁ পায়ে ক্র্যাম্প এবং কাঁধে ব্যথায় ভুগছিলেন বেন স্টোকস। শেষ টেস্টে তাঁকে পাওয়া যাবে কি না, এমন সংশয় ছিলই। এর মধ্যে আজ ওভাল টেস্টের একাদশ ঘোষণা করেছে। কাল থেকে শুরু হতে যাওয়া টেস্টে নেই অধিনায়ক স্টোকস। তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন ওলি পোপ, এর আগেও ৪টি টেস্টে ইংল্যান্ডের
১২ ঘণ্টা আগে