নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৫ জুলাই ২০২৪, শুক্রবার দিনটা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এক আতঙ্ক আর শোকের দিনই যেন ছিল। দুপুরে সাবেক ক্রিকেটার, বাংলাদেশ দলের ম্যানেজার ও তামিম ইকবালের ভাই নাফিস ইকবালের অসুস্থতার সংবাদ। সন্ধ্যায় গ্র্যান্ডমাস্টার জিয়ার খেলতে খেলতেই মৃত্যুর সংবাদে পুরো ক্রীড়াঙ্গন শোকস্তব্ধ।
নাফিসের সংবাদে কাল সন্ধ্যায় হাসপাতালে ছুটে যান তামিম, মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিমের মতো তারকা ক্রিকেটাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে জাতীয় দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা আছেন ছুটিতে। নাফিসও ছুটি কাটাচ্ছিলেন চট্টগ্রামে নিজের বাসায়। কাল প্রচণ্ড মাথাব্যথা আর দুর্বলতা নিয়ে চট্টগ্রামের স্থানীয় একটা হাসপাতালে ভর্তি হন তিনি।
বিসিবির সিনিয়র চিকিৎসক কাল রাতে সাংবাদিকদের জানিয়েছেন, প্রাথমিক স্ক্যানের পর জানা যায়, নাফিসের মস্তিষ্কে রক্তক্ষরণের মতো একধরনের সমস্যা হয়েছে। তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনার ব্যবস্থা করা হয়। কাল বিকেলে ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। নাফিসের মস্তিষ্কে কী হয়েছে, সে বিষয়টি নিয়ে দেবাশীষ বলেছেন, ‘এখানকার বিশেষজ্ঞরা নানা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত করে নাফিসের সেরিব্রেল ভেনাস থ্রম্বোসিস। অর্থাৎ ওর মস্তিষ্কের ভেনাস সিস্টেমে রক্ত জমাট বেঁধে আছে। এটা বিরল একটা রোগ (রেয়ার ডিসঅর্ডার)।’
এই মুহূর্তে স্থিতিশীল অবস্থায় আছেন নাফিস, তাঁকে হাসপাতালে আরও কয়েক সপ্তাহ থাকতে হবে। দেবাশীষ নাফিসের ব্যাপারে বললেন, ‘(নাফিস) স্টেবল আছে। প্রথম দুই-তিন দিন পর্যবেক্ষণে রাখতে হয়। আজ (কাল) রাত সে এইচডিও ইউনিটে থাকতে হবে। কাল অবস্থা ভালো হলে ওয়ার্ডে শিফট করা হবে। পর্যবেক্ষণে আমার মনে হয় বেশ কয়েক সপ্তাহ থাকতে হবে।’
রোগটা বিরল হলেও নাফিস দ্রুত সেরে উঠবেন বলেই আশা দেবাশীষের, ‘যেসব প্যারামিটার দেখা হয়, সেগুলো সব ভালো আছে। এখানকার চিকিৎসকেরা আশা করছেন, কনজারভেটিভ ম্যানেজমেন্টের মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব। এই মুহূর্তে তাকে এখানে ভর্তি করা হয়েছে। আরও কিছুদিন এখানে রাখা হবে। কনজারভেটিভ ম্যানেজমেন্টের মাধ্যমে চিকিৎসা চালানো হবে। বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী এটা যদি আরও খারাপের দিকে না যায়, তাহলে এই সমস্যা পুরোপুরি ভালো হয়ে যাওয়া সম্ভব।’
খেলার খবর সম্পর্কিত আরও পড়ুন:
৫ জুলাই ২০২৪, শুক্রবার দিনটা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এক আতঙ্ক আর শোকের দিনই যেন ছিল। দুপুরে সাবেক ক্রিকেটার, বাংলাদেশ দলের ম্যানেজার ও তামিম ইকবালের ভাই নাফিস ইকবালের অসুস্থতার সংবাদ। সন্ধ্যায় গ্র্যান্ডমাস্টার জিয়ার খেলতে খেলতেই মৃত্যুর সংবাদে পুরো ক্রীড়াঙ্গন শোকস্তব্ধ।
নাফিসের সংবাদে কাল সন্ধ্যায় হাসপাতালে ছুটে যান তামিম, মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিমের মতো তারকা ক্রিকেটাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে জাতীয় দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা আছেন ছুটিতে। নাফিসও ছুটি কাটাচ্ছিলেন চট্টগ্রামে নিজের বাসায়। কাল প্রচণ্ড মাথাব্যথা আর দুর্বলতা নিয়ে চট্টগ্রামের স্থানীয় একটা হাসপাতালে ভর্তি হন তিনি।
বিসিবির সিনিয়র চিকিৎসক কাল রাতে সাংবাদিকদের জানিয়েছেন, প্রাথমিক স্ক্যানের পর জানা যায়, নাফিসের মস্তিষ্কে রক্তক্ষরণের মতো একধরনের সমস্যা হয়েছে। তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনার ব্যবস্থা করা হয়। কাল বিকেলে ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। নাফিসের মস্তিষ্কে কী হয়েছে, সে বিষয়টি নিয়ে দেবাশীষ বলেছেন, ‘এখানকার বিশেষজ্ঞরা নানা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত করে নাফিসের সেরিব্রেল ভেনাস থ্রম্বোসিস। অর্থাৎ ওর মস্তিষ্কের ভেনাস সিস্টেমে রক্ত জমাট বেঁধে আছে। এটা বিরল একটা রোগ (রেয়ার ডিসঅর্ডার)।’
এই মুহূর্তে স্থিতিশীল অবস্থায় আছেন নাফিস, তাঁকে হাসপাতালে আরও কয়েক সপ্তাহ থাকতে হবে। দেবাশীষ নাফিসের ব্যাপারে বললেন, ‘(নাফিস) স্টেবল আছে। প্রথম দুই-তিন দিন পর্যবেক্ষণে রাখতে হয়। আজ (কাল) রাত সে এইচডিও ইউনিটে থাকতে হবে। কাল অবস্থা ভালো হলে ওয়ার্ডে শিফট করা হবে। পর্যবেক্ষণে আমার মনে হয় বেশ কয়েক সপ্তাহ থাকতে হবে।’
রোগটা বিরল হলেও নাফিস দ্রুত সেরে উঠবেন বলেই আশা দেবাশীষের, ‘যেসব প্যারামিটার দেখা হয়, সেগুলো সব ভালো আছে। এখানকার চিকিৎসকেরা আশা করছেন, কনজারভেটিভ ম্যানেজমেন্টের মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব। এই মুহূর্তে তাকে এখানে ভর্তি করা হয়েছে। আরও কিছুদিন এখানে রাখা হবে। কনজারভেটিভ ম্যানেজমেন্টের মাধ্যমে চিকিৎসা চালানো হবে। বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী এটা যদি আরও খারাপের দিকে না যায়, তাহলে এই সমস্যা পুরোপুরি ভালো হয়ে যাওয়া সম্ভব।’
খেলার খবর সম্পর্কিত আরও পড়ুন:
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৯ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১০ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
১১ ঘণ্টা আগে