Ajker Patrika

নিরাপত্তার কারণে আগেই পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ আগস্ট ২০২৪, ১৯: ৩৪
নিরাপত্তার কারণে আগেই পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ

জাতীয় দলের ক্রিকেটাররা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করছেন কিন্তু কোনো বিদেশি কোচের উপস্থিতি নেই। কোচদের সবাই হোটেলবন্দী সময় কাটছে। নিরাপত্তার কারণে তাঁরা আপাতত মাঠে আসছেন না। এ কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিদ্ধান্ত পূর্বঘোষিত সূচির আগেই জাতীয় দলকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া। 

আগের সূচি অনুযায়ী, আগামী ১৭ আগস্ট পাকিস্তানে বাংলাদেশ দলের রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতিতে বিদেশি কোচিং স্টাফরা হোটেলের বাইরে বের হচ্ছেন না। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে এরই মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনাও করেছে বিসিবি। নিরাপত্তা নিয়ে চিন্তা তো আছেই, দলের কার্যক্রমেও তাঁরা অংশ নিতে পারছেন না। 

সূত্র জানায়, বর্তমান প্রেক্ষাপটে বিসিবি যোগাযোগ করে পিসিবির সঙ্গে। পিসিবি রাজি হতেই বিসিবি পূর্বনির্ধারিত সূচির ৫ দিন আগেই দল পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত। ১২ আগস্ট বিকেল ৩টা ৪৫ মিনিটে রওনা দেওয়ার কথা বাংলাদেশ দলের। সে হিসেবে কালই পাকিস্তান সফরের দল ঘোষণার কথা নির্বাচকদের। ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে দুই টেস্টের সিরিজের প্রথমটি শুরু। ৩০ আগস্ট করাচিতে শুরু হবে সিরিজের শেষ টেস্ট। এরই মধ্যে বাংলাদেশ ‘এ’ দল চলে গেছে পাকিস্তানে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত