নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আমিনুল ইসলাম বুলবুল যখন আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ মাঠে নেমেছেন, তখন আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি শুরু হয়নি। ক্রিকেটের সংক্ষিপ্ত খেলার সৌভাগ্য তাই তাঁর হয়নি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে বসে টি-টোয়েন্টি ঘরানায় কাজ করতে চান বলে জানিয়েছেন বুলবুল।
ফারুকের বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগের বিষয়টি নিয়ে গতকাল বৃহস্পতিবার দিনভর চলছিল নানা আলোচনা। তখনই গুঞ্জন ওঠে, বুলবুল হতে যাচ্ছেন বিসিবির নতুন সভাপতি। যে এনএসসির মাধ্যমে বোর্ড পরিচালক হয়ে ফারুক বিসিবি সভাপতি হয়েছিলেন, সেই সূত্রে তাঁকে অপসারণের পর বিসিবিপ্রধানের পদ শূন্য হয়ে যায়। আজ সেই শূন্যস্থান পূরণ করেছেন বুলবুল। বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে কী করতে চান, এই প্রশ্নের উত্তরে নবনির্বাচিত বিসিবি সভাপতি মিরপুরে সংবাদ সম্মেলনে বলেন, ‘টেস্ট তো পাঁচ দিনের খেলা আর ওয়ানডে হয় সাত ঘণ্টার। একটা টি-টোয়েন্টি ইনিংস খেলতে চাই আমি।’
বিসিবির পরবর্তী নির্বাচন এ বছরের অক্টোবরে। সে হিসাবে আগামী নির্বাচন পর্যন্ত বুলবুল বিসিবির সভাপতি হিসেবে থাকছেন। তবে নির্দিষ্ট কত দিনের জন্য বিসিবিপ্রধানের চেয়ারে বসেছেন তিনি, স্পষ্ট কিছু বলেননি। সাংবাদিকদের বিসিবি নবনির্বাচিত সভাপতি বলেন, ‘আমি বিসিবির নির্বাচিত সভাপতি। কোনো নির্দিষ্ট সময়সীমা নিয়ে এখানে আসিনি।’
বাংলাদেশের জার্সিতে ১৯৯৮ থেকে ২০০২ সাল পর্যন্ত ১৩ টেস্ট ও ৩৯ ওয়ানডে খেলেছেন বুলবুল। আন্তর্জাতিক ক্রিকেটে ৫২ ম্যাচ খেলা এই ক্রিকেটার দীর্ঘদিন আইসিসিতে কাজ করেছেন। আজ আনুষ্ঠানিকভাবে বিসিবির সভাপতি নির্বাচিত হওয়ার পর সংবাদ সম্মেলনে বুলবুল বলেন, ‘আজকের দিনটি আমার জন্য একটি নতুন অধ্যায়। ৩০ মে ২০২৫। এই যাত্রার পেছনে একটি ছোট কিন্তু গল্প রয়েছে। আমি কখনো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট দল থেকে অবসর নিইনি। তবে আমার খেলোয়াড়ি অধ্যায় একসময় শেষ হয়ে গিয়েছিল। তারপর ১৯ বছর ধরে আমি ক্রিকেটের উন্নয়নে কাজ করেছি আইসিসি ও এসিসির সঙ্গে যুক্ত থেকে।’
২০২৪ সালের ২১ আগস্ট নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর বিসিবি সভাপতির চেয়ারে বসেছিলেন ফারুক। এনএসসির মাধ্যমে বোর্ড পরিচালক হয়ে সেদিনই বিসিবি সভাপতি হয়েছিলেন তিনি। এবার পরিচালক পদে বুলবুলকে নিয়োগ দেয় এনএসসি। পরে তিনিই হয়ে যান বিসিবির ১৬তম সভাপতি।
আমিনুল ইসলাম বুলবুল যখন আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ মাঠে নেমেছেন, তখন আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি শুরু হয়নি। ক্রিকেটের সংক্ষিপ্ত খেলার সৌভাগ্য তাই তাঁর হয়নি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে বসে টি-টোয়েন্টি ঘরানায় কাজ করতে চান বলে জানিয়েছেন বুলবুল।
ফারুকের বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগের বিষয়টি নিয়ে গতকাল বৃহস্পতিবার দিনভর চলছিল নানা আলোচনা। তখনই গুঞ্জন ওঠে, বুলবুল হতে যাচ্ছেন বিসিবির নতুন সভাপতি। যে এনএসসির মাধ্যমে বোর্ড পরিচালক হয়ে ফারুক বিসিবি সভাপতি হয়েছিলেন, সেই সূত্রে তাঁকে অপসারণের পর বিসিবিপ্রধানের পদ শূন্য হয়ে যায়। আজ সেই শূন্যস্থান পূরণ করেছেন বুলবুল। বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে কী করতে চান, এই প্রশ্নের উত্তরে নবনির্বাচিত বিসিবি সভাপতি মিরপুরে সংবাদ সম্মেলনে বলেন, ‘টেস্ট তো পাঁচ দিনের খেলা আর ওয়ানডে হয় সাত ঘণ্টার। একটা টি-টোয়েন্টি ইনিংস খেলতে চাই আমি।’
বিসিবির পরবর্তী নির্বাচন এ বছরের অক্টোবরে। সে হিসাবে আগামী নির্বাচন পর্যন্ত বুলবুল বিসিবির সভাপতি হিসেবে থাকছেন। তবে নির্দিষ্ট কত দিনের জন্য বিসিবিপ্রধানের চেয়ারে বসেছেন তিনি, স্পষ্ট কিছু বলেননি। সাংবাদিকদের বিসিবি নবনির্বাচিত সভাপতি বলেন, ‘আমি বিসিবির নির্বাচিত সভাপতি। কোনো নির্দিষ্ট সময়সীমা নিয়ে এখানে আসিনি।’
বাংলাদেশের জার্সিতে ১৯৯৮ থেকে ২০০২ সাল পর্যন্ত ১৩ টেস্ট ও ৩৯ ওয়ানডে খেলেছেন বুলবুল। আন্তর্জাতিক ক্রিকেটে ৫২ ম্যাচ খেলা এই ক্রিকেটার দীর্ঘদিন আইসিসিতে কাজ করেছেন। আজ আনুষ্ঠানিকভাবে বিসিবির সভাপতি নির্বাচিত হওয়ার পর সংবাদ সম্মেলনে বুলবুল বলেন, ‘আজকের দিনটি আমার জন্য একটি নতুন অধ্যায়। ৩০ মে ২০২৫। এই যাত্রার পেছনে একটি ছোট কিন্তু গল্প রয়েছে। আমি কখনো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট দল থেকে অবসর নিইনি। তবে আমার খেলোয়াড়ি অধ্যায় একসময় শেষ হয়ে গিয়েছিল। তারপর ১৯ বছর ধরে আমি ক্রিকেটের উন্নয়নে কাজ করেছি আইসিসি ও এসিসির সঙ্গে যুক্ত থেকে।’
২০২৪ সালের ২১ আগস্ট নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর বিসিবি সভাপতির চেয়ারে বসেছিলেন ফারুক। এনএসসির মাধ্যমে বোর্ড পরিচালক হয়ে সেদিনই বিসিবি সভাপতি হয়েছিলেন তিনি। এবার পরিচালক পদে বুলবুলকে নিয়োগ দেয় এনএসসি। পরে তিনিই হয়ে যান বিসিবির ১৬তম সভাপতি।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে আবারও আলোচনায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা। আগামী বৃহস্পতিবার ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে হওয়ার কথা এসিসির বার্ষিক সাধারণ সভা। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, রাজনৈতিক-কূটনৈতিক কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং এসিসির আরও কিছু সদস্য বোর্ড...
২ ঘণ্টা আগেনারী অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। ফিরতি দেখায় অবশ্য তা ছাপিয়ে যেতে পারেনি। তবে ব্যবধানটা বড়ই থেকেছে। পিটার বাটলারের দল মাঠ ছেড়েছে ৫-০ গোলে জয়ের তৃপ্তি নিয়ে। এই জয়ে শিরোপার আরও কাছে চলে গেল বাংলাদেশ। সোমবার শেষ ম্যাচে নেপালের বিপক্ষে...
৩ ঘণ্টা আগেকোচ পিটার বাটলার থাকতে চাইছেন পরীক্ষা-নিরীক্ষার মধ্যে। তাই আজ শ্রীলঙ্কার বিপক্ষেও পূর্ণশক্তির একাদশ সাজাননি তিনি। প্রথমার্ধে বরাবরের মতো ঠিকই মিলেছে গোলের দেখা। বসুন্ধরা অনুশীলন মাঠে বাংলাদেশ বিরতিতে গেছে ২-০ গোলে এগিয়ে থেকে।
৪ ঘণ্টা আগেমিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে কাল সন্ধ্যায়। প্রতি সিরিজ-টুর্নামেন্টে দর্শকদের জন্য বিশেষ নির্দেশাবলি থাকে আয়োজকদের। তবে এবার যেন দর্শকদের নিয়মকানুন নিয়ে একটু বেশিই গুরুত্ব দিচ্ছে বিসিবি। দর্শকদের জন্য নিয়ম যথেষ্ট কড়া করেছে। স্টেডিয়ামে দর্শক
৪ ঘণ্টা আগে