Ajker Patrika

৯৫ রানে ফেরা লিটন সান্ত্বনা নিতে পারেন ডিকভেলার কাছে 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৮ জুলাই ২০২১, ১৩: ৫৩
Thumbnail image

হারারে টেস্টে কাল প্রথম দিনে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি লিটন দাসের ইনিংসটা। তবে লিটনের নিশ্চয়ই আক্ষেপ হচ্ছে এ ইনিংসটা নিয়েই! সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ফিরেছেন ব্যক্তিগত সর্বোচ্চ ৯৫ রান করে। টেস্ট ক্যারিয়ারের ৪২ ইনিংসে এ নিয়ে নয়বার পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেও সেঞ্চুরির দেখা পাননি লিটন, যেটা বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ।

জিম্বাবুয়ের বিপক্ষে কাল লিটনের সুযোগ এসেছিল টেস্টে সেঞ্চুরির আক্ষেপ ঘোচানোর। তবে আরও একবার তিনি ফিরেছেন নড়বড়ে নব্বইয়ে কাটা পড়ে। এর আগে টস জিতে ব্যাটিং করতে নামা বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। স্কোরবোর্ডে ১৩২ রান তুলতেই ফিরে গেছেন ছয় ব্যাটসম্যান। ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে টেনে তুলেছেন লিটন আর মাহমুদউল্লাহ রিয়াদ।

দুর্দান্ত ব্যাটিং করা লিটন যেমন আশা দেখিয়েছেন, তেমনি হতাশও করেছেন দিনের শেষ দিকে উইকেটটা বিলিয়ে দিয়ে এসে। ডোনাল্ড ত্রিপানোর শর্ট বলটা পুল করতে গিয়ে ধরা পড়েছেন ভিক্টর নোয়াচির হাতে। লিটন তখন সেঞ্চুরি থেকে ৫ রান দূরে। এর আগে আরও একবার ৯০-এর ঘরে কাটা পড়েছেন লিটন। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ৯৪ করে ফিরেছিলেন তিনি।

ফিফটি পেরোনো বাকি সাত ইনিংসে তিনবার লিটন আউট হয়েছেন ৬৯, ৭০ ও ৭১ রান করে। তিনবার আউট হয়েছেন ৫০ থেকে ৬০ রানের মধ্যে। ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দিতে না পারার এই তালিকা লিটনের শুধু লম্বাই হচ্ছে। সেঞ্চুরি ছাড়াই টেস্টে লিটনের রান ১২২৯। আর এতেই বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সেঞ্চুরি ছাড়া সর্বোচ্চ রানের রেকর্ডে তিনি পেছনে ফেলেছেন রাজিন সালেহকে। রাজিনের রান ছিল ২৪ টেস্টে ১১৪১।

ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দিতে না পারার সান্ত্বনা অবশ্য লিটন খুঁজে নিতে পারেন লঙ্কান উইকেটরক্ষক ব্যাটসম্যান নিরোশান ডিকভেলার কাছ থেকে। ক্যারিয়ারে ১৮ ফিফটির বিপরীতে নেই তাঁর একটিও সেঞ্চুরি। শ্রীলঙ্কান এই ব্যাটসম্যান ৮০ ইনিংসে ১৮ বার পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেও দেখা পাননি টেস্ট সেঞ্চুরির।

ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দেওয়ার কাজে ফাওয়াদ আলম আবার হাঁটেন বিপরীত পথে। পঞ্চাশ পেরোলেই তিনি সেটিকে টেনে নিয়ে যান শতকে। ক্যারিয়ারে যে চারবার পঞ্চাশ পেরিয়েছেন, সেঞ্চুরি করেছেন প্রতিটিতেই। সর্বশেষ ১৯৬৬ সালে ইংলিশ ক্রিকেটার জন এডরিচ এই কীর্তি গড়েছিলেন। এর ৫৫ বছর পর ফাওয়াদ আলম তাঁর সেই রেকর্ড স্পর্শ করছিলেন এই জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত