নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আলিস আল ইসলাম চোটে পড়লে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি দলে সুযোগ পান জাকের আলী অনিক। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে একাদশে সুযোগ পেয়ে ছড়িয়েছেন আলো। কিন্তু জাকের ও তাঁর পরিবারের আছে আক্ষেপও। ছেলে বাংলাদেশ দলের হয়ে খেলবেন, গ্যালারিতে বসে সেটি দেখবেন—এ স্বপ্নই দেখতেন তাঁর বাবা। কিন্তু কয়েক বছর আগে মারা যাওয়ায় তা দেখে যেতে পারেননি জাকেরের বাবা।
সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৩৪ বলে ৬৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে সামর্থ্যের জানান দেন অভিষিক্ত জাকের। ম্যাচের পর সংবাদ সম্মেলনে জাকেরকে করা তাঁর বোন স্থানীয় সাংবাদিক শাকিলা ববির প্রশ্ন এবং এর পরবর্তী সময়ে তাঁদের কিছু আবেগী মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
লঙ্কানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৩ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটের দারুণ জয়ে সিরিজে সমতায় ফেরে বাংলাদেশ দল। আগামীকাল দুই দলের অলিখিত ফাইনাল। তার আগে ফুরফুরে মেজাজে আজ অনুশীলন করেছেন নাজমুল হোসেন শান্ত-জাকেররা। অনুশীলনের ফাঁকে নেওয়া জাকের ও তাঁর বোন শাকিলার একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে বিসিবি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, বোনের কাছে সাক্ষাৎকার দিচ্ছেন ভাই। শেষ দিকে বোনের হাত থেকে বুম নিয়ে শাকিলাকেও প্রশ্ন করেছেন ভাই জাকের।
সাংবাদিক শাকিলা প্রথমে জাকেরের কাছে জানতে চান, জাতীয় দলে সুযোগ পাওয়ার অনুভূতি। জাকের বললেন, ‘আলহামদুলিল্লাহ। অনুভূতি অনেক ভালো। সবারই স্বপ্ন থাকে জাতীয় দলের হয়ে খেলার। ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল জাতীয় দলে খেলব, ম্যাচ জেতাব। সবকিছু মিলিয়ে ভালোই লাগছে।’
শাকিলার পরের প্রশ্ন—জাতীয় দলের কন্ডিশন আপনার কাছে প্রথম, যেহেতু মাত্র কয়েকটা ম্যাচ খেলেছেন। দলের সঙ্গে মানিয়ে নিতে কেমন লাগছে? জাকের বললেন, ‘দলের পরিবেশটা আমার খুব ভালো লেগেছে। বিশেষ করে প্রথম দিনে সবাই আমাকে যেভাবে স্বাগত জানিয়েছে, এটা আমার কাছে খুব বিশেষ ছিল। মনে হচ্ছিল, আমি স্পেশাল কেউ এসেছি, সবাই আমাকে যেভাবে ড্রেসিংরুমে বরণ করে নিয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে।’
বাবার স্বপ্ন প্রসঙ্গে শাকিলা জানতে চান—আপনার বেড়ে ওঠার পেছনে পরিবারের অনেক ভূমিকা আছে। আপনার বাবা নেই (মারা গেছে)। ওনার স্বপ্ন ছিল আপনি জাতীয় দলের হয়ে খেলবেন। এখন উনি নেই। এ বিষয়টা কীভাবে দেখছেন? পরিবারকে কৃতিত্ব দিয়ে জাকের বলেছেন, ‘আসলে সবার ভূমিকা ছিল। বাবার ছিল, ভাইয়ের ছিল এবং আপনারও ছিল (হাসি)। আপনি অনেক কষ্ট করেছেন, আমাকে অনুশীলনে নিয়ে গেছেন। কারও ভূমিকা বাদ দেওয়ার মতো উপায় নেই। সবারই স্বপ্ন ছিল আমাকে এই জায়গায় দেখা। আমার দায়িত্ব এখন কিভাবে সামনের দিকে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমার মনে হয় কাজটা আরও বেড়েছে।’
শাকিলার প্রশ্নে উঠে আসে হবিগঞ্জের মানুষের দোয়ার কথা, যাঁরা জাকেরকে পছন্দ করেন এবং আশীর্বাদ করেন। সেটি স্বীকার করে জাকেরও বললেন, ‘হবিগঞ্জের সবাই আমার জন্য দোয়া করত। সবাই চাইতো আমি যেন জাতীয় দলে খেলি। যখনই বাড়ি যেতাম, সবাই বলত তুই কবে খেলবি। আমি সব সময়ই বলতাম, যখন সময় হবে খেলব ইনশা আল্লাহ।’
বিসিবির বুমটা হাতে নিয়ে সাক্ষাৎকারের শেষ প্রশ্ন জাকের করলেন বোনের উদ্দেশ্যে। আমাকে ভাই হিসেবে খেলতে দেখে আপনার কেমন লাগছে? কিছুটা আবেগী সুরে শাকিলার উত্তর, ‘এই অনুভূতি ভাষায় প্রকাশের মতো না। অনেক দিন ধরে চেয়েছি, সেই ছোটবেলা থেকেই। এটা অনেক ভালো লাগার মুহূর্ত। আপনি ভালো বুঝবেন, আপনি জানেন আমাদের ইচ্ছা কতটা ছিল। যখন মাঠে খেলছিলেন, প্রেসবক্সে বসে চোখে পানি আসছিল, বারবার মুছছিলাম। বাসায় সবাই টিভিতে খেলতে দেখে কান্না করছিল। আমি মাঠে অমনই বসে ছিলাম।’
আলিস আল ইসলাম চোটে পড়লে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি দলে সুযোগ পান জাকের আলী অনিক। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে একাদশে সুযোগ পেয়ে ছড়িয়েছেন আলো। কিন্তু জাকের ও তাঁর পরিবারের আছে আক্ষেপও। ছেলে বাংলাদেশ দলের হয়ে খেলবেন, গ্যালারিতে বসে সেটি দেখবেন—এ স্বপ্নই দেখতেন তাঁর বাবা। কিন্তু কয়েক বছর আগে মারা যাওয়ায় তা দেখে যেতে পারেননি জাকেরের বাবা।
সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৩৪ বলে ৬৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে সামর্থ্যের জানান দেন অভিষিক্ত জাকের। ম্যাচের পর সংবাদ সম্মেলনে জাকেরকে করা তাঁর বোন স্থানীয় সাংবাদিক শাকিলা ববির প্রশ্ন এবং এর পরবর্তী সময়ে তাঁদের কিছু আবেগী মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
লঙ্কানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৩ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটের দারুণ জয়ে সিরিজে সমতায় ফেরে বাংলাদেশ দল। আগামীকাল দুই দলের অলিখিত ফাইনাল। তার আগে ফুরফুরে মেজাজে আজ অনুশীলন করেছেন নাজমুল হোসেন শান্ত-জাকেররা। অনুশীলনের ফাঁকে নেওয়া জাকের ও তাঁর বোন শাকিলার একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে বিসিবি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, বোনের কাছে সাক্ষাৎকার দিচ্ছেন ভাই। শেষ দিকে বোনের হাত থেকে বুম নিয়ে শাকিলাকেও প্রশ্ন করেছেন ভাই জাকের।
সাংবাদিক শাকিলা প্রথমে জাকেরের কাছে জানতে চান, জাতীয় দলে সুযোগ পাওয়ার অনুভূতি। জাকের বললেন, ‘আলহামদুলিল্লাহ। অনুভূতি অনেক ভালো। সবারই স্বপ্ন থাকে জাতীয় দলের হয়ে খেলার। ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল জাতীয় দলে খেলব, ম্যাচ জেতাব। সবকিছু মিলিয়ে ভালোই লাগছে।’
শাকিলার পরের প্রশ্ন—জাতীয় দলের কন্ডিশন আপনার কাছে প্রথম, যেহেতু মাত্র কয়েকটা ম্যাচ খেলেছেন। দলের সঙ্গে মানিয়ে নিতে কেমন লাগছে? জাকের বললেন, ‘দলের পরিবেশটা আমার খুব ভালো লেগেছে। বিশেষ করে প্রথম দিনে সবাই আমাকে যেভাবে স্বাগত জানিয়েছে, এটা আমার কাছে খুব বিশেষ ছিল। মনে হচ্ছিল, আমি স্পেশাল কেউ এসেছি, সবাই আমাকে যেভাবে ড্রেসিংরুমে বরণ করে নিয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে।’
বাবার স্বপ্ন প্রসঙ্গে শাকিলা জানতে চান—আপনার বেড়ে ওঠার পেছনে পরিবারের অনেক ভূমিকা আছে। আপনার বাবা নেই (মারা গেছে)। ওনার স্বপ্ন ছিল আপনি জাতীয় দলের হয়ে খেলবেন। এখন উনি নেই। এ বিষয়টা কীভাবে দেখছেন? পরিবারকে কৃতিত্ব দিয়ে জাকের বলেছেন, ‘আসলে সবার ভূমিকা ছিল। বাবার ছিল, ভাইয়ের ছিল এবং আপনারও ছিল (হাসি)। আপনি অনেক কষ্ট করেছেন, আমাকে অনুশীলনে নিয়ে গেছেন। কারও ভূমিকা বাদ দেওয়ার মতো উপায় নেই। সবারই স্বপ্ন ছিল আমাকে এই জায়গায় দেখা। আমার দায়িত্ব এখন কিভাবে সামনের দিকে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমার মনে হয় কাজটা আরও বেড়েছে।’
শাকিলার প্রশ্নে উঠে আসে হবিগঞ্জের মানুষের দোয়ার কথা, যাঁরা জাকেরকে পছন্দ করেন এবং আশীর্বাদ করেন। সেটি স্বীকার করে জাকেরও বললেন, ‘হবিগঞ্জের সবাই আমার জন্য দোয়া করত। সবাই চাইতো আমি যেন জাতীয় দলে খেলি। যখনই বাড়ি যেতাম, সবাই বলত তুই কবে খেলবি। আমি সব সময়ই বলতাম, যখন সময় হবে খেলব ইনশা আল্লাহ।’
বিসিবির বুমটা হাতে নিয়ে সাক্ষাৎকারের শেষ প্রশ্ন জাকের করলেন বোনের উদ্দেশ্যে। আমাকে ভাই হিসেবে খেলতে দেখে আপনার কেমন লাগছে? কিছুটা আবেগী সুরে শাকিলার উত্তর, ‘এই অনুভূতি ভাষায় প্রকাশের মতো না। অনেক দিন ধরে চেয়েছি, সেই ছোটবেলা থেকেই। এটা অনেক ভালো লাগার মুহূর্ত। আপনি ভালো বুঝবেন, আপনি জানেন আমাদের ইচ্ছা কতটা ছিল। যখন মাঠে খেলছিলেন, প্রেসবক্সে বসে চোখে পানি আসছিল, বারবার মুছছিলাম। বাসায় সবাই টিভিতে খেলতে দেখে কান্না করছিল। আমি মাঠে অমনই বসে ছিলাম।’
স্বাগত পানীয় দিয়ে শুরু। কয়েক পদের মিষ্টান্ন দিয়ে শেষ। এর মাঝে কী ছিল না আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নৈশভোজে!
৮ ঘণ্টা আগেঅবশেষে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভার (এজিএম) মেঘ কাটতে শুরু করেছে। আগামীকাল ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এসিসির এজিএম বয়কট করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)—এমনই সংবাদ প্রকাশ হয়েছিল ভারতের সংবাদমাধ্যমে। ঢাকার সভা বর্জনে ভারতকে অনুসরণ করছিল শ্রীলঙ্কা, আফগানিস্তানের মতো
৯ ঘণ্টা আগেএক ম্যাচ বাকি থাকতেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। মাসখানেক আগে এই বাংলাদেশকে ঘরের মাঠে ধবলধোলাই করেছিল পাকিস্তান। তারা নিজেরাই এখন ধবলধোলাইয়ের মুখে; যা মানতে পারছেন না দলটির সাবেক পেসার শোয়েব আখতার। পাকিস্তানকে ধুয়ে দেওয়ার পাশাপাশি করলেন বাংলাদেশের...
১০ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি নিতে বাহরাইনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৬ ও ২২ আগস্ট হবে ম্যাচ দুটি। আজ জাতীয় দল কমিটির সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তবে অনূর্ধ্ব-২৩ দলের কোচ কে হবেন, সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
১১ ঘণ্টা আগে