Ajker Patrika

জাদেজা-অশ্বিনের ঘূর্ণিতে দিল্লিতেও তিন দিনে শেষ অস্ট্রেলিয়া

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৫: ২১
জাদেজা-অশ্বিনের ঘূর্ণিতে দিল্লিতেও তিন দিনে শেষ অস্ট্রেলিয়া

নাগপুর থেকে দিল্লি ভেন্যু বদলালেও ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার ব্যাটিং ব্যর্থতার চিত্র থেকে গেছে একই। রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রণ অশ্বিনের ঘূর্ণি জাদুতে দিল্লিতে দ্বিতীয় টেস্টেও তিন দিনে হেরে গেছে অজিরা। দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। তাতে চার ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ২-০ ব্যবধানে এগিয়ে গেল রোহিত শর্মার দল।

১ উইকেটে ৬১ রানে আজ তৃতীয় দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। দিনের খেলা শুরু হওয়ার প্রথম ওভারেই উইকেট হারায় অজিরা। সেট ব্যাটার ট্রাভিস হেডের উইকেট নেন অশ্বিন। তাতে দ্বিতীয় উইকেটে হেড ও মারনাস লাবুশেনের ৪২ রানের জুটি ভেঙে যায়। এরপর তৃতীয় উইকেটে লাবুশেন ও স্টিভেন স্মিথ ২০ রানের জুটি গড়েন। ৯ রান করা স্মিথ এলবিডব্লুর শিকার হন অশ্বিনের বলে। স্মিথের বিদায়েই অস্ট্রেলিয়ার ইনিংসে মড়ক লাগা শুরু হয়। জাদেজার স্পিন বিষে কাতড়াতে থাকা অস্ট্রেলিয়া ১৮ রানে হারায় শেষ ৭ উইকেট। ১১৩ রানে গুটিয়ে যায় সফরকারীরা। সর্বোচ্চ ৭ উইকেট নিয়েছেন জাদেজা। ৪২ রানে ৭ উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ারের এক ইনিংসে নিজের সেরা বোলিং ফিগার করলেন ভারতীয় এই বাঁহাতি স্পিনার। টেস্ট ক্রিকেটে দ্বিতীয়বারের মতো ম্যাচে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন জাদেজা।

১১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ রানেই প্রথম উইকেট হারায় ভারত। দ্বিতীয় ইনিংসে অদ্ভুতূড়ে আউট হয়েছেন লোকেশ রাহুল। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে নাথান লায়নকে ফ্লিক করেন রাহুল। শর্ট লেগে দাঁড়িয়ে থাকা পিটার হ্যান্ডসকম্বের পায়ে লেগে বল আকাশে উঠলে ক্যাচ ধরেন অ্যালেক্স ক্যারে। তিন নম্বরে ব্যাটিং করতে আসেন চেতেশ্বর পূজারা। নিজের শততম টেস্টের প্রথম ইনিংসে ডাক মারলেও দ্বিতীয় ইনিংসে দায়িত্বশীল ব্যাটিং করেন পূজারা। রোহিত শর্মার সঙ্গে দ্বিতীয় উইকেটে ৩৩ রানের জুটি গড়েন পূজারা। ২০ বলে ৩১ রান করা রোহিত রানআউটের ফাঁদে কাটা পড়েন। রোহিতের পর বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার—এই দুই ব্যাটার আউট হলেও ভারতের রান তাড়ায় তেমন একটা প্রভাব পড়েনি। আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন কোহলি। এরপর খেলা শেষ করে আসেন পূজারা। ২৭তম ওভারের চতুর্থ বলে টড মার্ফিকে মিড উইকেট দিয়ে চার মেরে ভারতকে ৬ উইকেটের জয় এনে দেন পূজারা। ৩১ রান করে অপরাজিত থাকেন ভারতীয় এই ব্যাটার।

ম্যাচ-সেরা হয়েছেন জাদেজা। ১১০ রানে ১০ উইকেট ও ব্যাটিংয়ে ২৬ রান করেন ভারতীয় এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। উসমান খাজা ও হ্যান্ডসকম্বের ফিফটিতে প্রথম ইনিংসে ২৬৩ রানে অলআউট হয় সফরকারীরা। এরপর ভারত তাদের প্রথম ইনিংসে ২৬২ রানে অলআউট হয়ে যায়। ইনিংস সর্বোচ্চ ৭৪ রান করেছিলেন অক্ষর প্যাটেল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত