Ajker Patrika

ছেলের খেলা দেখে গ্যালারিতে কাঁদলেন বাবর আজমের বাবা 

আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৫: ৩১
ছেলের খেলা দেখে গ্যালারিতে কাঁদলেন বাবর আজমের বাবা 

বাবর আজমের চেয়েও বিখ্যাত ক্রিকেটাররা পাকিস্তান দলকে নেতৃত্ব দিয়েছেন। জিতেছেন শিরোপা। কিন্তু কোনো শিরোপা না জিতেও বাবর আজম নিজের নাম তুললেন পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে। তিনিই প্রথম অধিনায়ক, যার নেতৃত্বে বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়েছে পাকিস্তান। 

দুবাইয়ে গতকাল বিশ্বকাপ টি-টোয়েন্টিতে ভারতকে ১০ উইকেটে হারানোর দিনে পাকিস্তানকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বাবর। বুদ্ধিদীপ্ত কৌশলে ভারতকে আটকে রাখলেন ১৫১ রানে। রান তাড়ায় মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে জেতালেন ম্যাচ। নিজে করলেন অপরাজিত ৬৮ রান। আর গ্যালারিতে বসে ছেলের এই কীর্তি দেখলেন বাবা আজম সিদ্দিকী। 

ম্যাচ শেষে আজম সিদ্দিকীকে ঘিরে উল্লাস করেছেন পাকিস্তানি সমর্থকেরা। মাজহার আরশাদ নামের এক পাকিস্তানি সাংবাদিকের ভিডিওতে ধরা পড়েছে সেই দৃশ্য। ভিডিওতে দেখা গেছে ম্যাচে ছেলের পারফরম্যান্স দেখে আবেগ ধরে রাখতে পারেননি গর্বিত পিতা। 

মাজহার আরশাদ তার টুইটারে সেই ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘ইনি বাবর আজমের বাবা। ছেলেকে নিয়ে দারুণ খুশি। ২০১২ সালে তাঁর সঙ্গে আমার প্রথম দেখা। বাবর আজমের তখনো অভিষেক হয়নি। তিনি আমায় বলেছিলেন একবার শুধু অভিষেক হতে দাও। দেখবে এর পর থেকে পুরো মাঠ বাবরের।’ 

শুধু মাঠেই নয়, ম্যাচ শেষে ড্রেসিং রুমেও বাবর ছিলেন যোগ্য অধিনায়ক। এক ভিডিওতে দেখা যাচ্ছে ড্রেসিং রুমে সতীর্থদের উদ্দেশে বাবর বলছেন, ‘দেখুন, ভারতের বিপক্ষে জিতেছি বলে আমাদের পরের ম্যাচগুলোতে আরাম করা চলবে না। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—সব বিভাগেই আমাদের শতভাগটাই দিতে হবে। আমরা একটা দল হয়ে জিতেছি। আমাদের পরিবারের সঙ্গে আমরা আনন্দ করতেই পারি। তাই বলে বেশি উত্তেজিত হওয়া চলবে না। সবাইকে অনুরোধ করছি পরের ম্যাচে আমরা যেন মনোযোগ না হারাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত