Ajker Patrika

ভারতের আবোলতাবোল খবরে খেপেছে পাকিস্তান

আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ১৫: ২৬
চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানে ভারতীয় ক্রিকেট দল যাবে কি না, সেটা নিয়ে অচলাবস্থা কাটেনি এখনো। ছবি: পিসিবি
চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানে ভারতীয় ক্রিকেট দল যাবে কি না, সেটা নিয়ে অচলাবস্থা কাটেনি এখনো। ছবি: পিসিবি

আইসিসি আনুষ্ঠানিকভাবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির সূচি প্রকাশ না করায় টুর্নামেন্টটি নিয়ে শোনা যাচ্ছে নানা রকম কথাবার্তা। এরই মধ্যে খবর চাউর হয়েছে, টুর্নামেন্টে ভারত তাদের ম্যাচগুলো পাকিস্তানের পরিবর্তে অন্য কোথাও খেলতে পারে। তাতে চটেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আগামী বছর হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান—এই খবর বহু পুরোনো। কিন্তু ভারতীয় ক্রিকেট দল নিরাপত্তার অজুহাত দেখিয়ে ২০০৮ সালের পর পাকিস্তান সফরে যাচ্ছে না। চ্যাম্পিয়নস ট্রফি তাই ‘হাইব্রিড মডেলে’ আয়োজনের চিন্তাভাবনা চলছে। ভারতের বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) প্রতিবেদনে এক সূত্রের ভিত্তিতে জানা গেছে, ভারতের ম্যাচগুলো খুব সম্ভবত দুবাই, শারজাতে নেওয়ার চিন্তাভাবনা করছে পিসিবি। পাকিস্তান এই হাইব্রিড মডেলের প্রস্তাবনা নাকচ করে দিয়েছে দ্রুতই। দেশটির সংবাদমাধ্যম সামা টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘শুধু পাকিস্তান ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করবে। ভারতের ম্যাচগুলো দুবাই বা শারজাতে আয়োজনের খবর ভিত্তিহীন।’ এক সূত্রকে উদ্ধৃত করেই এই খবর প্রচার করা হয়েছে।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখনো সরকারের থেকে পাকিস্তান সফর নিয়ে সবুজ সংকেত পায়নি। সেকারণে বিসিসিআই এখনো কিছু নিশ্চিত করে বলতে পারছে না এ ব্যাপারে। কিন্তু পাকিস্তানি সংবাদমাধ্যম ‘ক্রিকেট পাকিস্তানে’র গতকালের এক প্রতিবেদনে জানা গেছে, এমনকি বিসিসিআইকে ভারতীয় সরকারের থেকে লিখিত অনুমতি চাওয়ার জন্য পিসিবি চাপ দিয়েছে বলে শোনা গেছে। হ্যাঁ অথবা না-যেকোনো একটা উত্তর লিখিত আকারে পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণ নিয়ে ভারতকে দিতে হবে। পাকিস্তানের এক ক্রীড়া সাংবাদিকের এক্স হ্যান্ডলে করা পোস্টের ভিত্তিতেই এমন প্রতিবেদন প্রকাশ করেছিল ক্রিকেট পাকিস্তান।

আইসিসি অবশ্য কোনো দেশের ক্রিকেট বোর্ডকে তাদের সরকারের নীতিমালার বিরুদ্ধে যাওয়ার জন্য চাপ দিতে পারবে না। এদিকে পিসিবি দ্রুতই চ্যাম্পিয়নস ট্রফির সূচি ঘোষণা করতে আইসিসিকে তাড়া দিচ্ছ। আগামী সপ্তাহে লাহোর যেতে পারেন আইসিসির উচ্চপদস্থ কয়েক কর্মকর্তা।করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি-এই তিন ভেন্যু প্রস্তাব করা হয়েছে চ্যাম্পিয়নস ট্রফির জন্য। ভেন্যুগুলোর সংস্কার কার্যক্রম পুরোদমে চলছে। ৩০ ডিসেম্বর যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, তার মধ্যে সংস্কার কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে। কয়েক মাসে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফে’ ফাঁস হওয়া সূচিতে ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ হওয়ার কথা চ্যাম্পিয়নস ট্রফি।

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে আট দল। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, আফগানিস্তান ও বাংলাদেশ। ‘মিনি বিশ্বকাপ’ খ্যাত চ্যাম্পিয়নস ট্রফি সবশেষ আয়োজিত হয়েছিল ২০১৭ সালে। লন্ডনের ওভালে সেই ফাইনালে ভারতকে ১৮০ রানে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল পাকিস্তান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত