১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে রস টেলর। ক্রাইস্টচার্চে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়ে বর্ণময় ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন টেলর। বিদায়ী ম্যাচের আগে আজ ক্রাইস্টচার্চে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সাবেক এই কিউই অধিনায়ক। তাঁর কথাবার্তার অনেকটা অংশজুড়ে থাকল বাংলাদেশ।
ক্যারিয়ারজুড়ে নিউজিল্যান্ডে বাংলাদেশকে খাবি খেতে দেখেছেন টেলর। তবে মাউন্ট মঙ্গানুইয়ে এক অন্য বাংলাদেশকে দেখেন। নিজেদের হার ছাপিয়ে টেস্ট ক্রিকেটের বৃহত্তর স্বার্থে এই বাংলাদেশকেই প্রয়োজন বলে মনে করেন ৩৭ বছর বয়সী টেলর। তাঁর মতে, ‘নিরপেক্ষভাবে দেখলে এটি (বাংলাদেশের জয়) বিশ্ব ক্রিকেটের জন্য ভালো। অবশ্যই হতাশ যে আমরা তেমন কোনো লড়াই করতে পারিনি। পুরো সময়টায় আমরা ওদের কাছে উড়ে গেছি। তবে আমার মনে হয়, টেস্ট ক্রিকেটের টিকে থাকার জন্য, বাংলাদেশের উঠে আসা প্রয়োজন।’
নিউজিল্যান্ড সফরের আগে সাম্প্রতিক সময়ে টেস্টে খুব বেশি সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল তারা। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টেস্ট তো আড়াই দিনের ব্যবধানে হেরেছিল মুমিনুল হকের দল। মাউন্ট মঙ্গানুই টেস্ট সে হিসেবে অনন্য এক অর্জন হয়ে থাকবে বাংলাদেশের ক্রিকেটে।
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয় বাংলাদেশের ক্রিকেটে অন্য এক মাত্রা যোগ করবে বলে মনে করেন ক্রিকেট বোদ্ধারা। বিশেষ করে টেস্ট ক্রিকেটে। টেলরও মানছেন সেটা, ‘এই জয় থেকে ওরা (বাংলাদেশ) অনেক আত্মবিশ্বাস পাবে। শুধু এই সফরের জন্য নয়, আগামী কয়েক বছর নিজেদের সব সফরের জন্যই আত্মবিশ্বাসী হবে ওরা।’
১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে রস টেলর। ক্রাইস্টচার্চে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়ে বর্ণময় ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন টেলর। বিদায়ী ম্যাচের আগে আজ ক্রাইস্টচার্চে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সাবেক এই কিউই অধিনায়ক। তাঁর কথাবার্তার অনেকটা অংশজুড়ে থাকল বাংলাদেশ।
ক্যারিয়ারজুড়ে নিউজিল্যান্ডে বাংলাদেশকে খাবি খেতে দেখেছেন টেলর। তবে মাউন্ট মঙ্গানুইয়ে এক অন্য বাংলাদেশকে দেখেন। নিজেদের হার ছাপিয়ে টেস্ট ক্রিকেটের বৃহত্তর স্বার্থে এই বাংলাদেশকেই প্রয়োজন বলে মনে করেন ৩৭ বছর বয়সী টেলর। তাঁর মতে, ‘নিরপেক্ষভাবে দেখলে এটি (বাংলাদেশের জয়) বিশ্ব ক্রিকেটের জন্য ভালো। অবশ্যই হতাশ যে আমরা তেমন কোনো লড়াই করতে পারিনি। পুরো সময়টায় আমরা ওদের কাছে উড়ে গেছি। তবে আমার মনে হয়, টেস্ট ক্রিকেটের টিকে থাকার জন্য, বাংলাদেশের উঠে আসা প্রয়োজন।’
নিউজিল্যান্ড সফরের আগে সাম্প্রতিক সময়ে টেস্টে খুব বেশি সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল তারা। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টেস্ট তো আড়াই দিনের ব্যবধানে হেরেছিল মুমিনুল হকের দল। মাউন্ট মঙ্গানুই টেস্ট সে হিসেবে অনন্য এক অর্জন হয়ে থাকবে বাংলাদেশের ক্রিকেটে।
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয় বাংলাদেশের ক্রিকেটে অন্য এক মাত্রা যোগ করবে বলে মনে করেন ক্রিকেট বোদ্ধারা। বিশেষ করে টেস্ট ক্রিকেটে। টেলরও মানছেন সেটা, ‘এই জয় থেকে ওরা (বাংলাদেশ) অনেক আত্মবিশ্বাস পাবে। শুধু এই সফরের জন্য নয়, আগামী কয়েক বছর নিজেদের সব সফরের জন্যই আত্মবিশ্বাসী হবে ওরা।’
ওয়েম্বলিতে গত রাতে ফাইনাল হয়েছে ফাইনালের মতোই। কমিউনিটি শিল্ড ফাইনালে প্রাণপণে লড়েছে ক্রিস্টাল প্যালেস-লিভারপুল। এমনকি পেনাল্টি শুটআউটেও কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। রুদ্ধশ্বাস লড়াইয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে প্যালেস।
১৬ মিনিট আগেঘরোয়া ফুটবল শুরু হতে দেরি আরও এক মাস। আবাহনী লিমিটেডকে প্রস্তুতিতে নামতে হয়েছে অনেকটা আগে। কাল জাতীয় স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ ম্যাচে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।
১ ঘণ্টা আগেলিওনেল মেসিকে ছাড়া মায়ামি যে কতটা অসহায় সেটা আরও একবার প্রমাণিত হলো। ২৭ জুলাই মেজর লিগ সকারে (এমএলএস) সিনসিনাটির বিপক্ষে মেসিবিহীন মায়ামি একের পর এক আক্রমণ করেও পারেনি কোনো গোল করতে।
২ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে জয় যেন এক রকম ‘সোনার হরিণ’ হয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের কাছে। প্রথমে টি-টোয়েন্টিতে জিতে ৮ বছরের জয়খরা কাটায় উইন্ডিজ। এবার ওয়ানডেতেও পাকিস্তানের বিপক্ষে জয়ের অপেক্ষা ফুরোল ক্যারিবীয়দের।
২ ঘণ্টা আগে