নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঘরোয়া ফুটবল শুরু হতে দেরি আরও এক মাস। আবাহনী লিমিটেডকে প্রস্তুতিতে নামতে হয়েছে অনেকটা আগে। কাল জাতীয় স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ ম্যাচে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।
এবার দলবদলে আবাহনী বেশ চমকই দেখিয়েছে। মোহামেডানের ঘরের ছেলেতে পরিণত হওয়া সুলেমান দিয়াবাতেকে দলে ভিড়িয়েছে তারা। টানা ৭ বছর বাংলাদেশের ঘরোয়া ফুটবল খেলছেন দিয়াবাতে। ক্লাব পরিবর্তন করলেন এবারই প্রথম। এএফসি টুর্নামেন্টেও তাই।
চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব থেকে এসে আবাহনীর হয়ে সেরাটা নিংড়ে দিতে চান দিয়াবাতে। গতকাল সংবাদমাধ্যমকে বলেন, ‘প্রথমবার এএফসি টুর্নামেন্টে খেলছি। তবে সব ফুটবল একই ধরনের। তাই আমি আমার খেলাটা খেলব ইনশাআল্লাহ। আমরা জেতার চেষ্টা করব। জয়ের জন্য সবকিছু করব।’
আবাহনীর কেউ অপরিচিত নয় দিয়াবাতের কাছে, ‘আবাহনীর সব খেলোয়াড়কে আমি চিনি। তাই তারা আমার কাছে নতুন নয়। হয়তো খেলাটা নতুন, তবে যেমনটা বলেছি ফুটবল একই ধরনের। খালি নামটা ভিন্ন। খেলোয়াড়েরা ভালো, কোচও খুব ভালো। দলও খুব ভালো। আমি বিশ্বাস করি, আমরা জিততে পারব।’
গতকালই প্রথমবার আবাহনীর অনুশীলনে যোগ দিয়েছেন দিয়াবাতে। মালির এই ফরোয়ার্ড দেখছেন বড় পার্থক্য, ‘প্রথম দিনে অনুশীলন করে মনে হয়েছে আবাহনী ও মোহামেডানের মধ্যে বড় পার্থক্য আছে। এখানকার কোচিং কৌশল খুব ভালো। মারুফুল হকের (কোচ) কৌশল খুব ভালো। ম্যাচ পরিকল্পনাও; তাই পার্থক্যটা বড় লাগছে।’
আগামীকাল গোল করা নিয়েও আত্মবিশ্বাসী দিয়াবাতে, ‘আমি অভিজ্ঞ একজন খেলোয়াড়। জানি কীভাবে খেলতে হয়। আমি আমার সেরাটা দেব এবং গোল করব।’ দিয়াবাতের কাঁধে ভর করে নতুন মৌসুমে লিগ চ্যাম্পিয়ন হতে চায় আবাহনী। দলটির ম্যানেজার সত্যজিৎ দাস রুপু বলেন, ‘দিয়াবাতে গত চার মৌসুমে সর্বোচ্চ গোলদাতার তালিকায় ছিল। সে যদি এবারও এমনটা করতে পারে, আমরা অনায়াসে চ্যাম্পিয়ন হব।’
ঘরোয়া ফুটবল শুরু হতে দেরি আরও এক মাস। আবাহনী লিমিটেডকে প্রস্তুতিতে নামতে হয়েছে অনেকটা আগে। কাল জাতীয় স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ ম্যাচে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।
এবার দলবদলে আবাহনী বেশ চমকই দেখিয়েছে। মোহামেডানের ঘরের ছেলেতে পরিণত হওয়া সুলেমান দিয়াবাতেকে দলে ভিড়িয়েছে তারা। টানা ৭ বছর বাংলাদেশের ঘরোয়া ফুটবল খেলছেন দিয়াবাতে। ক্লাব পরিবর্তন করলেন এবারই প্রথম। এএফসি টুর্নামেন্টেও তাই।
চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব থেকে এসে আবাহনীর হয়ে সেরাটা নিংড়ে দিতে চান দিয়াবাতে। গতকাল সংবাদমাধ্যমকে বলেন, ‘প্রথমবার এএফসি টুর্নামেন্টে খেলছি। তবে সব ফুটবল একই ধরনের। তাই আমি আমার খেলাটা খেলব ইনশাআল্লাহ। আমরা জেতার চেষ্টা করব। জয়ের জন্য সবকিছু করব।’
আবাহনীর কেউ অপরিচিত নয় দিয়াবাতের কাছে, ‘আবাহনীর সব খেলোয়াড়কে আমি চিনি। তাই তারা আমার কাছে নতুন নয়। হয়তো খেলাটা নতুন, তবে যেমনটা বলেছি ফুটবল একই ধরনের। খালি নামটা ভিন্ন। খেলোয়াড়েরা ভালো, কোচও খুব ভালো। দলও খুব ভালো। আমি বিশ্বাস করি, আমরা জিততে পারব।’
গতকালই প্রথমবার আবাহনীর অনুশীলনে যোগ দিয়েছেন দিয়াবাতে। মালির এই ফরোয়ার্ড দেখছেন বড় পার্থক্য, ‘প্রথম দিনে অনুশীলন করে মনে হয়েছে আবাহনী ও মোহামেডানের মধ্যে বড় পার্থক্য আছে। এখানকার কোচিং কৌশল খুব ভালো। মারুফুল হকের (কোচ) কৌশল খুব ভালো। ম্যাচ পরিকল্পনাও; তাই পার্থক্যটা বড় লাগছে।’
আগামীকাল গোল করা নিয়েও আত্মবিশ্বাসী দিয়াবাতে, ‘আমি অভিজ্ঞ একজন খেলোয়াড়। জানি কীভাবে খেলতে হয়। আমি আমার সেরাটা দেব এবং গোল করব।’ দিয়াবাতের কাঁধে ভর করে নতুন মৌসুমে লিগ চ্যাম্পিয়ন হতে চায় আবাহনী। দলটির ম্যানেজার সত্যজিৎ দাস রুপু বলেন, ‘দিয়াবাতে গত চার মৌসুমে সর্বোচ্চ গোলদাতার তালিকায় ছিল। সে যদি এবারও এমনটা করতে পারে, আমরা অনায়াসে চ্যাম্পিয়ন হব।’
বয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।
১৫ মিনিট আগেইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে আজ পুরুষ, নারী দুই দলেরই খেলা রয়েছে। দুই ম্যাচেই মুখোমুখি হবে লন্ডন স্পিরিট-ম্যানচেস্টার অরিজিনালস। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগেপুরো টুর্নামেন্টে ৭ ম্যাচের কেবল ১ ম্যাচে হার। বলা হচ্ছে এখানে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কথা। জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশকে নিয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শেষ হয়েছে গতকাল। হারারের ফাইনালে প্রোটিয়াদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শিরোপা উঁচিয়ে ধরল...
১ ঘণ্টা আগেওয়েম্বলিতে গত রাতে ফাইনাল হয়েছে ফাইনালের মতোই। কমিউনিটি শিল্ড ফাইনালে প্রাণপণে লড়েছে ক্রিস্টাল প্যালেস-লিভারপুল। এমনকি পেনাল্টি শুটআউটেও কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। রুদ্ধশ্বাস লড়াইয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে প্যালেস।
২ ঘণ্টা আগে