ক্রীড়া ডেস্ক
এক সিরিজ আছেন তো আরেক সিরিজে নেই—তাইজুল ইসলামের অবস্থাটা ঠিক এমনই। তবে যখনই সুযোগ পান, তখনই তাঁর সেরাটা দিয়ে খেলেন তাইজুল। বাঁহাতি স্পিনের জাদুতে প্রতিপক্ষ ব্যাটারদের পরীক্ষায় ফেলেন তিনি। বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথও তাঁর (তাইজুল) বোলিংয়ে মুগ্ধ।
চোটে পড়াসহ বিভিন্ন কারণে সাকিব আল হাসানকে টেস্টে গত কয়েক বছর একটু কমই দেখা যায়। এবারও নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলছেন না তিনি। সাকিব না খেললেও বাঁহাতি স্পিনারের দায়িত্বটা ঠিকমতো পালন করছেন তাইজুল। সিলেটে আজ বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্টের দ্বিতীয় দিনে নিউজিল্যান্ডের পড়েছে ৮ উইকেট। টম লাথাম, ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসন, ইশ সোধি—নিউজিল্যান্ডের এই ৪ উইকেট নিয়েছেন তাইজুল।
সাকিবসহ, সাকিব ছাড়া—পরিসংখ্যান বলছে, দুই ক্ষেত্রেই তাইজুলের পারফরম্যান্সে তেমন একটা পার্থক্য নেই। সাকিবসহ ২৪ টেস্টে ৯৩ উইকেট নিয়েছেন তাইজুল। তখন ইনিংসে ৫ উইকেট তাইজুল নিয়েছেন ৪ বার। বোলিং গড় তখন ৩২.১৬। অন্যদিকে সাকিব ছাড়া তাইজুল যে ১৯ টেস্ট খেলেছেন, তাতে তিনি (তাইজুল) ৮৮ উইকেট নিয়েছেন। তখন তাইজুলের বোলিং গড় ৩১.৭৩। ইনিংসে ৫ উইকেট তখন ৭ বার এবং ১ বার ম্যাচে ১০ উইকেট নিয়েছেন। হেরাথের কথাতেও যেন এই পরিসংখ্যানের ব্যাপারটা ফুটে উঠেছে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের স্পিন বোলিং কোচ বলেন, ‘সাকিব খেলছে না, তবে তাইজুল দারুণ পারফর্ম করছে। একই সঙ্গে সে (তাইজুল) আক্রমণাত্মক ও রক্ষণাত্মক। সে সব সময় লাইন-লেন্থের ওপর নির্ভর করে। সেটাই ধরে রাখতে হবে। তাইজুল আমাদের প্রধান স্পিনার। অনেক দিন ধরে সে আমাদের জন্য লড়ছে। সে চাপ সৃষ্টি করে, ভালো করতে মরিয়া থাকে। এভাবেই আজ ৪ উইকেট পেয়েছে। উইকেট অনুযায়ী বল করে। আমি তার বোলিং নিয়ে খুশি।’
মূল তিন স্পিনার নাঈম হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুলের সঙ্গে খণ্ডকালীন স্পিনার মুমিনুল হকও আজ বোলিং করেছেন। চার স্পিনার মিলে নিয়েছেন ৭ উইকেট। একমাত্র পেসার হিসেবে খেলা শরীফুল নিয়েছেন ১ উইকেট। স্পিনারদের প্রশংসা করে হেরাথ বলেন, ‘সব মিলিয়ে স্পিনাররা ভালোই করেছে। তবে আমরা আরও চাপ সৃষ্টি করতে পারতাম। আমরা ৮ উইকেট শিকার করেছি, সে হিসাবে দিনটা ভালোই।’
এক সিরিজ আছেন তো আরেক সিরিজে নেই—তাইজুল ইসলামের অবস্থাটা ঠিক এমনই। তবে যখনই সুযোগ পান, তখনই তাঁর সেরাটা দিয়ে খেলেন তাইজুল। বাঁহাতি স্পিনের জাদুতে প্রতিপক্ষ ব্যাটারদের পরীক্ষায় ফেলেন তিনি। বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথও তাঁর (তাইজুল) বোলিংয়ে মুগ্ধ।
চোটে পড়াসহ বিভিন্ন কারণে সাকিব আল হাসানকে টেস্টে গত কয়েক বছর একটু কমই দেখা যায়। এবারও নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলছেন না তিনি। সাকিব না খেললেও বাঁহাতি স্পিনারের দায়িত্বটা ঠিকমতো পালন করছেন তাইজুল। সিলেটে আজ বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্টের দ্বিতীয় দিনে নিউজিল্যান্ডের পড়েছে ৮ উইকেট। টম লাথাম, ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসন, ইশ সোধি—নিউজিল্যান্ডের এই ৪ উইকেট নিয়েছেন তাইজুল।
সাকিবসহ, সাকিব ছাড়া—পরিসংখ্যান বলছে, দুই ক্ষেত্রেই তাইজুলের পারফরম্যান্সে তেমন একটা পার্থক্য নেই। সাকিবসহ ২৪ টেস্টে ৯৩ উইকেট নিয়েছেন তাইজুল। তখন ইনিংসে ৫ উইকেট তাইজুল নিয়েছেন ৪ বার। বোলিং গড় তখন ৩২.১৬। অন্যদিকে সাকিব ছাড়া তাইজুল যে ১৯ টেস্ট খেলেছেন, তাতে তিনি (তাইজুল) ৮৮ উইকেট নিয়েছেন। তখন তাইজুলের বোলিং গড় ৩১.৭৩। ইনিংসে ৫ উইকেট তখন ৭ বার এবং ১ বার ম্যাচে ১০ উইকেট নিয়েছেন। হেরাথের কথাতেও যেন এই পরিসংখ্যানের ব্যাপারটা ফুটে উঠেছে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের স্পিন বোলিং কোচ বলেন, ‘সাকিব খেলছে না, তবে তাইজুল দারুণ পারফর্ম করছে। একই সঙ্গে সে (তাইজুল) আক্রমণাত্মক ও রক্ষণাত্মক। সে সব সময় লাইন-লেন্থের ওপর নির্ভর করে। সেটাই ধরে রাখতে হবে। তাইজুল আমাদের প্রধান স্পিনার। অনেক দিন ধরে সে আমাদের জন্য লড়ছে। সে চাপ সৃষ্টি করে, ভালো করতে মরিয়া থাকে। এভাবেই আজ ৪ উইকেট পেয়েছে। উইকেট অনুযায়ী বল করে। আমি তার বোলিং নিয়ে খুশি।’
মূল তিন স্পিনার নাঈম হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুলের সঙ্গে খণ্ডকালীন স্পিনার মুমিনুল হকও আজ বোলিং করেছেন। চার স্পিনার মিলে নিয়েছেন ৭ উইকেট। একমাত্র পেসার হিসেবে খেলা শরীফুল নিয়েছেন ১ উইকেট। স্পিনারদের প্রশংসা করে হেরাথ বলেন, ‘সব মিলিয়ে স্পিনাররা ভালোই করেছে। তবে আমরা আরও চাপ সৃষ্টি করতে পারতাম। আমরা ৮ উইকেট শিকার করেছি, সে হিসাবে দিনটা ভালোই।’
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১১ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৪ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৫ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৬ ঘণ্টা আগে