Ajker Patrika

ভারতের পাঠ্যবইয়ে বাবর আজমের ছবি 

আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ১৪: ৩৩
ভারতের পাঠ্যবইয়ে বাবর আজমের ছবি 

পাকিস্তানের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় এরই মধ্যে নিজের নাম লিখিয়ে ফেলেছেন বাবর আজম। মাঠের পারফরম্যান্সে গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। এবার বাবর ভাইরাল হয়েছেন অন্য কারণে। ভারতের পাঠ্যবইয়ে দেখা গেছে পাকিস্তান অধিনায়কের ছবি।

বাবরের ছবি দেখা গেছে ক্লাস এইটের পাঠ্যবইয়ে। ইন্ডিয়ান সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন (আইসিএসই) বইয়ের স্পোর্টস অধ্যায়ে তারকা ক্রিকেটারদের নিয়ে ‘এ’ ও ‘বি’ নামে দুটো কলাম করা হয়েছে। ‘এ’ কলামে শচীন টেন্ডুলকার, এবি ডি ভিলিয়ার্স, রোহিত শর্মা, ক্রিস গেইলদের মতো তারকা ক্রিকেটারদের নাম থাকলেও ছিল না বাবরের নাম। তবে ‘বি’ কলামে ছিলেন পাকিস্তান অধিনায়ক। ডাকনামের এই কলামে ‘ববি’ নামের ডান পাশেই ছিল বাবরের ছবি। পাকিস্তান অধিনায়কের ছবি দেখে শাহরিয়ার ইজাজ নামের একজন টুইট করেছেন, ‘ভারতে অষ্টম শ্রেণীর আইসিএসই বইয়ে বাবর আজমকে দেখা গেছে। এমনকি আমাদের প্রতিদ্বন্দ্বী দেশেও পাকিস্তানের নাম উজ্জ্বল করছেন বাবর আজম।’

গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন বাবর। ৪৪ ম্যাচে ৫৪.১২ গড় ও ৮ সেঞ্চুরিতে করেছেন ২৫৯৮ রান। ওয়ানডেতে ৯ ম্যাচে ৮৪.৮৮ গড় ও ৩ সেঞ্চুরিতে করেছিলেন ৬৭৯ রান। ২০২২ সালে দুর্দান্ত পারফরম্যান্স করায় এ বছর বর্ষসেরা স্যার গারফিল্ড সবার্স ট্রফি ও আইসিসির ২০২২-এর বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার-আইসিসির এই দুই পুরস্কার জিতেছেন পাকিস্তান অধিনায়ক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত