Ajker Patrika

বৃষ্টিতেই শেষ বাংলাদেশ-পাকিস্তান টেস্টের প্রথম দিন

আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ১৪: ২২
বৃষ্টিতেই শেষ বাংলাদেশ-পাকিস্তান টেস্টের প্রথম দিন

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্টে বৃষ্টির পূর্বাভাস ছিল আগেই। পূর্বাভাস সঠিক করে আজ টেস্টের প্রথম দিনে বাগড়া দিল বৃষ্টি। বেরসিক বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা বাতিল করা হয়েছে। 

বাংলাদেশ সময় আজ বেলা ১১টায় শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট। তবে মুষলধারে বৃষ্টির কারণে টসই হয়নি নির্ধারিত সময়ে। বাংলাদেশ সময় বেলা ১টায় দুই আম্পায়ার রিচার্ড কেটেলবোরো এবং মাইকেল গফ মাঠের অবস্থা পর্যবেক্ষণ করেন। বৃষ্টিতে আউটফিল্ডের কয়েক জায়গায় গর্ত সৃষ্টি হয়েছে। বৃষ্টি যখন আর থামার নাম নিচ্ছে না, তখন বাধ্য হয়েই খেলা বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। একটা বলও মাঠে গড়াতে পারল না প্রথম দিনে। আবহাওয়ার পূর্বাভাসেও সারা দিন বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।   

প্রথম দিনের খেলা বাতিলের কথা পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছে। খেলা বাতিলের কথা ধারাভাষ্যকার আতহার আলী খানও সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আতহার বৃষ্টিস্নাত রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, পিচ পুরো কাভারে ঢাকা। আতহার ক্যাপশন দিয়েছেন, ‘দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা বাতিল করা হয়েছে।’ 

বাংলাদেশ-পাকিস্তান কোনো দলেরই খেলোয়াড়েরা আজ বৃষ্টির কারণে মাঠে আসেননি। সবাই টিম হোটেলে ছিলেন। ঝুম বৃষ্টির কারণে রাওয়ালপিন্ডি টেস্ট শুরুর আগের দিন (গতকাল) অনুশীলন করা সম্ভব হয়নি। প্রথম দিনে বৃষ্টির পূর্বাভাস থাকলেও দ্বিতীয় দিন থেকে আবহাওয়া নিয়ে চিন্তা কমবে। টেস্টের শেষ চার দিন ঝকঝকে আবহাওয়া থাকার কথাই বলছে পূর্বাভাস।

রাওয়ালপিন্ডিতেই সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ড্র করলেই সিরিজ জিতবে। তবে সিরিজ বাঁচাতে পাকিস্তানের শেষ টেস্ট জয়ের কোনো বিকল্প নেই। দ্বিতীয় টেস্টের জন্য গতকাল  ১২ সদস্যের দল দিয়েছে স্বাগতিকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত