ক্রীড়া ডেস্ক
ব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের প্রয়োজন মিটিয়েছেন। সেঞ্চুরির পর বোলিংয়েও মেহেদী হাসান মিরাজের ভেলকি। ৫ উইকেট নিয়ে তৃতীয় সেশনে একাই যেন ধসিয়ে দিলেন জিম্বাবুয়েকে। তাইজুল-মিরাজের সৌজন্যে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিকেরা। টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে রানের দিক থেকে এটি বাংলাদেশের যৌথভাবে সবচেয়ে বড় জয়।
২০২০ সালের ফেব্রুয়ারিতে মিরপুরে ঠিক একই ব্যবধানে জিম্বাবুয়েকে হারিয়েছিল বাংলাদেশ দল। চট্টগ্রাম টেস্টে ২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ১১১ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ব্যাটিংয়ে নেমেই তাইজুল ইসলাম-নাঈম হাসানের ঘূর্ণি জাদুতে কাঁপাকাঁপি শুরু হয় তাদের। ২২ রানে হারায় ৩ উইকেট। চতুর্থ উইকেটে ওপেনার বেন কারেন ও অধিনায়ক ক্রেইগ আরভিন প্রতিরোধের চেষ্টা করেন। কিন্তু তৃতীয় সেশনে এক ঝটকায় উইকেট তুলতে থাকেন মিরাজ।
নিজেদের মাঠে টানা ৬ টেস্ট হারের পর জয় দেখল বাংলাদেশ। ২০২৩ সালের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেটে সবশেষে টেস্ট জিতেছিল তারা।
জিম্বাবুয়ের ছন্দে থাকা তিন ব্যাটারই ফিরেছেন দ্রুত। ব্রায়ান বেনেট প্রথম টেস্টে দুই ইনিংসেই পেয়েছিলেন ফিফটি। দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। দ্বিতীয় ইনিংসে ফিরেছেন ৬ রানে। প্রথম ইনিংসে ফিফটি করা নিক ওয়েলচ ফিরলেন রানের খাতা খোলার আগেই। শন উইলিয়ামস জিম্বাবুয়েকে টেনেছেন দুই টেস্টেই। তবে দ্বিতীয় ইনিংসে আজ ফিরলেন ৭ রানে। প্রথম ইনিংসে দলের সর্বোচ্চ ইনিংস খেলেছিলেন তিনি।
চতুর্থ উইকেটে আরভিন ও কারেন ৪৭ রানের একটি জুটে গড়েন। মিরাজ এসে ফেরান দুজনকেই। কারেন ৪৬ ও আরভিনের ব্যাট থেকে আসে ২৫ রান। শেষদিকে ওয়েলিংটন মাসাকাদজা করেন ১০ রান। দ্বিতীয় ইনিংসে এ তিনজন ছাড়া জিম্বাবুয়ের আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। মিরাজ ৩২ রানে নিয়েছেন ৫ উইকেট। সাকিব আল হাসান ও সোহাগ গাজীর পর বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ইনিংসে সেঞ্চুরি ও ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া তাইজুল দ্বিতীয় ইনিংসে শিকার করেছেন ৩ উইকেট।
তার আগে বাংলাদেশের প্রথম ইনিংস থেমেছে ৪৪৪ রানে। ৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয় দিন আজ ব্যাটিংয়ে নামে স্বাগতিকেরা। লেজের ব্যাটারদের নিয়ে মেহেদী হাসান মিরাজ চালিয়ে গেছেন দারুণ লড়াই। তাঁর দ্বিতীয় টেস্টে সেঞ্চুরির সৌজন্যে বাংলাদেশ পৌঁছে যায় সাড়ে চার শর কাছে। ১০৪ রান এসেছে মিরাজের ব্যাট থেকে। তাঁকে দারুণ সঙ্গ দিয়েছেন তাইজুল ইসলাম (২০) ও তানজিম হাসান সাকিব (৪১)। তার আগে প্রথম ইনিংসে জিম্বাবুয়ে করেছিল ২২৭ রান। দুই টেস্টের সিরিজ শেষ হলো ১-১ সমতায়। সিলেটে প্রথম টেস্টে ৩ উইকেটে জিতেছিল জিম্বাবুয়ে।
ব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের প্রয়োজন মিটিয়েছেন। সেঞ্চুরির পর বোলিংয়েও মেহেদী হাসান মিরাজের ভেলকি। ৫ উইকেট নিয়ে তৃতীয় সেশনে একাই যেন ধসিয়ে দিলেন জিম্বাবুয়েকে। তাইজুল-মিরাজের সৌজন্যে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিকেরা। টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে রানের দিক থেকে এটি বাংলাদেশের যৌথভাবে সবচেয়ে বড় জয়।
২০২০ সালের ফেব্রুয়ারিতে মিরপুরে ঠিক একই ব্যবধানে জিম্বাবুয়েকে হারিয়েছিল বাংলাদেশ দল। চট্টগ্রাম টেস্টে ২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ১১১ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ব্যাটিংয়ে নেমেই তাইজুল ইসলাম-নাঈম হাসানের ঘূর্ণি জাদুতে কাঁপাকাঁপি শুরু হয় তাদের। ২২ রানে হারায় ৩ উইকেট। চতুর্থ উইকেটে ওপেনার বেন কারেন ও অধিনায়ক ক্রেইগ আরভিন প্রতিরোধের চেষ্টা করেন। কিন্তু তৃতীয় সেশনে এক ঝটকায় উইকেট তুলতে থাকেন মিরাজ।
নিজেদের মাঠে টানা ৬ টেস্ট হারের পর জয় দেখল বাংলাদেশ। ২০২৩ সালের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেটে সবশেষে টেস্ট জিতেছিল তারা।
জিম্বাবুয়ের ছন্দে থাকা তিন ব্যাটারই ফিরেছেন দ্রুত। ব্রায়ান বেনেট প্রথম টেস্টে দুই ইনিংসেই পেয়েছিলেন ফিফটি। দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। দ্বিতীয় ইনিংসে ফিরেছেন ৬ রানে। প্রথম ইনিংসে ফিফটি করা নিক ওয়েলচ ফিরলেন রানের খাতা খোলার আগেই। শন উইলিয়ামস জিম্বাবুয়েকে টেনেছেন দুই টেস্টেই। তবে দ্বিতীয় ইনিংসে আজ ফিরলেন ৭ রানে। প্রথম ইনিংসে দলের সর্বোচ্চ ইনিংস খেলেছিলেন তিনি।
চতুর্থ উইকেটে আরভিন ও কারেন ৪৭ রানের একটি জুটে গড়েন। মিরাজ এসে ফেরান দুজনকেই। কারেন ৪৬ ও আরভিনের ব্যাট থেকে আসে ২৫ রান। শেষদিকে ওয়েলিংটন মাসাকাদজা করেন ১০ রান। দ্বিতীয় ইনিংসে এ তিনজন ছাড়া জিম্বাবুয়ের আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। মিরাজ ৩২ রানে নিয়েছেন ৫ উইকেট। সাকিব আল হাসান ও সোহাগ গাজীর পর বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ইনিংসে সেঞ্চুরি ও ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া তাইজুল দ্বিতীয় ইনিংসে শিকার করেছেন ৩ উইকেট।
তার আগে বাংলাদেশের প্রথম ইনিংস থেমেছে ৪৪৪ রানে। ৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয় দিন আজ ব্যাটিংয়ে নামে স্বাগতিকেরা। লেজের ব্যাটারদের নিয়ে মেহেদী হাসান মিরাজ চালিয়ে গেছেন দারুণ লড়াই। তাঁর দ্বিতীয় টেস্টে সেঞ্চুরির সৌজন্যে বাংলাদেশ পৌঁছে যায় সাড়ে চার শর কাছে। ১০৪ রান এসেছে মিরাজের ব্যাট থেকে। তাঁকে দারুণ সঙ্গ দিয়েছেন তাইজুল ইসলাম (২০) ও তানজিম হাসান সাকিব (৪১)। তার আগে প্রথম ইনিংসে জিম্বাবুয়ে করেছিল ২২৭ রান। দুই টেস্টের সিরিজ শেষ হলো ১-১ সমতায়। সিলেটে প্রথম টেস্টে ৩ উইকেটে জিতেছিল জিম্বাবুয়ে।
ভারত-পাকিস্তান এশিয়া কাপের ম্যাচ নিয়ে নাটক তো কম হচ্ছে না। দুই দলকে এক গ্রুপে রাখা নিয়ে চলছে সমালোচনা। এমনকি তাদের মাঠে নামার সময় যখন ঘনিয়ে আসছে, সেই মুহূর্তে তাদের ম্যাচ বাতিলের আবেদনও করা হয়েছে ভারতের সুপ্রিম কোর্টে।
৩৪ মিনিট আগে২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে হতে যাচ্ছে নতুন ইতিহাস। মেয়েদের বৈশ্বিক এই ইভেন্টে ম্যাচ কর্মকর্তাদের সবাই নারী। এই ইতিহাসের অংশ হলেন বাংলাদেশের সাথিরা জাকির জেসি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আজ সেটা নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগেভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়াতে আর বেশি সময় বাকি নেই। সূচি অনুযায়ী ১৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ। ভক্ত-সমর্থকেরা যখন দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ দেখতে অধীর আগ্রহে অপেক্ষায়, তখনই বেধেছে এক ঝামেলা।
৩ ঘণ্টা আগেনেপালে ছাত্র-জনতার আন্দোলনের কারণে দুই দিন আটকে থাকার পর অবশেষে দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে তাঁদের ঢাকায় পৌঁছার কথা রয়েছে। একই ফ্লাইটে বাংলাদেশ-নেপাল ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকরাও দেশে ফিরেছেন।
৩ ঘণ্টা আগে