Ajker Patrika

শেখ হাসিনার নাম থাকছে না জাতীয় যুব ইনস্টিটিউটে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ আগস্ট ২০২৪, ১৫: ২৫
শেখ হাসিনার নাম থাকছে না জাতীয় যুব ইনস্টিটিউটে

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া হয়েছেন পরশু। দায়িত্ব পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে আজ পথচলা শুরু হলো বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম এই সমন্বয়কের। অফিস শুরুর প্রথম দিনই শেখ হাসিনা জাতীয় যুব ইনস্টিটিউটের নাম পরিবর্তনের কথা বলেছেন আসিফ।

নতুন দায়িত্ব পাওয়ার পর আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে প্রথম অফিস করেন আসিফ মাহমুদ। সংবাদমাধ্যমকে বেশি সময় দিতে না পারলেও যতটুকু পেরেছেন, প্রশ্নের উত্তর দিয়েছেন দারুণভাবে।  ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন, শেখ হাসিনা জাতীয় যুব ইনস্টিটিউটের নতুন নাম হচ্ছে ‘বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট’।

অক্টোবরে বাংলাদেশে হওয়ার কথা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি দেখে আইসিসি বিকল্প ভেন্যুর সিদ্ধান্তও নিয়ে ফেলে। চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও বাংলাদেশের পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখছে ক্রিকেটের অভিভাবক সংস্থা। আসিফ মাহমুদও তাই ব্যাপারটি নিয়ে চিন্তিত। ক্রীড়া উপদেষ্টা আজ সংবাদমাধ্যমকে বলেন, ‘জাতীয়ভাবে দেশ একটি কঠিন সময় পার করছে। আইনশৃঙ্খলা রক্ষা আমাদের কাছে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু বাংলাদেশে হওয়ার ক্ষেত্রে হুমকির মুখে আছে। এ বিষয়ে  বিসিবির সঙ্গে আলোচনা হয়েছে।’

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে আয়োজনের ব্যাপারে পরশু আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ মাহমুদ শুনিয়েছেন আশার কথা। বাংলাদেশে বিশ্বকাপ আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

নিয়োগে অনিয়ম প্রমাণিত, তবু শিক্ষককে যোগদানের চিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত