Ajker Patrika

সুজনের জবাবে জয়াবর্ধনে বললেন ‘দেখিয়ে দাও’

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ১২: ৫২
সুজনের জবাবে জয়াবর্ধনে বললেন ‘দেখিয়ে দাও’

শ্রীলঙ্কা দলে বিশ্বমানের বোলার নেই বলে দাবি করেছিলেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তাঁর কথার জবাবটা আসতে সময়ও লাগল না। সুজনের কথার পিঠে পাটকেল ছুড়েছেন লঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে।

এশিয়া কাপের সুপার ফোরে ওঠার লড়াইয়ে আজ রাত ৮টায় শুরু হওয়া ম্যাচটা বাংলাদেশ-শ্রীলঙ্কার জন্য বাঁচা-মরার। আফগানিস্তানের কাছে হেরে দুই দলেরই পিঠ দেয়ালে ঠেকে গেছে। আজ হারলে গ্রুপ পর্ব থেকে বাদ পড়বে যেকোনো এক দল।

সাম্প্রতিক সময়ে একে অপরের কঠিনতম প্রতিপক্ষ হয়ে উঠেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। নিদাহাস ট্রফির পর থেকেই মাঠের বাইরেও দুই দলের লড়াই মানেই এখন বাড়তি কিছু পাওয়া। এশিয়া কাপেও এর ব্যতিক্রম কিছু ঘটছে না।

শুরুটা করেছিলেন লঙ্কান পেসার দাসুন শানাকা। বাংলাদেশ দলে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান ছাড়া বিশ্বমানের বোলার নেই বলে দাবি করেছিলেন তিনি। শানাকার কথার জবাবে শ্রীলঙ্কা দলে একজনও বিশ্বমানের বোলার নেই বলে সুজন বলেছিলেন, ‘সে (দাসুন শানাকা) আরও বলছে, আমাদের দুই বোলার, তাই তো? আমি বলব তাদের দলে সেটাও নেই। যেখানে বাংলাদেশের দুজন আছে, এটা তো ভালো। আমি মনে করি না, তাদের আমাদের মতো বিশ্বমানের বোলার আছে, যারা মোস্তাফিজ এবং সাকিবের মতো।’

সুজনের বক্তব্য বাংলাদেশ-শ্রীলঙ্কা উত্তাপের আগুনে ঘি ঢেলেছে বলা চলে। তাই জবাবটাও এসেছে দ্রুত। লঙ্কান সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে টুইটারে সুজনের কথার পাল্টা জবাব দিয়েছেন। লিখেছেন, ‘মনে হচ্ছে এবারই সময় বোলারদের তাদের ক্লাস দেখিয়ে দেওয়ার। ব্যাটাররাও দেখিয়ে দেবে মাঠে তারা কেমন...!’ লেখার শেষে চোখ টেপার একটা ইমোজিও ব্যবহার করেছেন জয়াবর্ধনে। সুজনের কথায় যে তিনি মজা পেয়েছেন সেটাই যেন বোঝাতে চেয়েছেন এই ইমোজি ব্যবহার করে। হতে পারে সেটা তাচ্ছিল্যও! 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত