নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হারারেতে সিরিজের তৃতীয় ওয়ানেডেতে বাংলাদেশকে ২৯৯ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে। রেজিস চাকাভা ও সিকান্দার রাজার ফিফটিতে ৪৯.৩ ওভারে অলআউট হওয়ার আগে ২৯৮ রানের বড় সংগ্রহ পেয়েছে জিম্বাবুয়ে। ধবলধোলাই করতে হলে বাংলাদেশকে হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ রান তাড়া করেই জিততে হবে।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। প্রথম সাফল্য পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয় ৯ ওভার পর্যন্ত। মারুমানিকে (৮) এলবিডব্লুর ফাঁদে ফেলে আউট করেন সাকিব আল হাসান। দলের দ্বিতীয় সাফল্য এনে দেন ২০০তম ওয়ানডে খেলতে নামা মাহমুদউল্লাহ রিয়াদ। ব্রেন্ডন টেলর ব্যক্তিগত ২৮ রানে তামিম ইকবালের ক্যাচ হন। জিম্বাবুয়ের স্কোর ১৭.৪ ওভারে হয়ে ২ উইকেট ৭৮।
তৃতীয় উইকেট জুটিতে রেজিস চাকাভা ও ডিওন মায়ার্স ভালোই প্রতিরোধ গড়েন। এই দুজনের ব্যাটেই বড় সংগ্রহের দিকে এগোয় জিম্বাবুয়ে। মায়ার্সকে ৩৪ রানে বোল্ড করে ৭১ রানের জুটি ভাঙেন মাহমুদউল্লাহ। মাধিভেরেকে ৩ রানে ফেরান একাদশে ফেরা মোস্তাফিজুর রহমান। অন্যদিকে ফিফটি তুলে নেন চাকাভা। সেঞ্চুরির দিকে এগোতে থাকা চাকাভাকে ফিরিয়েছেন তাসকিন আহমেদ। ৮৪ রান করা চাকাভাকে ফুল লেংথের দুর্দান্ত এক বলে বোল্ড করে দেন তাসকিন।
দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে পড়লেও ষষ্ঠ উইকেট জুটিতে দলকে কক্ষপথে ফেরান রায়ান বার্ল ও সিকান্দার রাজা। এই দুজনের ব্যাটে জিম্বাবুয়ে অনায়াসে ২৫০ পার করে। শতরানের জুটি গড়েন তাঁরা। দুজনই তুলে নেন ফিফটি। রাজা ৫৯ রানে মোস্তাফিজের বলে দলীয় ২৮৪ রানে সময় আউট হলে ভাঙে ১১২ রানের জুটি। বার্ল ৫৭ রান করে সাইফউদ্দিনের বলে আউট হয়েছেন।
শেষে দিকে ব্যাটসম্যানরা রান তুলতে ব্যর্থ হলে ৪৯.৩ ওভারে ২৯৮ রানে অল আউট হয় জিম্বাবুয়ে। সাইফউদ্দিন ও মোস্তাফিজ ৩টি, মাহমুদউল্লাহ ২টি এবং সাকিব ও তাসকিন ১টি করে উইকেট নেন।
জিম্বাবুয়ের মাঠে জিম্বাবুয়েকে ধবলধোলাই করতে হলে বাংলাদেশকে ব্যাটিংয়ে দুর্দান্ত কিছুই করতে হবে।
হারারেতে সিরিজের তৃতীয় ওয়ানেডেতে বাংলাদেশকে ২৯৯ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে। রেজিস চাকাভা ও সিকান্দার রাজার ফিফটিতে ৪৯.৩ ওভারে অলআউট হওয়ার আগে ২৯৮ রানের বড় সংগ্রহ পেয়েছে জিম্বাবুয়ে। ধবলধোলাই করতে হলে বাংলাদেশকে হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ রান তাড়া করেই জিততে হবে।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। প্রথম সাফল্য পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয় ৯ ওভার পর্যন্ত। মারুমানিকে (৮) এলবিডব্লুর ফাঁদে ফেলে আউট করেন সাকিব আল হাসান। দলের দ্বিতীয় সাফল্য এনে দেন ২০০তম ওয়ানডে খেলতে নামা মাহমুদউল্লাহ রিয়াদ। ব্রেন্ডন টেলর ব্যক্তিগত ২৮ রানে তামিম ইকবালের ক্যাচ হন। জিম্বাবুয়ের স্কোর ১৭.৪ ওভারে হয়ে ২ উইকেট ৭৮।
তৃতীয় উইকেট জুটিতে রেজিস চাকাভা ও ডিওন মায়ার্স ভালোই প্রতিরোধ গড়েন। এই দুজনের ব্যাটেই বড় সংগ্রহের দিকে এগোয় জিম্বাবুয়ে। মায়ার্সকে ৩৪ রানে বোল্ড করে ৭১ রানের জুটি ভাঙেন মাহমুদউল্লাহ। মাধিভেরেকে ৩ রানে ফেরান একাদশে ফেরা মোস্তাফিজুর রহমান। অন্যদিকে ফিফটি তুলে নেন চাকাভা। সেঞ্চুরির দিকে এগোতে থাকা চাকাভাকে ফিরিয়েছেন তাসকিন আহমেদ। ৮৪ রান করা চাকাভাকে ফুল লেংথের দুর্দান্ত এক বলে বোল্ড করে দেন তাসকিন।
দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে পড়লেও ষষ্ঠ উইকেট জুটিতে দলকে কক্ষপথে ফেরান রায়ান বার্ল ও সিকান্দার রাজা। এই দুজনের ব্যাটে জিম্বাবুয়ে অনায়াসে ২৫০ পার করে। শতরানের জুটি গড়েন তাঁরা। দুজনই তুলে নেন ফিফটি। রাজা ৫৯ রানে মোস্তাফিজের বলে দলীয় ২৮৪ রানে সময় আউট হলে ভাঙে ১১২ রানের জুটি। বার্ল ৫৭ রান করে সাইফউদ্দিনের বলে আউট হয়েছেন।
শেষে দিকে ব্যাটসম্যানরা রান তুলতে ব্যর্থ হলে ৪৯.৩ ওভারে ২৯৮ রানে অল আউট হয় জিম্বাবুয়ে। সাইফউদ্দিন ও মোস্তাফিজ ৩টি, মাহমুদউল্লাহ ২টি এবং সাকিব ও তাসকিন ১টি করে উইকেট নেন।
জিম্বাবুয়ের মাঠে জিম্বাবুয়েকে ধবলধোলাই করতে হলে বাংলাদেশকে ব্যাটিংয়ে দুর্দান্ত কিছুই করতে হবে।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দিনকে এখন কথা বলতে হচ্ছে যথেষ্ট রক্ষণাত্মক সুরে। গতকাল দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা দলের সিনিয়র সহকারী কোচকে ঘুরেফিরে কথা বলতে হলো ব্যাটিং ব্যর্থতা নিয়ে। একটা দল টেস্ট গত এক বছরে ১৮ ইনিংসের ৯ বারই ২০০ রানের নিচে অলআউট...
৩ মিনিট আগেএএইচএফ কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পুষ্কর ক্ষিসা মিমোর দল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারাতে গিয়ে ঘাম ছুটে গেল। একপর্যায়ে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ। কিন্তু শেষ মিনিটে ফজলে রাব্বির গোলে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে...
১ ঘণ্টা আগেবিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো আলোচনা উঠেছে আবারও। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। তবে ২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন। প্রস্তাবটি বিশ্লেষণের পর্যায়ে রেখেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে কোনো সমস্যা...
২ ঘণ্টা আগেডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
২ ঘণ্টা আগে