ক্রীড়া ডেস্ক
গত বছর নভেম্বরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামে দল পাননি মোস্তাফিজুর রহমান। নিলামে দল না পেলেও টুর্নামেন্টের মাঝপথে সুখবর পেলেন বাংলাদেশ দলের এ বাঁহাতি পেসার। তাঁকে আইপিএলের বাকি অংশের জন্য দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস।
আইপিএলের নিলামে ২৯ বছর বয়সী মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। জানা গেছে, মাঝপথে ডাক পেলেও ৬ কোটি রুপিতে তাঁকে দলে নিয়েছে দিল্লি। এর আগে ২০২২ ও ২০২৩ আইপিএলেও দলটির হয়ে খেলেছেন মোস্তাফিজ। আবারও ফিরলেন নিজের সাবেক দলে।
ভারত-পাকিস্তান সংঘাতের মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক সপ্তাহ স্থগিত রাখে আইপিএল। বিদেশি ক্রিকেটাররা প্রায় এরই মধ্যে ভারত ছেড়ে গেছেন। জাতীয় দলের ডিউটিতে ব্যস্ত হবেন তাঁরা। দিল্লি ক্যাপিটালস জানিয়েছে, অস্ট্রেলিয়ান ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের জায়গায় মোস্তাফিজকে নেওয়া হয়েছে।
আগামী শনিবার থেকে আবারও শুরু হচ্ছে আইপিএলের বাকি অংশ। এখন পর্যন্ত দিল্লির অর্জন ১১ ম্যাচে ১৩ পয়েন্ট। টেবিলের ৫ নম্বরে আছে অক্ষর প্যাটেলের দল। সুযোগ আছে শেষ চারে জায়গা করে নেওয়ার।
২০১৬ থেকে শুরু করে গত ৮ বছরে আইপিএলে খেলেছেন মোস্তাফিজ। সব মিলিয়ে ৫৭ ম্যাচে নিয়েছেন ৬১ উইকেট। ইকোনমি ৮.১৪। সর্বশেষ ২০২৪ আইপিএলে চেন্নাইয়ের হয়ে ৯ ম্যাচে শিকার করেছিলেন ১৪ উইকেট। চেন্নাই ও দিল্লি ছাড়াও মুম্বাই ইন্ডিয়ানস, সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালসের হয়েও খেলেছেন তিনি।
গত বছর নভেম্বরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামে দল পাননি মোস্তাফিজুর রহমান। নিলামে দল না পেলেও টুর্নামেন্টের মাঝপথে সুখবর পেলেন বাংলাদেশ দলের এ বাঁহাতি পেসার। তাঁকে আইপিএলের বাকি অংশের জন্য দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস।
আইপিএলের নিলামে ২৯ বছর বয়সী মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। জানা গেছে, মাঝপথে ডাক পেলেও ৬ কোটি রুপিতে তাঁকে দলে নিয়েছে দিল্লি। এর আগে ২০২২ ও ২০২৩ আইপিএলেও দলটির হয়ে খেলেছেন মোস্তাফিজ। আবারও ফিরলেন নিজের সাবেক দলে।
ভারত-পাকিস্তান সংঘাতের মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক সপ্তাহ স্থগিত রাখে আইপিএল। বিদেশি ক্রিকেটাররা প্রায় এরই মধ্যে ভারত ছেড়ে গেছেন। জাতীয় দলের ডিউটিতে ব্যস্ত হবেন তাঁরা। দিল্লি ক্যাপিটালস জানিয়েছে, অস্ট্রেলিয়ান ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের জায়গায় মোস্তাফিজকে নেওয়া হয়েছে।
আগামী শনিবার থেকে আবারও শুরু হচ্ছে আইপিএলের বাকি অংশ। এখন পর্যন্ত দিল্লির অর্জন ১১ ম্যাচে ১৩ পয়েন্ট। টেবিলের ৫ নম্বরে আছে অক্ষর প্যাটেলের দল। সুযোগ আছে শেষ চারে জায়গা করে নেওয়ার।
২০১৬ থেকে শুরু করে গত ৮ বছরে আইপিএলে খেলেছেন মোস্তাফিজ। সব মিলিয়ে ৫৭ ম্যাচে নিয়েছেন ৬১ উইকেট। ইকোনমি ৮.১৪। সর্বশেষ ২০২৪ আইপিএলে চেন্নাইয়ের হয়ে ৯ ম্যাচে শিকার করেছিলেন ১৪ উইকেট। চেন্নাই ও দিল্লি ছাড়াও মুম্বাই ইন্ডিয়ানস, সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালসের হয়েও খেলেছেন তিনি।
অস্বাভাবিক কিছু দেখলে সেই ব্যাপারে চুপ করে থাকার পাত্র নন মাইকেল ভন। আর ঘটনা যখন ঘটেছে ভারত-ইংল্যান্ড ম্যাচে, তখন কি তিনি কথা না বলে থাকতে পারেন? আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) কেন শুধু একটা দলকেই শাস্তি দিয়েছে, সেই প্রশ্ন এখন ভনের।
৪ মিনিট আগে২৩ বছর পর লিগ জিতে গত মৌসুম শেষ করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। নতুন মৌসুমের দলবদলে তাই তাদের ওপরই চোখ বেশি। শুরুতে অবশ্য অবাক করে দলের দীর্ঘদিনের সৈনিক সুলেমান দিয়াবাতের সঙ্গে নতুন চুক্তি না করে। তবে মুজাফ্ফর মুজাফ্ফরভকে ধরে রেখেছে সাদা-কালোরা।
২৮ মিনিট আগেবার্সেলোনায় লিওনেল মেসির আইকনিক ১০ নম্বর জার্সিটা যে তিনিই পেতে যাচ্ছেন, সেটি জানাই ছিল। পরশু নিশ্চিত হলো তা। মেসির ১০ নম্বর জার্সি গায়ে চড়াবেন লামিনে ইয়ামাল। এদিন স্প্যানিশ এই উইঙ্গারের হাতে ১০ নম্বর জার্সি আনুষ্ঠানিকভাবে তুলে দিয়েছে কাতালান দলটি।
৪১ মিনিট আগেকলম্বোর প্রেমাদাসায় গত রাতে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। সিরিজ জয়ের পর আজ দেশে ফিরেছেন লিটন দাস, তানজিদ হাসান তামিমরা। তবে দেশে ফিরেও যে বসে থাকার সুযোগ নেই। কারণ, রোববার শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
১ ঘণ্টা আগে