Ajker Patrika

‘বাংলাদেশ ম্যাচের ভুল নিয়ে রোহিত ভবিষ্যতে আক্ষেপ করবে’

ক্রীড়া ডেস্ক    
বাংলাদেশের বিপক্ষে রোহিত শর্মা লোপ্পা ক্যাচ মিস করেছেন। তাতে অক্ষর প্যাটেলের হ্যাটট্রিক হাতছাড়া হয়েছে। ছবি: ক্রিকইনফো
বাংলাদেশের বিপক্ষে রোহিত শর্মা লোপ্পা ক্যাচ মিস করেছেন। তাতে অক্ষর প্যাটেলের হ্যাটট্রিক হাতছাড়া হয়েছে। ছবি: ক্রিকইনফো

অক্ষর প্যাটেলকে হ্যাটট্রিকটা প্রায় ‘উপহার’ই দিয়ে ফেলেছিলেন জাকের আলী অনিক। তবে রোহিত শর্মার লোপ্পা ক্যাচ মিসের কারণে সেটা সম্ভব হয়নি। ওয়াসিম আকরামের মতে এই ক্যাচ মিসের আক্ষেপ রোহিতকে ভবিষ্যতে অনেক পোড়াবে।

দুবাইয়ে পরশু বাংলাদেশের বিপক্ষে অক্ষরের হ্যাটট্রিক মিসের পর রোহিত সজোরে মাঠ চাপড়েছেন। কী ভুল রোহিত করেছেন, সেটা তো তাঁর এমন অভিব্যক্তিতেই স্পষ্ট। ওয়াকার ইউনিস, চেতেশ্বর পূজারা, নিখিল চোপড়ার সঙ্গে ‘ডিপি ওয়ার্ল্ড ড্রেসিংরুম শো’ নামে এক অনুষ্ঠানে বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে আলাপচারিতায় আকরাম বলেন, ‘কোনো অধিনায়কের ক্যাচ মিসের কারণে হ্যাটট্রিক মিস হওয়ার ঘটনা খুবই বিরল। এক্ষেত্রে রোহিতের অবশ্যই সবচেয়ে বেশি খারাপ লাগবে।’

রোহিত যদি ক্যাচটা ধরতেন, তাহলে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পেয়ে যেতেন অক্ষর। এই ঘটনায় আকরাম তাঁর সঙ্গে ঘটে যাওয়া এক ঘটনার কথা স্মরণ করেছেন। তৎকালীন পাকিস্তান অধিনায়ক ইমরান খান ক্যাচ মিস করায় আকরামের হ্যাটট্রিক মিস হয়েছিল। পুরোনো ঘটনা গিয়ে কথা বলতে গেলে পরশু রাতে ‘ডিপি ওয়ার্ল্ড ড্রেসিংরুম শো’তে অট্টহাসি দিয়েছেন ওয়াকার, পূজারা ও নিখিল। রোহিতের ক্যাচ মিস নিয়ে আকরাম বলেন, ‘আমার হ্যাটট্রিক যখন মিস হয়েছে, তখন অধিনায়কের কাছে ক্ষমা চেয়েছিলাম। অক্ষরের এমনটা মনে নাও হতে পারে কারণ দল জিতেছে। সে এই অবস্থা থেকে দ্রুত কাটিয়ে উঠবে। তবে দুই-তিন বছর পর কোনো রুমে যখন সে একা ঘুমাবে, তখন এটা বুঝতে পারবে। তার তখন মনে হবে, হ্যাটট্রিকটা তো হতেই পারত।’

শুধু রোহিতই নন, হার্দিক পান্ডিয়া দুবাইয়ে পরশু জীবন দেন তাওহীদ হৃদয়। এছাড়া গোল্ডেন ডাকের হাত থেকে বেঁচে যাওয়া জাকের আরও এক দফা জীবন পান। ভারতীয় উইকেটরক্ষক লোকেশ রাহুল স্টাম্পিংয়ের সুযোগ হাতছাড়া করেন। এরপর রাহুলের লোপ্পা ক্যাচ ডিপ স্কয়ার লেগে জাকের তালুবন্দী করতে পারেননি। তখনই ক্যামেরার লেন্স চলে যায় ড্রেসিংরুমে বসে থাকা রোহিতের দিকে। জাকেরের দিকে ইঙ্গিত করে ভারতীয় অধিনায়ক হয়তো বোঝাতে চেয়েছেন, তাঁর (জাকের) ক্যাচ মিসের কারণে অক্ষর হ্যাটট্রিক মিস করেছেন। পরে অবশ্য অক্ষরকে ডিনার করানোর কথা বলেছেন রোহিত।

দুবাইয়ে পরশু বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটের জয় দিয়ে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু করে ভারত। টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে ৪৯.৪ ওভারে ২২৮ রানে অলআউট হয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। রান তাড়া করতে নেমে ৪৬.৩ ওভারে ৪ উইকেটে ভারত করেছে ২৩১ রান। এই ম্যাচেই বাংলাদেশের তাওহিদ হৃদয় আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি (১১৮ বলে ১০০ রান)। পরে শুবমান গিল ১২৯ বলে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। এর আগে বুধবার করাচিতে চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে ৬০ রানে হারিয়েছিল নিউজিল্যান্ড। দুবাইয়ে আগামীকাল মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত