Ajker Patrika

বাধ্য হয়েই কি অবসর নিলেন রোহিত 

আপডেট : ০১ জুলাই ২০২৪, ১২: ৩৭
বাধ্য হয়েই কি অবসর নিলেন রোহিত 

চ্যাম্পিয়ন হয়ে অবসর নেওয়ার মতো স্মরণীয় মুহূর্তের সাক্ষী কজন হতে পারেন? তাও যদি হয় দলকে নেতৃত্ব দিয়ে শিরোপাখরা কাটানোর মতো কিছু, তাহলে তো কথাই নেই। বার্বাডোজের কেনসিংটন ওভালে পরশু রোহিত শর্মার নেতৃত্বে ভারত ১১ বছরের আইসিসি ইভেন্টের শিরোপাজয়ের আক্ষেপ ঘুচিয়েছে। 

মাঠের পারফরম্যান্স, অধিনায়কত্ব—রোহিত সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ছিলেন ‘ক্যাপ্টেইন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট।’ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরশু হারতে থাকা ম্যাচ তাঁর অনবদ্য নেতৃত্বে ৭ রানে জিতেছে ভারত। রুদ্ধশ্বাস জয়ে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন রোহিত। তিনি জানিয়েছেন, ফাইনালটা ভারতের জার্সিতে তাঁর শেষ ম্যাচ। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে এখনই অবসর নেওয়ার উপযুক্ত সময়। স্বাভাবিকভাবেই তখন প্রশ্ন এসেছে, দারুণ ছন্দে থেকে বিশ্বকাপ জেতানোর পরও কেন অবসরে গেলেন রোহিত? ভারতীয় তারকা ব্যাটার উত্তরটা দিয়েছেন কৌশলে, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার মতো ভাবনা আমার ছিল না। তবে পরিস্থিতি যা দাঁড়িয়েছিল, তাতে অবসরের সিদ্ধান্ত নিয়েছি।’ 

রোহিতের আগে ফাইনালের দিন ভারতের জার্সিতে আর টি-টোয়েন্টি না খেলার কথা জানিয়ে দেন কোহলি। ৫৯ বলে ৭৬ রানের ইনিংস খেলে ফাইনাল-সেরা হওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিদ্ধান্ত (আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর) জানিয়েছেন কোহলি। রোহিত-কোহলি ঘোষণা দেওয়ার পরদিনই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ইতি টেনেছেন রবীন্দ্র জাদেজা। ভারতের জার্সিতে টি-টোয়েন্টিতে তাহলে আর দেখা যাচ্ছে না এই তিন তারকাকে! একই সঙ্গে চ্যাম্পিয়ন হয়ে ‘বেকার’ বনে গেলেন রাহুল দ্রাবিড়ও। কারণ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ভারতের কোচের দায়িত্ব ছাড়ার কথা আগেই জানিয়েছিলেন তিনি। বার্বাডোজে পরশু চ্যাম্পিয়ন হওয়ার পর কোহলি-রোহিতরা তাঁকে (দ্রাবিড়) শূন্যে ছুড়ে উদ্‌যাপন করেন। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও রোহিত-কোহলি এখনো এই সংস্করণের  শীর্ষ দুই রান সংগ্রাহক। ১৫১ ইনিংসে ৪২৩১ রান করে আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ রান সংগ্রাহক রোহিত। দুইয়ে থাকা কোহলি করেছেন ৪১৮৮ রান। ভারতের জার্সিতে ‘কিং কোহলি’ খেলেছেন ১১৭ ইনিংস। কোহলি-রোহিত অবসরে যাওয়ায় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া বাবর আজমের জন্য সময়ের ব্যাপার। পাকিস্তানের জার্সিতে ১১৬ ইনিংসে বাবর করেছেন ৪১৪৫ রান। 

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত