Ajker Patrika

১৩ বছর পর বিশ্বকাপ খেলতে কানাডার দল ঘোষণা

আপডেট : ০২ মে ২০২৪, ১৫: ৪০
১৩ বছর পর বিশ্বকাপ খেলতে কানাডার দল ঘোষণা

বছর বছর আইসিসির কোনো না কোনো ইভেন্ট আয়োজন হয় ঠিকই। তবে কানাডার জন্য সেই সব ইভেন্টে খেলা যে ‘অমাবস্যার চাঁদের’ মতো। সবশেষ কোনো আইসিসি টুর্নামেন্টে দলটি অংশ নেয় ২০১১ ওয়ানডে বিশ্বকাপে। এবারই তারা খেলতে যাচ্ছে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে গত রাতে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টুর্নামেন্টে কানাডাকে নেতৃত্ব দেবেন সাদ বিন জাফর। কানাডার জার্সিতে সবচেয়ে বেশি ৩৮ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ৪৩ উইকেট নিয়ে এই বাঁহাতি স্পিনারই কানাডার সর্বোচ্চ উইকেট শিকারি টি-টোয়েন্টি। ১৫ সদস্যের সঙ্গে চার ক্রিকেটারকে রিজার্ভে রাখছে উত্তর আমেরিকার এই দল।

অভিজ্ঞ এক দলই কানাডা গঠন করেছে বলতে হবে। চার ক্রিকেটারের বয়স ৩০-এর কম। অ্যারন জনসন, রবীন্দরপল সিং, নাভনিত ধালিওয়ালদের মতো তারকা ব্যাটাররা থাকছেন বিশ্বকাপ দলে। ৮৭০ রান করা ধালিওয়াল টি-টোয়েন্টিতে কানাডার সর্বোচ্চ রান সংগ্রাহক। কালিম সানা, জুনাইদ সিদ্দিকির মতো তারকারা থাকছেন এবারের বিশ্বকাপ দলে। তবে নিখিল দত্ত, শ্রীমন্ত বিজয়ারত্ন কেউ জায়গা পাননি কানাডার বিশ্বকাপ দলে।

২০ দল নিয়ে হবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন, যার মধ্যে ৯ দেশ তাদের দল ঘোষণা করেছে এরই মধ্যে। পরশু নিউজিল্যান্ডের পর দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, নেপাল, ওমান এবং সবশেষ কানাডা দল ঘোষণা করেছে। ‘এ’ গ্রুপে দুই প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান রয়েছে কানাডার গ্রুপে। বাকি দুই দল যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড। ১ জুন শুরু হচ্ছে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফাইনাল হবে ২৯ জুন।

কানাডার বিশ্বকাপ দল
সাদ বিন জাফর (অধিনায়ক), অ্যারন জনসন, ডিলন হেইলিঙ্গার, দিলপ্রিত বাজওয়া, হার্শ ঠাকের, জেরেমি গর্ডন, জুনায়েদ সিদ্দিকি, কালিম সানা, কনওয়ার্পাল তাথগুর, নাভনিত ধালিওয়াল, নিকোলাস কীর্তন, পারগাত সিং, রবীন্দরপল সিং, রায়ানখান পাঠান, শ্রেয়াস মোভভা

রিজার্ভ
তাজিন্দর সিং, আম্মার খালিদ, জাতিন্দর মাথারু, পারভিন কুমার, আদিত্য ভারাধর্জন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত