Ajker Patrika

ভারতকে হারিয়েই এশিয়া কাপ শেষ করল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯: ৫৭
ভারতকে হারিয়েই এশিয়া কাপ শেষ করল বাংলাদেশ

অক্ষর প্যাটেলের ক্যাচটা নিয়েই তরুণ তানজীদ হাসান তামিম আকাশে মুষ্টিবদ্ধ হাত ছুড়লেন। বাংলাদেশের আর জয়ের মাঝে যে দাঁড়িয়ে গিয়েছিলেন এই বাঁহাতি ব্যাটার। অক্ষরের আউটে যে স্বস্তি নেমে এসেছিল, সেটা শেষ হয়েছে সান্ত্বনার এক জয়ে। এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে ভারতকে ৬ রানে হারিয়েছে বাংলাদেশ। 

আউট হওয়ার আগের বলে মোস্তাফিজুর রহমানকে চার মারেন অক্ষর। পরের বলে যখন আউট হয়ে ফিরছেন, জয় থেকে ভারত তখন মাত্র ১২ রান দূরে। তবে শেষ দুই ব্যাটার প্রসিধ কৃষ্ণা ও মোহাম্মদ শামি এই হিসাব মেলাতে পারেননি। শেষ ওভারের পঞ্চম বলে শামি রানআউট হলে বাংলাদেশের জয় নিশ্চিত হয়। 

অক্ষরের আগে বাংলাদেশের জয়ের মাঝে দাঁড়িয়ে গিয়েছিলেন শুবমান গিল। নিয়মিত বিরতিতে বাংলাদেশ যখন ভারতের একের পর এক উইকেট তুলে নিচ্ছে, তখন একপ্রান্তে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নেন এই ওপেনার। ভারতের জয়ের আশা বাঁচিয়ে রেখেছিলেন মূলত তিনিই। তাঁকে তাওহীদ হৃদয়ের ক্যাচ বানিয়ে ফেরান শেখ মেহেদী হাসান। আর তাতে স্বস্তির নিশ্বাস ফেলে বাংলাদেশ। ১২১ রানের ইনিংসটি শুবমানের ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। রান তাড়ায় অবশ্য এটি প্রথম। এর আগে সব সেঞ্চুরিই ছিল আগে ব্যাটিং করে। শুবমান তাঁর ১৩৩ বলের ইনিংসটি সাজিয়েছেন ৮ চার ও ৫ ছক্কায়। 

বাংলাদেশের ২৬৬ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকে ভুগেছে ভারত। ১৭ রানের মধ্যে ভারতের দুই উইকেট তুলে নেন অভিষিক্ত পেসার তানজিম হাসান সাকিব। শূন্য রানে অধিনায়ক রোহিত শর্মা ও অভিষিক্ত তিলক ভার্মাকে ব্যক্তিগত ৫ রানে ফেরান তানজিম। এরপর লোকেশ রাহুল ও গিলের ৫৭ রানের জুটি। 

একপ্রান্তে গিলকে রেখে নিয়মিত বিরতিতে আসা-যাওয়া করেছেন ভারতের ব্যাটাররা। তৃতীয় উইকেটে রাহুল-গিলের জুটি ভাঙার পর দ্রুতই আউট হয়েছেন ঈশান কৃষান। মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লউ হয়েছেন তিনি। ফেরার আগে ৫ রান করেন ইশান। দলীয় ৯৪ রানে ৪ উইকেট হারানো ভারতকে ম্যাচ থেকে ছিটকে যেতে দেননি গিল ও সূর্যকুমার যাদব। এই উইকেট জুটি থেকে আসে ৪৫ রান। ২৬ রান করে সাকিব আল হাসানের বলে বোল্ড হয়ে ফেরেন সূর্যকুমার। মাঝে রবীন্দ্র জাদেজা দ্রুত ফিরলেও ভারতকে জয়ের পথে রেখেছিলেন অক্ষর। তাঁর ৪২ রানের ইনিংসটির সমাপ্তির মাধ্যমে ভারতের হার অনেকটা নিশ্চিত হয়ে যায়। 

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৫০ ওভারে ২৬৫/৮ 
ভারত: ৪৯.৫ ওভারে ২৫৯ 
ফল: বাংলাদেশ ৬ রানে জয়ী। 
ম্যাচসেরা: সাকিব আল হাসান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত