ক্রীড়া ডেস্ক
পাকিস্তান-নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ত্রিদেশীয় সিরিজে চোখ রাখতে হচ্ছে বাংলাদেশকেও। কারণ, এই ত্রিদেশীয় সিরিজটা হচ্ছে পাকিস্তানের মাঠে। এখানেই আগামী সপ্তাহে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি।
ত্রিদেশীয় সিরিজের দুই দল পাকিস্তান ও নিউজিল্যান্ড চ্যাম্পিয়নস ট্রফিতে পড়েছে বাংলাদেশের গ্রুপে। করাচিতে আগামীকাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মুখোমুখি হচ্ছে পাকিস্তান-নিউজিল্যান্ড। পাকিস্তানের মাঠ কী পরিমাণ ব্যাটিং সহায়ক, সেটা চলমান ত্রিদেশীয় সিরিজ দেখলেই স্পষ্ট। যেখানে গতকাল করাচিতে দক্ষিণ আফ্রিকার দেওয়া ৩৫৩ রানের লক্ষ্য তাড়া করে পাকিস্তান ৪৯ ওভারে ৪ উইকেটে করেছে ৩৫৫ রান। যা পাকিস্তানের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।
করাচিতে গতকাল বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হয় পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। এই ম্যাচ শুরুর আগেই মিরপুরে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন শান্ত। বাংলাদেশ অধিনায়কের মতে টুর্নামেন্টে অংশ নেওয়া আট দলই চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার।
সংবাদ সম্মেলনে শান্ত যে আত্মবিশ্বাস নিয়ে কথা বলেছিলেন, রানবন্যার পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচ শেষে কী ভাবছেন, সেটা তিনিই ভালো বলতে পারবেন। সে যা-ই হোক, চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বের তিন ম্যাচের দুটিই বাংলাদেশকে খেলতে হবে পাকিস্তানে। ২৪ ও ২৭ ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচই নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমদের খেলতে হবে রাওয়ালপিন্ডিতে।
যে ৩৫০ রানও বর্তমানের ওয়ানডে ক্রিকেটে নিরাপদ না, বাংলাদেশ তো সেই অব্দি কখনোই যায়নি। ওয়ানডেতে এখন পর্যন্ত এশিয়ার দলটি ২৯ বার ৩০০ পেরিয়েছে। সর্বোচ্চ ৩৪৯ রান বাংলাদেশ করেছে ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে। আইরিশদের বিপক্ষে সেই সিরিজেই বাংলাদেশ করেছে ৩৩৮। এটা বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান। দুটি স্কোরই বাংলাদেশ করেছে ঘরের মাঠ সিলেটে। বিদেশের মাঠে ওয়ানডেতে সর্বোচ্চ ৩৩৪ রান বাংলাদেশ করেছে লাহোরে। ২০২৩ এশিয়া কাপের সেই ম্যাচে শান্ত, মেহেদী হাসান মিরাজ—দুই ব্যাটারই আফগানিস্তানের বিপক্ষে তখন সেঞ্চুরি করেছিলেন।
লাহোর, করাচিতে খেলতে হবে না দেখে বাংলাদেশ দলের স্বস্তিতে থাকার কোনো উপায় নেই। কারণ, পাকিস্তানে চলমান ত্রিদেশীয় সিরিজের ফাইনালিস্ট নিউজিল্যান্ড দুই ম্যাচের দুটিতেই ৩০০-এর বেশি রান করেছে। যেখানে লাহোরে পাকিস্তানের বিপক্ষে শেষ ১০ ওভারে ১২৩ রান করে নিউজিল্যান্ড। ঝোড়ো গতিতে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন গ্লেন ফিলিপস। যে পাকিস্তানের বিপক্ষে ৩২৬ ও ৩২৯ রান বাংলাদেশ করেছে, দুটিই হয়েছে মিরপুরে। রাওয়ালপিন্ডির পিচও মহাসড়কের মতো। এই মাঠে সর্বোচ্চ ৩৩৭ রানের স্কোর পাকিস্তানের। এটা সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডও রাওয়ালপিন্ডিতে। ২০২৩ সালে নিউজিল্যান্ডের দেওয়া ৩৩৭ রানের লক্ষ্য পাকিস্তান ১০ বল হাতে রেখে ৭ উইকেটে জিতেছিল।
নিজেদের ওয়ানডে ইতিহাসে পাকিস্তানের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের প্রথম তিনটিই এশিয়াতে। ২০২২ সালে লাহোরে অস্ট্রেলিয়ার দেওয়া ৩৪৯ রানের লক্ষ্য তাড়া করে পাকিস্তান জিতেছিল ৬ উইকেটে। তৃতীয় সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডটি হয়েছে হায়দরাবাদে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে। সেবার শ্রীলঙ্কা দিয়েছিল ৩৪৫ রানের লক্ষ্য।
পাকিস্তান-নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ত্রিদেশীয় সিরিজে চোখ রাখতে হচ্ছে বাংলাদেশকেও। কারণ, এই ত্রিদেশীয় সিরিজটা হচ্ছে পাকিস্তানের মাঠে। এখানেই আগামী সপ্তাহে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি।
ত্রিদেশীয় সিরিজের দুই দল পাকিস্তান ও নিউজিল্যান্ড চ্যাম্পিয়নস ট্রফিতে পড়েছে বাংলাদেশের গ্রুপে। করাচিতে আগামীকাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মুখোমুখি হচ্ছে পাকিস্তান-নিউজিল্যান্ড। পাকিস্তানের মাঠ কী পরিমাণ ব্যাটিং সহায়ক, সেটা চলমান ত্রিদেশীয় সিরিজ দেখলেই স্পষ্ট। যেখানে গতকাল করাচিতে দক্ষিণ আফ্রিকার দেওয়া ৩৫৩ রানের লক্ষ্য তাড়া করে পাকিস্তান ৪৯ ওভারে ৪ উইকেটে করেছে ৩৫৫ রান। যা পাকিস্তানের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।
করাচিতে গতকাল বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হয় পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। এই ম্যাচ শুরুর আগেই মিরপুরে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন শান্ত। বাংলাদেশ অধিনায়কের মতে টুর্নামেন্টে অংশ নেওয়া আট দলই চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার।
সংবাদ সম্মেলনে শান্ত যে আত্মবিশ্বাস নিয়ে কথা বলেছিলেন, রানবন্যার পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচ শেষে কী ভাবছেন, সেটা তিনিই ভালো বলতে পারবেন। সে যা-ই হোক, চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বের তিন ম্যাচের দুটিই বাংলাদেশকে খেলতে হবে পাকিস্তানে। ২৪ ও ২৭ ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচই নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমদের খেলতে হবে রাওয়ালপিন্ডিতে।
যে ৩৫০ রানও বর্তমানের ওয়ানডে ক্রিকেটে নিরাপদ না, বাংলাদেশ তো সেই অব্দি কখনোই যায়নি। ওয়ানডেতে এখন পর্যন্ত এশিয়ার দলটি ২৯ বার ৩০০ পেরিয়েছে। সর্বোচ্চ ৩৪৯ রান বাংলাদেশ করেছে ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে। আইরিশদের বিপক্ষে সেই সিরিজেই বাংলাদেশ করেছে ৩৩৮। এটা বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান। দুটি স্কোরই বাংলাদেশ করেছে ঘরের মাঠ সিলেটে। বিদেশের মাঠে ওয়ানডেতে সর্বোচ্চ ৩৩৪ রান বাংলাদেশ করেছে লাহোরে। ২০২৩ এশিয়া কাপের সেই ম্যাচে শান্ত, মেহেদী হাসান মিরাজ—দুই ব্যাটারই আফগানিস্তানের বিপক্ষে তখন সেঞ্চুরি করেছিলেন।
লাহোর, করাচিতে খেলতে হবে না দেখে বাংলাদেশ দলের স্বস্তিতে থাকার কোনো উপায় নেই। কারণ, পাকিস্তানে চলমান ত্রিদেশীয় সিরিজের ফাইনালিস্ট নিউজিল্যান্ড দুই ম্যাচের দুটিতেই ৩০০-এর বেশি রান করেছে। যেখানে লাহোরে পাকিস্তানের বিপক্ষে শেষ ১০ ওভারে ১২৩ রান করে নিউজিল্যান্ড। ঝোড়ো গতিতে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন গ্লেন ফিলিপস। যে পাকিস্তানের বিপক্ষে ৩২৬ ও ৩২৯ রান বাংলাদেশ করেছে, দুটিই হয়েছে মিরপুরে। রাওয়ালপিন্ডির পিচও মহাসড়কের মতো। এই মাঠে সর্বোচ্চ ৩৩৭ রানের স্কোর পাকিস্তানের। এটা সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডও রাওয়ালপিন্ডিতে। ২০২৩ সালে নিউজিল্যান্ডের দেওয়া ৩৩৭ রানের লক্ষ্য পাকিস্তান ১০ বল হাতে রেখে ৭ উইকেটে জিতেছিল।
নিজেদের ওয়ানডে ইতিহাসে পাকিস্তানের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের প্রথম তিনটিই এশিয়াতে। ২০২২ সালে লাহোরে অস্ট্রেলিয়ার দেওয়া ৩৪৯ রানের লক্ষ্য তাড়া করে পাকিস্তান জিতেছিল ৬ উইকেটে। তৃতীয় সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডটি হয়েছে হায়দরাবাদে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে। সেবার শ্রীলঙ্কা দিয়েছিল ৩৪৫ রানের লক্ষ্য।
ভারতের চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দলেই ছিলেন না বরুণ চক্রবর্তী। উদ্বোধনী ব্যাটার যশস্বী জয়সয়ালকে বাদ দিয়ে নাটকীয়ভাবেই মূল দলে জায়গা হয়েছিল এ লেগ স্পিনারের। এর আগে মাত্র একটি ওয়ানডে খেলা বরুণকে হঠাৎ বড় টুর্নামেন্টের দলে রাখায় সমালোচনাও হয়েছিল ব্যাপক।
৫ ঘণ্টা আগেদুই দল সেমিফাইনাল নিশ্চিত করেছে আগেই। তবে লড়াইটা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ২৫০ রানের লক্ষ্য দিয়েছে ভারত। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান করেছে তারা।
৯ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলবদলে ১৭০ ক্রিকেটার নতুন দল পেলেও টপ অর্ডার ব্যাটার লিটন দাসকে নিয়ে ছিল অনিশ্চয়তা। অবশেষে সেই জটিলতা কাটল। তামিম ইকবালের মালিকানাধীন গুলশান ক্রিকেট ক্লাব নিয়েছে লিটনকে।
১১ ঘণ্টা আগেহাইব্রিড মডেলে হওয়া চ্যাম্পিয়নস ট্রফির শেষ অংশে বাদ সাধে আবহাওয়া। পাকিস্তানে অনুষ্ঠিত তিন ম্যাচে বেরসিক বৃষ্টির বাগড়ায় ফলই আসেনি। যার মধ্যে রয়েছে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচের টিকিটের টাকা দর্শকদের ফেরত দেওয়া হবে।
১১ ঘণ্টা আগে