ক্রীড়া ডেস্ক
লিটন দাস নাকি লিটন ঠাস ঠাস! সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুর্বার রাজশাহীর বিপক্ষে দুর্দান্ত লিটনের ব্যাট তো ঠাস ঠাসই করেছে আজ। সেটিও আবার অস্বস্তিকর এক দিনে! কয়েক দিন ধরে আলোচনায় লিটন, দুপুরেই শুনেছেন চ্যাম্পিয়নস ট্রফির দলে রাখা হয়নি তাঁকে। ভেঙে পড়ার চেয়ে ফেরার পথটাই বেছে নিলেন এই উইকেটরক্ষক-ব্যাটার। চাপা কষ্ট যেন ছক্কা-চারে ফুঁ দিয়ে উড়িয়ে দিলেন অসাধারণ সেঞ্চুরিতে। দল থেকে বাদ পড়ার জবাব এর চেয়ে কি সুন্দর হয়!
স্বীকৃত টি-টোয়েন্টিতে লিটনের প্রথম সেঞ্চুরির দিনে তানজিদ হাসান তামিম ছুঁয়েছেন দ্বিতীয় শতক। তাঁর প্রেক্ষাপট অবশ্য লিটনের চেয়ে বিপরীত। চ্যাম্পিয়নস ট্রফির দলে রয়েছেন এই বাঁহাতি ব্যাটার। লিটনের যদি দুঃখগাথা থাকে, তাহলে খুশির তোড়েই ব্যাট চালিয়েছেন তানজিদ তামিম।
লিটন-তামিমের রেকর্ড জুটিতে আগে ব্যাটিংয়ে নেমে দুর্বার রাজশাহীকে ২৫৪ রানের চাপায় ফেলে দিয়েছে টানা ছয় ম্যাচে হারা ঢাকা ক্যাপিটালস। রেকর্ড বই ওলটপালট করে দেওয়া ইনিংসে বিপিএলে এটিই এখন কোনো দলের সর্বোচ্চ সংগ্রহ। এত দিন রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের ২৩৯ রান ছিল যৌথভাবে বিপিএলের সর্বোচ্চ স্কোর।
নিজেদের ষষ্ঠ ম্যাচে টস জিতে রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয় ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ঢাকা দলকে। বিজয় কি আক্ষেপে পোড়েননি, কেন হাতে ধরে বিপদটা টানলেন! তবে লিটনের ব্যাটিং শৈলী হয়তো তাঁকে যত কষ্ট দিয়েছে, তাঁর চেয়ে বেশি উপভোগ করেছেন গ্যালারিপূর্ণ দর্শক। ওপেনিং জুটিতে ২৪১ রান তুললেন লিটন-তামিম। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এটি এখন সর্বোচ্চ রানের জুটি। স্বীকৃত ক্রিকেটে আরেকটি জুটি আছে ২৫৮ রানের। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে চীনের বিপক্ষে জাপানের দুই ব্যাটার কেন্ডেল কাদোওয়াকি-ফ্লেমিং ও লাচলান ইয়ামামোতো-লেক জুটির এ রেকর্ড গড়েন।
শুরুতে তামিম ঝড় তুললেও খোলস ছেড়ে বেরোতে দেরি করেননি লিটন। ৪৪ বলেই তুলে নিয়েছেন প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি। বিপিএলে ক্রিস গেইলের সঙ্গে যৌথভাবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডে এখন লিটনেরও। তারপর তামিম ৬২ বলে তুলে নেন নিজের দ্বিতীয় সেঞ্চুরি। গত বিপিএলে চট্টগ্রামের হয়ে করেছিলেন প্রথম সেঞ্চুরি। ১৯.৩ ওভারে ৬৪ বলে ১০৮ রানে ফেরেন তামিম। ইনিংসে ছিল ৮টি ছক্কা ও ৬টি চার।
শেষ পর্যন্ত ৫৫ বলে ১২৫ রানে অপরাজিত থাকেন লিটন। ৯টি ছক্কা সঙ্গে মেরেছেন ১০টি চার। ২ বলে ৭ রানে অপরাজিত থাকেন সাব্বির রহমান। আর ঢাকার সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ২৫৪ রান। ঢাকার পেসার শফিউল ইসলাম একমাত্র উইকেটটি নিয়েছেন।
লিটন দাস নাকি লিটন ঠাস ঠাস! সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুর্বার রাজশাহীর বিপক্ষে দুর্দান্ত লিটনের ব্যাট তো ঠাস ঠাসই করেছে আজ। সেটিও আবার অস্বস্তিকর এক দিনে! কয়েক দিন ধরে আলোচনায় লিটন, দুপুরেই শুনেছেন চ্যাম্পিয়নস ট্রফির দলে রাখা হয়নি তাঁকে। ভেঙে পড়ার চেয়ে ফেরার পথটাই বেছে নিলেন এই উইকেটরক্ষক-ব্যাটার। চাপা কষ্ট যেন ছক্কা-চারে ফুঁ দিয়ে উড়িয়ে দিলেন অসাধারণ সেঞ্চুরিতে। দল থেকে বাদ পড়ার জবাব এর চেয়ে কি সুন্দর হয়!
স্বীকৃত টি-টোয়েন্টিতে লিটনের প্রথম সেঞ্চুরির দিনে তানজিদ হাসান তামিম ছুঁয়েছেন দ্বিতীয় শতক। তাঁর প্রেক্ষাপট অবশ্য লিটনের চেয়ে বিপরীত। চ্যাম্পিয়নস ট্রফির দলে রয়েছেন এই বাঁহাতি ব্যাটার। লিটনের যদি দুঃখগাথা থাকে, তাহলে খুশির তোড়েই ব্যাট চালিয়েছেন তানজিদ তামিম।
লিটন-তামিমের রেকর্ড জুটিতে আগে ব্যাটিংয়ে নেমে দুর্বার রাজশাহীকে ২৫৪ রানের চাপায় ফেলে দিয়েছে টানা ছয় ম্যাচে হারা ঢাকা ক্যাপিটালস। রেকর্ড বই ওলটপালট করে দেওয়া ইনিংসে বিপিএলে এটিই এখন কোনো দলের সর্বোচ্চ সংগ্রহ। এত দিন রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের ২৩৯ রান ছিল যৌথভাবে বিপিএলের সর্বোচ্চ স্কোর।
নিজেদের ষষ্ঠ ম্যাচে টস জিতে রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয় ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ঢাকা দলকে। বিজয় কি আক্ষেপে পোড়েননি, কেন হাতে ধরে বিপদটা টানলেন! তবে লিটনের ব্যাটিং শৈলী হয়তো তাঁকে যত কষ্ট দিয়েছে, তাঁর চেয়ে বেশি উপভোগ করেছেন গ্যালারিপূর্ণ দর্শক। ওপেনিং জুটিতে ২৪১ রান তুললেন লিটন-তামিম। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এটি এখন সর্বোচ্চ রানের জুটি। স্বীকৃত ক্রিকেটে আরেকটি জুটি আছে ২৫৮ রানের। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে চীনের বিপক্ষে জাপানের দুই ব্যাটার কেন্ডেল কাদোওয়াকি-ফ্লেমিং ও লাচলান ইয়ামামোতো-লেক জুটির এ রেকর্ড গড়েন।
শুরুতে তামিম ঝড় তুললেও খোলস ছেড়ে বেরোতে দেরি করেননি লিটন। ৪৪ বলেই তুলে নিয়েছেন প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি। বিপিএলে ক্রিস গেইলের সঙ্গে যৌথভাবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডে এখন লিটনেরও। তারপর তামিম ৬২ বলে তুলে নেন নিজের দ্বিতীয় সেঞ্চুরি। গত বিপিএলে চট্টগ্রামের হয়ে করেছিলেন প্রথম সেঞ্চুরি। ১৯.৩ ওভারে ৬৪ বলে ১০৮ রানে ফেরেন তামিম। ইনিংসে ছিল ৮টি ছক্কা ও ৬টি চার।
শেষ পর্যন্ত ৫৫ বলে ১২৫ রানে অপরাজিত থাকেন লিটন। ৯টি ছক্কা সঙ্গে মেরেছেন ১০টি চার। ২ বলে ৭ রানে অপরাজিত থাকেন সাব্বির রহমান। আর ঢাকার সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ২৫৪ রান। ঢাকার পেসার শফিউল ইসলাম একমাত্র উইকেটটি নিয়েছেন।
টানা আট ম্যাচে জেতার পর হঠাৎ ছন্দপতন! লিগ পর্বে পরের চার ম্যাচে টানা হেরেছে রংপুর রাইডার্স। সরাসরি কোয়ালিফায়ার খেলার সুযোগ হাতছাড়া তো হলোই, সঙ্গে টানা হারে আত্মবিশ্বাসও যে কিছুটা নড়বড়ে রাইডার্সদের, সেটি আর বলার অপেক্ষা রাখে না। সঙ্গে অ্যালেক্স হেলস-খুশদিল শাহদের চলে যাওয়া তাদের চিন্তাও বাড়িয়েছে খানি
৩৬ মিনিট আগেপ্রথমবারের মতো পাকিস্তান পুরুষ ক্রিকেট দলে নারী অপারেশন ম্যানেজারকে নিয়োগ দিয়েছে পিসিবি। হিনা মুনাওয়ার নামে এই নারী ম্যানেজার দায়িত্ব পালন শুরু করবেন চ্যাম্পিয়নস ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজ থেকে। পুলিশে চাকরি করেন তিনি। এর আগে তিনি পাকিস্তানের ঝুঁকিপূর্ণ সোয়াত অঞ্চলের ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারিতে নিরা
১ ঘণ্টা আগেএকের পর এক বিতর্কিত ঘটনায় এবার শিরোনাম হয়েছে দুর্বার রাজশাহী। ক্রিকেটারদের ঠিকমতো পারিশ্রমিক না দেওয়া, দৈনিক ভাতা প্রদান না করা, এমনকি কিট ব্যাগ থেকে শুরু করে প্রস্তুতির জন্য জার্সির ব্যাপারে অব্যবস্থাপনার অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে।
৩ ঘণ্টা আগেগল শ্রীলঙ্কার কাছে দুর্গ বলেই পরিচিত। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে পাত্তাই পায়নি তারা। উল্টো কপালে জুটেছে ইনিংস ব্যবধানে সবচেয়ে বড় হারের রেকর্ড। এমন হারের পেছনে ব্যাটারদের বড় দায় দেখছেন দলটির প্রধান কোচ সনাৎ জয়াসুরিয়া। শুধু তা-ই নয়, কাঠগড়ায় তুলেছেন দলের অভিজ্ঞদেরও।
৪ ঘণ্টা আগে