বিরাট কোহলির ব্যাটিং সামর্থ্য নিয়ে কারও কোনো প্রশ্ন নেই। দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারে হাজারো প্রমাণ দিয়েছেন তিনি। তবে দীর্ঘদিন ধরেই টি-টোয়েন্টি সংস্করণের স্ট্রাইকরেট নিয়ে সমালোচনার মুখে পড়েছেন ভারতের কিংবদন্তি ব্যাটার।
এমনও গুঞ্জন উঠেছিল যে আইপিএলে দারুণ কিছু করতে না পারলে কোহলির টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পাওয়া নাকি অনিশ্চিত। তবে শঙ্কাটা দ্রুতই মিইয়ে যায়। দুর্দান্ত ব্যাটিং করে সমালোচনার জবাব মাঠেই দিয়েছেন তিনি। ১৪৭.৪৯ স্ট্রাইকরেটে ৫০০ রান নিয়ে বর্তমানে রানসংগ্রাহকের তালিকায় দুইয়ে ভারতের সাবেক অধিনায়ক।
কোহলি মুখে জবাব না দিলেও তাঁর হয়ে এবার সমালোচকদের ধুয়ে দিয়েছেন এবি ডি ভিলিয়ার্স। কোহলির স্ট্রাইকরেট নিয়ে যাঁরা সমালোচনা করছেন তাঁদের ক্রিকেট জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার। সমালোচকেরা ক্যারিয়ারে কতটা ম্যাচ এবং সেঞ্চুরি করেছেন সেটাও জানতে চেয়েছেন তিনি।
নিজের ইউটিউব চ্যানেলে ওয়ানডেতে ৩১ বলে দ্রুততম সেঞ্চুরির মালিক ডি ভিলিয়ার্স বলেছেন, ‘পরিসংখ্যানের ওপর ভিত্তি করে কোহলির সমালোচনা করছেন এমন কিছু পণ্ডিত সম্পর্কে জানতে পেরেছে। যাঁদের খেলা সম্পর্কে কোনো জ্ঞান নেই। তাঁদের বলছি, ক্যারিয়ারে কতটা ম্যাচ খেলেছেন আপনি? আইপিএলে কতটা সেঞ্চুরি করেছেন আপনি?’
কোহলির স্ট্রাইকরেট নিয়ে সমালোচনাকারীদের ওপর বেশ বিরক্ত বলে জানিয়েছেন ডি ভিলিয়ার্স। ভারতীয় ব্যাটারের এক সময়ের ক্লাব রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সতীর্থ বলেছেন, ‘স্ট্রাইকরেট নিয়ে অনেক দিন ধরেই বিরাট কোহলি সমালোচনার মুখে পড়েছে। এটা নিয়ে আমি এখন খুবই বিরক্ত। বলা যায় হতাশ। এখন পর্যন্ত ক্রিকেটে খেলেছে এমন খেলোয়াড়দের সে (কোহলি) অন্যতম সেরা ক্রিকেটার। তার আইপিএলের পারফরম্যান্সও অবিশ্বাস্য। আর বেঙ্গালুরুর হয়ে সে নির্দিষ্ট একটা ভূমিকা পালন করে।’
কোহলির স্ট্রাইকরেট নিয়ে যে কোনো সমস্যা ছিল না সেটা আজ নিশ্চিত করেছেন ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকারও। বিশ্বকাপের দল নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘কোহলির স্ট্রাইকরেট নিয়ে আমরা কখনোই কোনো আলোচনা করিনি। আন্তর্জাতিক ক্রিকেট আর আইপিএলের মধ্যে পার্থক্য রয়েছে। বিশ্বকাপে অভিজ্ঞতার প্রয়োজন। শক্তির সঙ্গে আমরা দলে ভারসাম্য রেখেছি। আইপিএলে যা ঘটেছে সেখান থেকে ইতিবাচক কিছু দেখার চেষ্টা করেন। বিশ্বকাপের ম্যাচের চাপ পুরোটাই ভিন্ন।’
বিরাট কোহলির ব্যাটিং সামর্থ্য নিয়ে কারও কোনো প্রশ্ন নেই। দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারে হাজারো প্রমাণ দিয়েছেন তিনি। তবে দীর্ঘদিন ধরেই টি-টোয়েন্টি সংস্করণের স্ট্রাইকরেট নিয়ে সমালোচনার মুখে পড়েছেন ভারতের কিংবদন্তি ব্যাটার।
এমনও গুঞ্জন উঠেছিল যে আইপিএলে দারুণ কিছু করতে না পারলে কোহলির টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পাওয়া নাকি অনিশ্চিত। তবে শঙ্কাটা দ্রুতই মিইয়ে যায়। দুর্দান্ত ব্যাটিং করে সমালোচনার জবাব মাঠেই দিয়েছেন তিনি। ১৪৭.৪৯ স্ট্রাইকরেটে ৫০০ রান নিয়ে বর্তমানে রানসংগ্রাহকের তালিকায় দুইয়ে ভারতের সাবেক অধিনায়ক।
কোহলি মুখে জবাব না দিলেও তাঁর হয়ে এবার সমালোচকদের ধুয়ে দিয়েছেন এবি ডি ভিলিয়ার্স। কোহলির স্ট্রাইকরেট নিয়ে যাঁরা সমালোচনা করছেন তাঁদের ক্রিকেট জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার। সমালোচকেরা ক্যারিয়ারে কতটা ম্যাচ এবং সেঞ্চুরি করেছেন সেটাও জানতে চেয়েছেন তিনি।
নিজের ইউটিউব চ্যানেলে ওয়ানডেতে ৩১ বলে দ্রুততম সেঞ্চুরির মালিক ডি ভিলিয়ার্স বলেছেন, ‘পরিসংখ্যানের ওপর ভিত্তি করে কোহলির সমালোচনা করছেন এমন কিছু পণ্ডিত সম্পর্কে জানতে পেরেছে। যাঁদের খেলা সম্পর্কে কোনো জ্ঞান নেই। তাঁদের বলছি, ক্যারিয়ারে কতটা ম্যাচ খেলেছেন আপনি? আইপিএলে কতটা সেঞ্চুরি করেছেন আপনি?’
কোহলির স্ট্রাইকরেট নিয়ে সমালোচনাকারীদের ওপর বেশ বিরক্ত বলে জানিয়েছেন ডি ভিলিয়ার্স। ভারতীয় ব্যাটারের এক সময়ের ক্লাব রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সতীর্থ বলেছেন, ‘স্ট্রাইকরেট নিয়ে অনেক দিন ধরেই বিরাট কোহলি সমালোচনার মুখে পড়েছে। এটা নিয়ে আমি এখন খুবই বিরক্ত। বলা যায় হতাশ। এখন পর্যন্ত ক্রিকেটে খেলেছে এমন খেলোয়াড়দের সে (কোহলি) অন্যতম সেরা ক্রিকেটার। তার আইপিএলের পারফরম্যান্সও অবিশ্বাস্য। আর বেঙ্গালুরুর হয়ে সে নির্দিষ্ট একটা ভূমিকা পালন করে।’
কোহলির স্ট্রাইকরেট নিয়ে যে কোনো সমস্যা ছিল না সেটা আজ নিশ্চিত করেছেন ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকারও। বিশ্বকাপের দল নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘কোহলির স্ট্রাইকরেট নিয়ে আমরা কখনোই কোনো আলোচনা করিনি। আন্তর্জাতিক ক্রিকেট আর আইপিএলের মধ্যে পার্থক্য রয়েছে। বিশ্বকাপে অভিজ্ঞতার প্রয়োজন। শক্তির সঙ্গে আমরা দলে ভারসাম্য রেখেছি। আইপিএলে যা ঘটেছে সেখান থেকে ইতিবাচক কিছু দেখার চেষ্টা করেন। বিশ্বকাপের ম্যাচের চাপ পুরোটাই ভিন্ন।’
১১০ রানে অলআউট হয়ে কার্যত ম্যাচের প্রথমার্ধেই ব্যকফুটে চলে গিয়েছিল পাকিস্তান। মিরপুর শেরেবাংলার উইকেটে নিজেদের মেলে ধরতে ব্যর্থ সফরকারী ব্যাটাররা। ম্যাচ হারের পর তাই সফরকারী দলের যত ক্ষোভ উইকেট নিয়ে। পাকিস্তান অধিনায়ক তো বলেই দিলেন, বাংলাদেশে এসে ভালো উইকেট আশা করা যায় না!
১৭ মিনিট আগেবাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দেখতে আজ মিরপুর শেরেবাংলার গ্যালারিতে হাজির হয়েছিলেন অনেক নামীদামি ব্যক্তি। তাঁদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।
১ ঘণ্টা আগেদুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে অল্প রানে আটকে রেখে জয়ের অর্ধেক কাজ সেরে রেখেছিলেন বোলাররা। ব্যাটাররাও নিজেদের কাজ সারলেন দারুণভাবে। পারভেজ হোসেন ইমনের ফিফটি আর তাওহীদ হৃদয়ের কার্যকর এক ইনিংসের সৌজন্যে ২৭ বল হাতে রেখে ৭ উইকেটে বড় জয় পেল বাংলাদেশ। ৯ বছর বেশি সময় পর পাকিস্তানের বিপক্ষে কুড়ি ওভারের ম্যাচ
২ ঘণ্টা আগেপ্রথম তিনটি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মতো পরের তিনটি ফাইনালেও (২০২৭,২০২৯, ২০৩১) আয়োজক হিসেবে ইংল্যান্ডের নাম ঘোষণা করেছে আইসিসি। যদিও ভারত চেয়েছিল ২০২৭ সালের আসর আয়োজন করতে। তবে অতীতের তিন আসরে ইংল্যান্ডের আয়োজনের অভিজ্ঞতা মুগ্ধ করেছে আইসিসিকে।
৩ ঘণ্টা আগে