Ajker Patrika

সেমিতে ভারতকে ৮১ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

সেমিতে ভারতকে ৮১ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

বাংলাদেশ নারী ক্রিকেট দলের ব্যাটিং ব্যর্থতার চিত্র দেখা যায় হরহামেশাই। মাঝে মধ্যে একটু ঝলক দেখা গেলেও পুরোনো অবস্থায় ফিরতে খুব একটা সময় লাগে না। নারী এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে আজ ভারতের বিপক্ষে দেখা গেছে বাংলাদেশের হতশ্রী ব্যাটিং। হারমানপ্রীত কৌরের ভারতকে ৮১ রানের লক্ষ্য দিল বাংলাদেশ।
 
ডাম্বুলায় আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। জ্যোতি জানিয়েছেন, উইকেট ব্যাটিং সহায়ক। ভালো জুটি গড়তে হলে ব্যাটিং ইউনিটকে পরিশ্রম করতে হবে বলে তিনি মনে করেন। ফাইনালে ওঠার লড়াইয়ে আজ তিনিই ইনিংস সর্বোচ্চ রান করেছেন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে বাংলাদেশ করেছে ৮০ রান। অধিনায়ক জ্যোতি ৫১ বলে ২ চারে ৩২ রান করেন। 
 
প্রথমে ব্যাটিং নিয়ে দারুণ শুরুর ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। ইনিংসের তৃতীয় বলে রেনুকা সিংকে ডিপ স্কয়ার লেগ দিয়ে বিশাল ছক্কা মারেন দিলারা আকতার। সেই সময় ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর ফিল্ডিংয়ে পরিবর্তন আনেন। দিলারা একইভাবে ছক্কা মারতে গিয়ে ধরা পড়েন ডিপ স্কয়ার লেগে উমা ছেত্রীর হাতে। ৭ রানে ভেঙে যায় বাংলাদেশের উদ্বোধনী জুটি। ৪ বলে ১ ছক্কায় ৬ রান করেন দিলারা। 

দ্বিতীয় ওভারে পূজা ভাস্ত্রকরকে দুটি চার মারেন ইশমা তানজিম। তিন নম্বরে নামা বাংলাদেশের এই ব্যাটার এবার আউট হয়েছেন রেনুকার বলে। এক ওভার বিরতিতে এসে রেনুকা ফিরিয়েছেন মুর্শিদা খাতুনকে। টানা দুই ম্যাচে ফিফটি করা মুর্শিদা এবার আউট হয়েছেন ৯ বলে ৪ রান করে। পাওয়ারপ্লেতে (প্রথম ৬ ওভারে) বাংলাদেশ শেষ করেছে ৩ উইকেটে ২৫ রানে।  ধীরগতির ব্যাটিংয়ের পাশাপাশি বাংলাদেশ নিয়মিত উইকেট হারাতে থাকে পাওয়ারপ্লের পরও। দশম ওভারের প্রথম বলে রাধা যাদবের আর্ম বল বুঝতে না পেরে বোল্ড হয়ে যান রুমানা আহমেদ। ১১ বলে ১ রান করে আউট হয়েছেন তিনি। 

একমাত্র আগলে খেলতে থাকা জ্যোতি দেখেছেন আরও দুই সতীর্থের বিদায়। রাবেয়া, রিতু দ্রুত দুই ব্যাটারের উইকেট হারালে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১৩.৩ ওভারে ৪৪ রান। আট নম্বরে ব্যাটিংয়ে নেমে স্বর্ণা তুলনামূলক ভালো ব্যাটিং করেছেন। ১৮ বলে ২ চারে ১৯ রান করে অপরাজিত থাকেন ইনিংসের শেষ পর্যন্ত। ওপেনার দিলারার ১৫০ স্ট্রাইকরেটের পর দ্বিতীয় সর্বোচ্চ স্ট্রাইকরেট স্বর্ণার। 

সপ্তম উইকেটে জ্যোতির সঙ্গে ৩৫ বলে ৩৬ রানের জুটি গড়তে অবদান রাখেন স্বর্ণা। শেষ ওভারে বোলিংয়ে এসে জোড়া উইকেট নেওয়ার পাশাপাশি মেডেন দিয়েছেন যাদব। ওভারের প্রথম বলে জ্যোতি তুলে মারতে গেলে লং অনে দীপ্তি শর্মার তালুবন্দী হয়েছেন। তৃতীয় বলে বোল্ড করেছেন নাহিদা আকতারকে। তিনটি করে উইকেট নিয়েছেন রেনুকা ও যাদব। দুজনেই ৪ ওভার করে বোলিং করেছেন। ১০ ও ১৪ রান খরচ করেছেন রেনুকা ও যাদব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত