আবুধাবি টি-টেন লিগের পুনে ডেভিলস দলের কোচ ও মালিকদের কড়া শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ক্রিকেটীয় কর্মকান্ড থেকে তাঁদের বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যেখানে জড়িয়ে আছেন পাকিস্তানের সাবেক এক ক্রিকেটারও।
আইসিসি গতকাল এক বিবৃতিতে পুনে ডেভিলসের কোচ-মালিকদের শাস্তি দেওয়ার কথা নিশ্চিত করেছে। দলটির ব্যাটিং কোচ পাকিস্তানের আসহার জাইদিকে সব ধরনের ক্রিকেটীয় কর্মকান্ড থেকে পাঁচ বছর নিষিদ্ধ করা হয়েছে। সহ সত্ত্বাধিকারী পরাগ সাঙভি ও কৃষাণ কুমার চৌধুরী দুজন পেয়েছেন দুই বছরের নিষেধাজ্ঞা। প্রত্যেকেই আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) দুর্নীতিবিরোধী নীতিমালার দুটি ধারা ভঙ্গের কথা স্বীকার করেছেন। এর মধ্যে আবার এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা রয়েছে তিন জনেরই। ২০২১ আবুধাবি টি-টেন লিগে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার দায়ে তাদের শাস্তি দেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞার ব্যাপারে স্পষ্ট তথ্য পেতে হলে ফিরে যেতে হবে ২০২৩ সালে। গত বছরের ১৯ সেপ্টেম্বর পুনে ডেভিলসের কর্মকর্তাদের সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। সাঙভি, চৌধুরী দুজনে এ বছরের ১৯ সেপ্টেম্বর থেকে ক্রিকেটে জড়িত হতে পারবেন। জাইদি ক্রিকেটীয় কাজে অংশ নিতে পারবেন ২০২৭-এর ১৯ সেপ্টেম্বর থেকে।
২০২৩ এর সেপ্টেম্বরে যে আট কর্মকর্তাকে আইসিসি অভিযুক্ত করেছিল, তাদেরই অংশ জাইদি, সাঙভি, চৌধুরী। ইসিবির পক্ষ থেকে এই শাস্তি দিয়েছিল আইসিসি। অভিযুক্ত বাকি পাঁচ জনের অন্যতম বাংলাদেশের নাসির হোসেন। নাসিরকে এ বছরের শুরুতে দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। যার মধ্যে রয়েছে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা। নাসির ক্রিকেটে ফিরতে পারবেন আগামী বছরের ৭ এপ্রিল থেকে।
কোন নীতিমালা ভঙ্গের দায়ে অভিযুক্ত জাইদি
অনুচ্ছেদ ২.১.৪: প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকা, প্রলুব্ধ করা, উৎসাহিত করা বা ইচ্ছাকৃতভাবে কাউকে দুর্নীতির ২.১ ধারা ভাঙতে সহায়তা করা।
অনুচ্ছেদ ২.৪.৪: দুর্নীতির কাজে জড়িত হতে কোনো রকম আমন্ত্রণ বা অ্যাপ্রোচের ব্যাপারে দুর্নীতিবিরোধী কর্মকর্তাদের বিস্তারিত জানাতে ব্যর্থ হওয়া।
কোন আইন ভেঙেছেন সাঙভি
অনুচ্ছেদ ২.২.১: আন্তর্জাতিক বা ঘরোয়া যেকোনো ধরনের ক্রিকেট ম্যাচের ফল বা গতিপ্রকৃতি নিয়ে বাজি ধরা।
অনুচ্ছেদ ২.৪.৬: নীতিমালার অধীনে সম্ভাব্য দুর্নীতিতে তদন্ত করতে অস্বীকৃতি জানানো, ব্যর্থ হওয়া, প্রত্যাখ্যান করা।
কোন আইন ভেঙেছেন চৌধুরী
অনুচ্ছেদ ২.৪.৫: দেরী না করে ঘটনার বিস্তারিত জানাতে ব্যর্থ হওয়া। পাশাপাশি দুর্নীতির ব্যাপারে সম্ভাব্য কোনো তথ্য কারও কাছে এলে সেটা যদি নীতিমালার অধীনে অন্য কারও দ্বারা প্রভাবিত হয়, সেই অনুসারে শাস্তি।
অনুচ্ছেদ ২.৪.৬: নীতিমালার অধীনে সম্ভাব্য দুর্নীতিতে তদন্ত করতে অস্বীকৃতি জানানো, ব্যর্থ হওয়া, প্রত্যাখ্যান করা।
আরও পড়ুন:
আবুধাবি টি-টেন লিগের পুনে ডেভিলস দলের কোচ ও মালিকদের কড়া শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ক্রিকেটীয় কর্মকান্ড থেকে তাঁদের বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যেখানে জড়িয়ে আছেন পাকিস্তানের সাবেক এক ক্রিকেটারও।
আইসিসি গতকাল এক বিবৃতিতে পুনে ডেভিলসের কোচ-মালিকদের শাস্তি দেওয়ার কথা নিশ্চিত করেছে। দলটির ব্যাটিং কোচ পাকিস্তানের আসহার জাইদিকে সব ধরনের ক্রিকেটীয় কর্মকান্ড থেকে পাঁচ বছর নিষিদ্ধ করা হয়েছে। সহ সত্ত্বাধিকারী পরাগ সাঙভি ও কৃষাণ কুমার চৌধুরী দুজন পেয়েছেন দুই বছরের নিষেধাজ্ঞা। প্রত্যেকেই আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) দুর্নীতিবিরোধী নীতিমালার দুটি ধারা ভঙ্গের কথা স্বীকার করেছেন। এর মধ্যে আবার এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা রয়েছে তিন জনেরই। ২০২১ আবুধাবি টি-টেন লিগে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার দায়ে তাদের শাস্তি দেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞার ব্যাপারে স্পষ্ট তথ্য পেতে হলে ফিরে যেতে হবে ২০২৩ সালে। গত বছরের ১৯ সেপ্টেম্বর পুনে ডেভিলসের কর্মকর্তাদের সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। সাঙভি, চৌধুরী দুজনে এ বছরের ১৯ সেপ্টেম্বর থেকে ক্রিকেটে জড়িত হতে পারবেন। জাইদি ক্রিকেটীয় কাজে অংশ নিতে পারবেন ২০২৭-এর ১৯ সেপ্টেম্বর থেকে।
২০২৩ এর সেপ্টেম্বরে যে আট কর্মকর্তাকে আইসিসি অভিযুক্ত করেছিল, তাদেরই অংশ জাইদি, সাঙভি, চৌধুরী। ইসিবির পক্ষ থেকে এই শাস্তি দিয়েছিল আইসিসি। অভিযুক্ত বাকি পাঁচ জনের অন্যতম বাংলাদেশের নাসির হোসেন। নাসিরকে এ বছরের শুরুতে দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। যার মধ্যে রয়েছে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা। নাসির ক্রিকেটে ফিরতে পারবেন আগামী বছরের ৭ এপ্রিল থেকে।
কোন নীতিমালা ভঙ্গের দায়ে অভিযুক্ত জাইদি
অনুচ্ছেদ ২.১.৪: প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকা, প্রলুব্ধ করা, উৎসাহিত করা বা ইচ্ছাকৃতভাবে কাউকে দুর্নীতির ২.১ ধারা ভাঙতে সহায়তা করা।
অনুচ্ছেদ ২.৪.৪: দুর্নীতির কাজে জড়িত হতে কোনো রকম আমন্ত্রণ বা অ্যাপ্রোচের ব্যাপারে দুর্নীতিবিরোধী কর্মকর্তাদের বিস্তারিত জানাতে ব্যর্থ হওয়া।
কোন আইন ভেঙেছেন সাঙভি
অনুচ্ছেদ ২.২.১: আন্তর্জাতিক বা ঘরোয়া যেকোনো ধরনের ক্রিকেট ম্যাচের ফল বা গতিপ্রকৃতি নিয়ে বাজি ধরা।
অনুচ্ছেদ ২.৪.৬: নীতিমালার অধীনে সম্ভাব্য দুর্নীতিতে তদন্ত করতে অস্বীকৃতি জানানো, ব্যর্থ হওয়া, প্রত্যাখ্যান করা।
কোন আইন ভেঙেছেন চৌধুরী
অনুচ্ছেদ ২.৪.৫: দেরী না করে ঘটনার বিস্তারিত জানাতে ব্যর্থ হওয়া। পাশাপাশি দুর্নীতির ব্যাপারে সম্ভাব্য কোনো তথ্য কারও কাছে এলে সেটা যদি নীতিমালার অধীনে অন্য কারও দ্বারা প্রভাবিত হয়, সেই অনুসারে শাস্তি।
অনুচ্ছেদ ২.৪.৬: নীতিমালার অধীনে সম্ভাব্য দুর্নীতিতে তদন্ত করতে অস্বীকৃতি জানানো, ব্যর্থ হওয়া, প্রত্যাখ্যান করা।
আরও পড়ুন:
অ্যাটাক-সেট-হিট, বাংলাদেশ দলের নতুন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্টের এই তিন শব্দের দর্শন যেন দুবাইয়ের গরমেও অনুপ্রেরণা ইমন-শরীফুলদের। মুম্বাই ইন্ডিয়ানসে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন প্যামেন্টের অধীনে গত দুই দিন আইসিসি একাডেমি মাঠে নিবিড় অনুশীলন করেছে বাংলাদেশ দল। আগ্রাসী মানসিকতা, আত্মবিশ্বাসী শরীরী ভাষা...
৭ মিনিট আগেআইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ৯ নম্বরে। ৬ ধাপ পিছিয়ে ১৫ নম্বরে অবস্থান সংযুক্ত আরব আমিরাতের। এই দলের বিপক্ষে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিরিজে দুই লক্ষ্য বাংলাদেশের।
১২ ঘণ্টা আগেভারত-পাকিস্তান সামরিক সংঘাতের প্রভাব ক্রিকেটে কতটা পড়েছে, সেটা তো কারও অজানা নয়। আইপিএল, পিএসএল দুটি টুর্নামেন্টই বাধ্য হয়ে স্থগিত করা হয়েছিল। ভারত-পাকিস্তানের এই দুই ফ্র্যাঞ্চাইজি লিগ যখন মাঠে গড়াচ্ছে আবার, তখন ঘটছে নানা ঘটনা।
১৩ ঘণ্টা আগেসাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রতিপক্ষ হিসেবে ভারতকে পেয়েছে বাংলাদেশ। আজ সেমিফাইনালে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছে ভারত।
১৩ ঘণ্টা আগে