Ajker Patrika

এবার কোহলির পেছনে লেগেছেন স্কটল্যান্ডের ক্রিকেটার

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৭: ৪৪
এবার কোহলির পেছনে লেগেছেন স্কটল্যান্ডের ক্রিকেটার

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিরাট কোহলির অবসরের কেবল দুই মাস পেরিয়েছে। বার্বাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে অবসর নেওয়া কোহলি ক্রিকেটের এই সংস্করণে গড়েছেন অসংখ্য রেকর্ড। সেই কোহলির একটি রেকর্ডের পেছনে ছুটছেন স্কটল্যান্ডের ব্র্যান্ডন ম্যাকমুলেন। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ম্যাকমুলেন যেন ছিলেন ‘ওয়ান ম্যান আর্মি’। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে স্কটল্যান্ড ধবলধোলাই হয়েছে ৩-০ ব্যবধানে। অথচ স্কটিশদের বিধ্বস্ত হওয়ার সিরিজেই ১৩৪ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহক ম্যাকমুলেন। রানের ফোয়ারা ছোটানো স্কটল্যান্ডের এই ক্রিকেটার অস্ট্রেলিয়ার বিপক্ষে এ বছর টি-টোয়েন্টি তিনটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন, যার দুটি এসেছে এই সিরিজে এবং আরেকটি করেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে। টি-টোয়েন্টিতে অজিদের বিপক্ষে এক বছরে সর্বোচ্চ পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলায় ম্যাকমুলেনের সামনে এখন শুধু কোহলিই। ২০১৬ সালে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে অস্ট্রেলিয়ার বিপক্ষে চারবার ফিফটি পেরিয়েছিলেন কোহলি। 

এক বছরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে দুটি করে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার ঘটনা ১৪টি, যার মধ্যে বাবর আজম দুবার (২০১৮ ও ২০১৯ সাল) এমন কীর্তি করেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া ভারতের আরেক তারকা রোহিত শর্মা ২০১৬ সালে দুটি ফিফটি করেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। পাকিস্তানের দুই ভাই কামরান আকমল, উমর আকমল দুজনেই ২০১০ সালে অজিদের বিপক্ষে দুটি করে ফিফটি করেছিলেন। এই তালিকায় আছেন ইউনিভার্স বস ক্রিস গেইলও। 
 
২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোহলির চার ফিফটি ছিল টানা চার ইনিংসে। অজিদের বিপক্ষে এই কীর্তি আর কারও নেই। ভবিষ্যতেও যে আর কেউ সেটা ভাঙতে পারবেন না, সেটা হলফ করে বলা যাচ্ছে না। কারণ চার-ছক্কার খেলা টি-টোয়েন্টিতে কত রেকর্ডই তো নতুন করে ভাঙাগড়া হয়। সেখানে কোহলিকে তো ভারতের জার্সিতে টি-টোয়েন্টিতে আর দেখাই যাবে না। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ৮ বার ফিফটি পেরোনো ইনিংস খেলেন কোহলি। অজিদের বিপক্ষে টি-টোয়েন্টিতে পাঁচটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে এই তালিকায় কোহলির পরে দুইয়ে বাবর। ম্যাকমুলেনেরও অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চাশোর্ধ্ব ইনিংস এই তিনটিই। 


টি-টোয়েন্টিতে এক বছরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ পঞ্চাশোর্ধ্ব ইনিংস
                                   দল                ইনিংস সংখ্যা                   বছর   
বিরাট কোহলি             ভারত                     ৪                           ২০১৬
ব্র্যান্ডন ম্যাকমুলেন     স্কটল্যান্ড                 ৩                           ২০২৪
কামরান আকমল       পাকিস্তান                ২                           ২০১০
উমর আকমল           পাকিস্তান                 ২                          ২০১০
জেপি ডুমিনি            দক্ষিণ আফ্রিকা          ২                         ২০০৯

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত