Ajker Patrika

আম্পায়ারিং নিয়ে খুলনার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image
ছবি: সংগৃহীত

বিপিএলে প্রশ্নবিদ্ধ আম্পায়ারিং নিয়ে অভিযোগ করেছে খুলনা টাইগার্স। ১২ জানুয়ারি খুলনার ব্যাটিংয়ের শেষ ওভারে সিলেট স্ট্রাইকার্সের পেসার রুয়েল মিয়া তিনটা নো বল করলেও টিভি আম্পায়ার দেননি বলে অভিযোগ। সাইড লাইনে পেছনের পা বেরিয়ে যাচ্ছিল বোলারের। পরশু রংপুর রাইডার্সের মোহাম্মদ নওয়াজের বিপক্ষে সাইফউদ্দিনও ‘নো বল’ করলে টিভি আম্পায়ার তা দেননি।

খুলনার কোচ তালহা জুবায়ের কাল চট্টগ্রাম থেকে ফোনে আজকের পত্রিকাকে বললেন, ‘যেহেতু প্রযুক্তি আছে, অন ফিল্ড আম্পায়ারের জায়গায় এখন নো বল ডাকেন থার্ড আম্পায়ার। কিন্তু থার্ড আম্পায়ার বারবার এটা কীভাবে মিস করেন? তিনটা নো বল হলে ম্যাচের গল্পটা অন্য রকমও হতে পারত।’

সিলেট-খুলনা ম্যাচে টিভি আম্পায়ার ছিলেন কামরুজ্জামান। ম্যাচ রেফারি এহসানুল হক সেজানের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছেন বলে জানিয়েছেন তালহা। সেজান জানিয়েছেন, লিখিতভাবে না হলেও মৌখিকভাবে তাঁর কাছে অভিযোগ এসেছে। আর খুলনা-রংপুর ম্যাচে টিভি আম্পায়ার ছিলেন গাজী সোহেল। আম্পায়ারদের সূত্রে জানা গেছে, আম্পায়ার কামরুজ্জামানের পারফরম্যান্স নিয়ে বেশ অস্বস্তি আছে বিসিবির। তবু তিনি নাকি নিয়মিত ম্যাচ পাচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত