Ajker Patrika

বিপিএলে থাকছে ইউএস-বাংলাও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিপিএলে থাকছে ইউএস-বাংলাও

২১ জানুয়ারি শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। টুর্নামেন্টের অষ্টম আসরে দুটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হয়েছে ইউএস-বাংলা। বিপিএলের ষষ্ঠ আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ট্রাভেল পার্টনার হিসেবে থাকছে দেশের জনপ্রিয় এই বেসরকারি বিমান সংস্থা। 

বিষয়টি নিশ্চিত করে ইউএস-বাংলা এয়ারলাইনস লিমিটেডের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ‘ইউএস-বাংলা তাদের শুরু থেকেই বাংলাদেশ ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। বিপিএলের একাধিক দলের সঙ্গে জড়িত ছিল ইউএস-বাংলা। এবার বিপিএলে আমরা দুটি দলের ট্রাভেল পার্টনার। একটি কুমিল্লা ভিক্টোরিয়ানস, আরেকটি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।’ 

কামরুল আরও যোগ করেন, ‘ইউএস-বাংলা ২০১৪ সালে অভ্যন্তরীন রুটে মাত্র দুটি ছোট বিমান নিয়ে যাত্রা শুরু করে। সেখানে এখন আমরা ১৬টি এয়ারক্রাফট নিয়ে অভ্যন্তরীণ পার হয়ে আন্তর্জাতিক ১০টি দেশে ফ্লাইট পরিচালনা করছি। বাংলাদেশ ক্রীড়াঙ্গন নিয়ে আমরা আরও বড় স্বপ্ন দেখছি, যেহেতু ক্রীড়াঙ্গনের সঙ্গে জড়িয়ে আছি। আমরা ভবিষ্যতে ক্রীড়াঙ্গনে আরও বেশি অবদান রাখতে চাই।’ 

এর আগে ফুটবল ও গলফ ফেডারেশনের সঙ্গে কাজ করেছে ইউএস-বাংলা। সুযোগ পেলে আরও বড় পরিসরে দেশের ক্রীড়াঙ্গনে কাজ করতে আগ্রহী ইউএস-বাংলা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতের সমাবেশের জন্য বিশেষ ট্রেন, যে ব্যাখ্যা দিল রেল মন্ত্রণালয়

আবাসিক হোটেলে অভিযানে গিয়ে অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা, সেনাবাহিনীর হস্তক্ষেপে উদ্ধার

কোটালীপাড়ায় আওয়ামী লীগের দেড় হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১২

শর্তের জালে মার্কিন চাপ

ঢাকায় সমাবেশের জন্য ৩ জোড়া ট্রেন ভাড়া করেছে জামায়াত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত