টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছে ২৯ জুন। আইসিসির প্রায় মাসব্যাপী এই মহাযজ্ঞের শেষে বাংলাদেশ ক্রিকেট দলেরও এখন নেই কোনো আন্তর্জাতিক ব্যস্ততা। বাংলাদেশের ক্রিকেটাররা এখন ব্যস্ত বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে। কেউ ব্যস্ত লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। কারও ব্যস্ততা যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি)।
মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম—বাংলাদেশের এই চার ক্রিকেটার খেলছেন এবারের এলপিএলে। যার মধ্যে মোস্তাফিজ, হৃদয় খেলছেন ডাম্বুলা সিক্সার্সে। তবে বাংলাদেশের দুই সতীর্থের একসঙ্গে খেলার সুযোগ হয়েছে কেবল দুই ম্যাচ। অফফর্মের কারণে ডাম্বুলা একাদশে সুযোগ মিলছে না তাঁদের। মোস্তাফিজ ৫ উইকেট পেলেও মুক্ত হস্তে রান বিলিয়েছেন। ১১.০৬ ইকোনমি তাঁর খরুচে বোলিংয়ের পক্ষে সাক্ষ্য দিচ্ছে। ডাম্বুলার আরেক বাংলাদেশি হৃদয় ব্যাটিংয়ে দুই অঙ্কও ছুঁতে পারেননি।
কলম্বোর প্রেমাদাসায় ডাম্বুলা এখন খেলছে গল মার্ভেলসের বিপক্ষে। টুর্নামেন্টে এটা ডাম্বুলার ষষ্ঠ ম্যাচ। মোস্তাফিজ খেলার সুযোগ পেয়েছেন ৪ ম্যাচ। ডাম্বুলার সবশেষ দুই ম্যাচে একাদশে সুযোগ মেলেনি তাঁর। ৭ জুলাই কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে এবারের এলপিএলে সবশেষ ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। সেই ম্যাচে ৪ ওভারে ৫৩ রান দিয়ে পাননি উইকেটের দেখা। এমনকি ৯ জুলাই গলের বিপক্ষেই ডাম্বুলা একাদশে তিন বিদেশি খেলিয়েছে। চার বিদেশি খেলানোর সুযোগ থাকলেও কোনো বাংলাদেশি খেলেননি। হৃদয় ডাম্বুলায় প্রথম দুই ম্যাচের পর আর খেলার সুযোগই পাননি। ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন ১ জুলাই টুর্নামেন্টে প্রথম ম্যাচে ক্যান্ডি ফ্যালকনসের বিপক্ষে। ২ বলে ১ রান করে আউট হয়েছেন। জাফনা কিংসের বিপক্ষে একাদশে থাকলেও ব্যাটিংয়ের সুযোগ মেলেনি।
হৃদয়ের পরিবর্তে ডাম্বুলা সুযোগ দিয়েছে দক্ষিণ আফ্রিকার ব্যাটার রিজা হেনড্রিকসকে। সুযোগের সদ্ব্যবহার করে একাদশে জায়গা এক রকম পাকা করে ফেলেছেন হেনড্রিকস। ৩ ইনিংসে ব্যাটিং করে ৫০ গড় ও ১৪৭.০৫ স্ট্রাইকরেটে করেন ১৫০ রান। এরই মধ্যে দুটি ফিফটি করেছেন তিনি। মোস্তাফিজ আজ সুযোগ না পেলেও ডাম্বুলা আফগানিস্তানের ইবরাহিম জাদরানের মতো টপ অর্ডার ব্যাটারকে একাদশে নিয়েছে।
মোস্তাফিজ-হৃদয়ের মতো ব্যর্থ শরীফুল-তাসকিনও । কলম্বো স্ট্রাইকার্সের জার্সিতে ১০.২৭ ইকোনমিতে দিয়েছেন ৪ উইকেট। তাসকিনের সমান ৪ উইকেট নিয়েছেন শরীফুল। তবে ক্যান্ডি ফ্যালকনস শরীফুলের থেকে আশানুরূপ পারফরম্যান্স পাচ্ছে না। বোলিং করেছেন ১১.৬১ ইকোনমিতে। জাফনা কিংসের বিপক্ষে গত রাতে তাঁকে দিয়ে একটা ওভারও বোলিং করায়নি ক্যান্ডি। ৭ ওভারের সেই ম্যাচে ৭৯ রানের লক্ষ্য ৩৫ বলেই তাড়া করে জিতে যায় জাফনা।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছে ২৯ জুন। আইসিসির প্রায় মাসব্যাপী এই মহাযজ্ঞের শেষে বাংলাদেশ ক্রিকেট দলেরও এখন নেই কোনো আন্তর্জাতিক ব্যস্ততা। বাংলাদেশের ক্রিকেটাররা এখন ব্যস্ত বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে। কেউ ব্যস্ত লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। কারও ব্যস্ততা যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি)।
মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম—বাংলাদেশের এই চার ক্রিকেটার খেলছেন এবারের এলপিএলে। যার মধ্যে মোস্তাফিজ, হৃদয় খেলছেন ডাম্বুলা সিক্সার্সে। তবে বাংলাদেশের দুই সতীর্থের একসঙ্গে খেলার সুযোগ হয়েছে কেবল দুই ম্যাচ। অফফর্মের কারণে ডাম্বুলা একাদশে সুযোগ মিলছে না তাঁদের। মোস্তাফিজ ৫ উইকেট পেলেও মুক্ত হস্তে রান বিলিয়েছেন। ১১.০৬ ইকোনমি তাঁর খরুচে বোলিংয়ের পক্ষে সাক্ষ্য দিচ্ছে। ডাম্বুলার আরেক বাংলাদেশি হৃদয় ব্যাটিংয়ে দুই অঙ্কও ছুঁতে পারেননি।
কলম্বোর প্রেমাদাসায় ডাম্বুলা এখন খেলছে গল মার্ভেলসের বিপক্ষে। টুর্নামেন্টে এটা ডাম্বুলার ষষ্ঠ ম্যাচ। মোস্তাফিজ খেলার সুযোগ পেয়েছেন ৪ ম্যাচ। ডাম্বুলার সবশেষ দুই ম্যাচে একাদশে সুযোগ মেলেনি তাঁর। ৭ জুলাই কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে এবারের এলপিএলে সবশেষ ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। সেই ম্যাচে ৪ ওভারে ৫৩ রান দিয়ে পাননি উইকেটের দেখা। এমনকি ৯ জুলাই গলের বিপক্ষেই ডাম্বুলা একাদশে তিন বিদেশি খেলিয়েছে। চার বিদেশি খেলানোর সুযোগ থাকলেও কোনো বাংলাদেশি খেলেননি। হৃদয় ডাম্বুলায় প্রথম দুই ম্যাচের পর আর খেলার সুযোগই পাননি। ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন ১ জুলাই টুর্নামেন্টে প্রথম ম্যাচে ক্যান্ডি ফ্যালকনসের বিপক্ষে। ২ বলে ১ রান করে আউট হয়েছেন। জাফনা কিংসের বিপক্ষে একাদশে থাকলেও ব্যাটিংয়ের সুযোগ মেলেনি।
হৃদয়ের পরিবর্তে ডাম্বুলা সুযোগ দিয়েছে দক্ষিণ আফ্রিকার ব্যাটার রিজা হেনড্রিকসকে। সুযোগের সদ্ব্যবহার করে একাদশে জায়গা এক রকম পাকা করে ফেলেছেন হেনড্রিকস। ৩ ইনিংসে ব্যাটিং করে ৫০ গড় ও ১৪৭.০৫ স্ট্রাইকরেটে করেন ১৫০ রান। এরই মধ্যে দুটি ফিফটি করেছেন তিনি। মোস্তাফিজ আজ সুযোগ না পেলেও ডাম্বুলা আফগানিস্তানের ইবরাহিম জাদরানের মতো টপ অর্ডার ব্যাটারকে একাদশে নিয়েছে।
মোস্তাফিজ-হৃদয়ের মতো ব্যর্থ শরীফুল-তাসকিনও । কলম্বো স্ট্রাইকার্সের জার্সিতে ১০.২৭ ইকোনমিতে দিয়েছেন ৪ উইকেট। তাসকিনের সমান ৪ উইকেট নিয়েছেন শরীফুল। তবে ক্যান্ডি ফ্যালকনস শরীফুলের থেকে আশানুরূপ পারফরম্যান্স পাচ্ছে না। বোলিং করেছেন ১১.৬১ ইকোনমিতে। জাফনা কিংসের বিপক্ষে গত রাতে তাঁকে দিয়ে একটা ওভারও বোলিং করায়নি ক্যান্ডি। ৭ ওভারের সেই ম্যাচে ৭৯ রানের লক্ষ্য ৩৫ বলেই তাড়া করে জিতে যায় জাফনা।
৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। টি-টোয়েন্টি সংস্করণের এই এশিয়া কাপের ম্যাচের সূচিও ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে ম্যাচ গুলোর ভেন্যু এত দিন ঘোষণা করেনি এসিসি। এশীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এবার জানিয়ে দিল সব ম্যাচের ভেন্যুও। আবুধাবি ও দুবাইয়ে সব টুর্নামেন্টের
২ ঘণ্টা আগেছুটি পেলেই বাড়ি ফিরেই ছুটে যান মাঠে। সেখানে আসিফের অপেক্ষায় থাকে গ্রামের এক ঝাঁক কিশোর ফুটবলার। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়ন দলের অধিনায়ক আশরাফুল হক আসিফ এখন তাঁদের স্বপ্নের ও অনুপ্রেরণার নাম। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামে বেড়ে ওঠা আসিফের। ২০২৪ সালে তাঁর নেতৃত্বেই বাংলাদেশ অনূর্ধ্ব-২০
২ ঘণ্টা আগেজাতীয় দলের সাবেক ব্যাটার মোহাম্মদ আশরাফুলকে আসন্ন এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য বরিশাল বিভাগের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৫ ঘণ্টা আগেআবাহনী লিমিটেডের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন মোহাম্মদ হৃদয়। পেশাদার লিগে তাঁর শুরুটা ধানমন্ডির ক্লাবটির হয়ে। টানা ৭ মৌসুম আকাশী-নীল জার্সিতে খেলে এবার তিনি পাড়ি দিয়েছেন বসুন্ধরা কিংসে।
৫ ঘণ্টা আগে